Thursday, June 22, 2023

নদীর কথা -- এঞ্জ্যেল অঙ্কনা সিংহ

 নদীর কথা
 এঞ্জ্যেল অঙ্কনা সিংহ
 ১৬/০৬/২০২৩
আমি বহমান ক্ষীণস্রোতা,

নিঝুম পাহাড়ী নদী,

অপাংক্তেয় ক্ষুদ্রাতি কায়া,

বর্ষা না হয় যদি।

মৃদু বর্ষণে পাখনা মেলি,

জলতরঙ্গ খেলি,

কত শত প্রাণ বিকশিত হয়,

সাজায়ে নিজের ডালি।

ঘোর ঝঞ্ঝাতে আমি রুদ্রাণী,

ত্রাহি ত্রাহি ওঠে রব,

নব পল্লবী সূচনাতে হয়,

সুললিত বৈভব।

শহর গজায় মোর দুই তীরে,

মাঝিদের আনাগোনা,

জল সম্পদ মৎস ভরা,

ভরে নাও দু'টি ডানা।

নির্মল করি চঞ্চল ভরি,

কুসুমিত সব প্রাণে,

দুখের আবহ ঘুচিয়ে ধরাতে,

খুশি আনি জন মনে।

শিলাই পিয়ালী চূর্ণী ডায়ানা,

তোর্সা কুহকী মালিনী,

যে নামেই মোরে ডাকো না কেন?

আমি ভবে প্রাণদায়িনী।

বর্ষাকালের সংজ্ঞা -- মোঃ নূরুল আলম

বর্ষাকালের সংজ্ঞা
মোঃ নূরুল আলম 
১৮/০৬/২০২৩ 
 
গুমোট আবহাওয়া --
অসীম শূন্যতায় জটাধারী মেঘের সন্তরণ 
অশুভ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত ! 
হালকা কর্পুর শীতল হাওয়ার আলিঙ্গন, 
পাস্তরিত মেঘের ঘোমটা খুলে সহসা  
খেমটা নাচের অশালীন কোরিওগ্রাফী, 
অতঃপর  জল স্থলে বৃষ্টি সুঁইয়ের নকশী আঁকা  
ক্রমাগত প্রকৃতির কাঁথায় ডুব সাঁতার । 
টিনের চালায় ঝমঝম অশ্রু বর্ষণ, 
সুনসান জনপথ, ভিজছে তপোবন, 
ছাদে, মাঠে, ঘাটে কুকুর বেড়ালের জঙ্গ 
পরক্ষণেই সব নিরব ক্ষনে ক্ষনে মেঘ গর্জন,
পর্দার অন্তরালে ভাণু বাবুর আসন গ্রহণ  ;
দমবন্ধ ভ্যাপসা গরমে মানুষ নাকাল 
একেই বলে বুঝি বর্ষাকাল! 

বয়সী বিটপী কলম -- হাসান ফরিদ

বয়সী বিটপী কলম
হাসান ফরিদ
১৯/০৬/২৩
বহতা বেদনার হিমাচল নদী...
হৃদয় সরোদ থেকে লোহিত  সরোবর অবধি...
নীল পদ্ম হয়ে ফোটে অবিরাম রক্তক্ষরণে...
বরণের সপ্তবর্ণ অমৃত গরলে ডুবসাঁতার দেয় জরুল জারনে... 
হেমলক পেয়ালা উলটে থাকে ধূপছায়া আকাশে... 
যোজন দূরত্ব খেয়ে ফেলে কালবেলা টিকটিকি নীলাদ্রি নিমিষে...

ধূসর গল্পরা প্লবগ  লম্ফে ধাবমান মূর্তি...
সুগন্ধি বৃক্ষেরা আত্মহননের ব্যর্থতায় দুর্গন্ধের ক্লিনিকে ভর্তি...
সভ্যতা দাঁড়িয়ে থাকে কাকতাড়ুয়ার আবডালে কাকজ্যোৎস্নায়...
কাব্যগ্রন্থ শব্দের মমিদের মিছিলে বেধড়ক পেটায়...। 

বেআব্রু বাক্যরা রুপান্তরিত লিঙ্গবৈষম্য দোষে দোষীসাবস্ত..
জীবন থেকে চালচিত্র পালায়নরত; উপন্যাস বেঢপ বিকলাঙ্গ সাত আঙুলের হস্ত...
কবিতারা চায় অনির্দিষ্টকালের ছুটি বয়েসী বিটপী কলম স্তব্ধ আজ...
গোধূলির জলরং মোহনা ছাপিয়ে সমুদ্রবিহীন মৈথুনে নিঃশব্দে খুলে কবি খোয়াবনামার ভাঁজ...

Wednesday, June 21, 2023

ঘুমের মাঝে -- রঞ্জন ঘোষ

 ঘুমের মাঝে
 রঞ্জন ঘোষ
  ২০/৬/২৩
ঘন জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দিয়ে আমি চলছিলাম পথ,
দু'পাশের কিছুই যাচ্ছে না দেখা  অস্পষ্ট ছায়া যাচ্ছে সরে সরে,
আকাশে নেই চাঁদ লুকিয়ে আছে হয়তো সে মেঘের আড়ালে,
দু'চারটে তারা ঐ অন্ধকারে মিটমিট করছে রহস্যের জাল সৃষ্টি করে।

মনের মধ্যে কেমন ভয় ভয় করছে রাস্তায় দেখছি না আমি কাউকে,
অদ্ভুত এই পরিবেশে আমি একা একা হেঁটে চলেছি সামনের দিকে,
জোনাকির আলো আমায় কিছুটা পথ চলতে সাহায্য করছে,
মনে হচ্ছে এক অজানা শক্তি টেনে নিয়ে চলেছে আমার শরীরটাকে।

বড় বড় বাদুর গুলো অদ্ভুত ভাবে যাচ্ছে উড়ে খুব নিচে দিয়ে,
মনে হচ্ছে যে কোন সময় ওরা এসে আমার রক্ত চুষে খাবে!
ভয়ে তাকাই এদিক ওদিক, এটা কি ভ্যাম্পায়ারের আস্তানা?
সেই প্রশ্নের উত্তর নেই জানা, চিন্তা কেমন প্রাণ বাঁচবে,

দূরে একটা ঘোড়ার গাড়ি আসার আওয়াজ কানে এলো,
থরথর করে কেঁপে উঠি এটা কাউন্ট ড্রাকুলার গাড়ি নয়তো?
দূরে শিয়ালের চিৎকার অনেকটা নেকড়ের চিৎকার মতো লাগলো,
মনে হলো আজ আমার জীবনের শেষ দিন হয়তো।

শব্দটা ক্রমশ বাড়তে লাগলো ঘর ঘর ঘর শব্দ করে,
হৃদপিণ্ড আমার দ্রুত বাজতে থাকে ঠিক দামামার মতো,
চিৎকার করি আমি মরতে চাই না, আর যাবো না কখনো এই পথে,
চোখ খুলতে দেখি সবাই বসে মাথার কাছে, আমি খেলাম থতমত।

পথ -- সুভাষচন্দ্র ঘোষ

পথ
সুভাষচন্দ্র ঘোষ 
 তাং 17/06/2023
     কোথা থেকে শুরু         লঘু কিম্বা গুরু 
               জানিনা -- তবুও পথ চলা,
     নির্ভেজাল বনচারী       সভ্যতার দিশারী
             সেই  বিপদসঙ্কুল পা ফেলা।
      পেটের খিদের টানে  গুহার বাহির পানে
               মানুষ প্রথম ফেলেছিল পা,
      সবুজ ঘাসের পরে  আঁকা হয়েছিল যারে
                পায়ের চিহ্ন অস্পষ্ট রেখা।
       বারংবার চলাচলে    দাগ হয়েছিল বলে
                     প্রথম সৃজন নূতন পথ,
       যুগের পর যুগ বয়ে      বহু বিবর্তন সয়ে
                 চলেছে মানব সভ্যতার রথ।
       সুউচ্চ পাহাড়চূড়া       অকূল সাগর ঘেরা
                    নাম না জানা অচিন দ্বীপ,
       নির্মল আকাশ ভেদি   পৃথিবীর টান ছেদি
                   চলেছে  চন্দ্র মঙ্গল সমীপ।
       পথ শেষ কোথা হবে   সভ্যতা কতদিন রবে
                   কোন  কিছুই তো জানিনা,
       অগ্রগতির ছেলেখেলা  প্রকৃতির ধ্বংসলীলা
                 আর কিছুতেই মানতে পারিনা।
        বাঁচুক জীবের প্রাণ          সব ঈশ্বরের দান
                    পথ হোক দুঃখ ক্লান্তি হরা,
        পরিবেশ হোক নির্মল       মন প্রাণ সুবিমল
                     সব পথ  ফুলে ফুলে ভরা।

ডানা -- তাপস দাস

 ডানা
 তাপস দাস
 ১৫/০৬/২০২৩
বনের আঁকেবা‍ঁকে,
ছানাপোনা সহ যত পাখি ডাকে।
চায়,থাক বজায়  তাদের নিজের ডানা।
যাতে করে উড়তে রবে না মানা।
বনের রাজা বলে, 
কি দুঃসাহস! 
সমস্ত পাখিদের ডানাগুলি কেটে নাও।
সোনার ডানা লাগিয়ে দাও।
বাড়ে যদি বাড়ুক বনের দেনা।
তবুও রাশি রাশি হচ্ছে কেনা।
পাখিদের জন্য সোনার ডানা ।
ও পাখি,তোদের হচ্ছে বুঝি যন্ত্রনা! 
হবেই তো,কাঁটা হয়েছে যে ডানা!
আর কয়টা দিন কর তোরা ব্রত,কর তোরা উপোস।
সোনার ডানায় উড়তে পারবি না সেটা কি রাজার দোষ!
আসলে সবটাই বনের পূর্ব রাজাদের ব্যর্থতা,চক্রান্ত, আর দোষ।
অপেক্ষায় কেটেছে তোদের দিন,মাস,কত কত বছর!
আরে বাবা,আর কয়েকটা জীবন আপেক্ষা কর।
কথায় বলে,যে সহ সে রয়,
একদিন এই বনটা হয়ে উঠবে স্বর্ণময়।
তাই তোদের কথায় রাজার কান দিলে হয় !
না না,বন এগিয়েছে বনান্তরে,
নতুন রাজার হাতটি ধরে,
এটা আনতেই হবে প্রকাশে, দেখাতেই হবে প্রচারে।
বনটা চলে চলুন না হয় ধারে।
সত্যি করে বলতো,পূর্ব রাজা দিয়েছিল কি একটাও তামার ডানা!
এই রাজা তো দিচ্ছে  সরাসরি সোনার ডানা।
ডানা হিনা তোরা, 
তাই পারছিস না উড়তে, 
খাদ্য সংগ্রহ আর করতে
 আর জীবনটাকে গড়তে!
কারো কারো অভিযোগ ।
কেন রে !
বনের রাজা যে তোদের মুখে  তুলে দিচ্ছে খাদ্য,
তার আছে যতটা সাধ্য।
আসলে সোনা কিনতে খুব হয়ে যাচ্ছে খরচ।
তাই রাজার দেওয়া খাদ্যে কম থাকে খাদ্য রস।
বদনাম করিস! 
তবুও লাইন দিয়ে সুবিধা নিতে করে না তোদের লজ্জা! 
তোদের জন্য সোনার ডানায় চলছে সাজসজ্জা।
অনেকের অভিযোগ,দিনে দিনে বনে বাড়ছে হিংস্রতা।
বনের রাজা হেসে বলে, এটা আবার কি নতুন কথা!
বন্যের মধ্যে থাকতেই হবে হিংস্রতা।
শুনে ডানা কাঁটা পাখি সব,
হয়ে আছে নিরব,
কারণ,বনের কোনে কোনে,
পথ-ঘাট -দূরত্ব গুণে গুণে।
বনের সৈন্যরা দিচ্ছে হানা।
উড়তে চাওয়া পাখিদের 
দিচ্ছে কেটে ডানা।
ইচ্ছে  মতো উড়তে তাদের মানা।
তাদের জন্য রাজা 
তাই গড়ছে সোনার ডান।

Thursday, June 15, 2023

হে বীর সন্ন্যাসী -- গৌতম পাল

 হে বীর সন্ন্যাসী
 গৌতম পাল
 ১২/০৬/২০২৩
হে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ,
সেই ডানপিটে বিলে তুমি,
ভারতকে করেছ জগতে সর্বশ্রেষ্ঠ
তোমার চরণ দু'টি চুমি!

শিশু নরেন হয়ে স্বামী বিবেকানন্দ
বিশ্বে ছড়ালে তোমার যশ,
ধর্ম মহাসম্মেলনে সুমধুর ভাষণে
বিশ্বকে করলে তুমি বশ!

হে দিব্য জ্ঞানের আলোকবর্তিকা
মেটালে জ্ঞানের তেষ্টা,
মনুষ্যত্ব জাগরণে ছিলে নিয়োজিত
ব্যর্থ হয়নি তোমার চেষ্টা।

আজ তোমার বলিষ্ঠ পদক্ষেপেই
বিশ্ব জুড়ে মোদের সুনাম,
তব শিব জ্ঞানে জীব সেবা মন্ত্রেই 
ধন্য হয়েছে ভারত ধাম।

তোমার মন্ত্রে শিহরণ জাগে প্রাণে
তুমি মোদের চেতনার আধার,
তুমি ধ্যান ঋষি দিব্য যোগী সন্ন্যাসী
তুমি করেছ মোদের উদ্ধার।

তুমিই শিখিয়েছ মাথাটা উঁচু করতে
গাইতে মহা মিলনের গান,
তুমি শিখিয়েছ ভালবাসতে মানুষকে
সবার মাঝে আছে ভগবান!

তোমার বাণী বিভেদের মাঝে ঐক্য
ভারতের ঐতিহ্য ও মহত্ম,
মুচি মেথর চন্ডাল সকল ভারতবাসী
মিলেমিশে হয়েছে একাত্ম।

তোমার নির্দেশিত পথ ধরে আমরা
চলেছি যুগ থেকে যুগান্তরে,
তোমার বাণী ভারতের অন্তরাত্মায় 
অম্লান হয়ে আছে চিরতরে!
********************************

আহত কবিতা -- অজয় চক্রবর্তী

 আহত কবিতা
 অজয় চক্রবর্তী
১৩  ০৬  ২০২৩
হায় কবিতা স্মৃতি হয়ে তুমি রইলে খাতার পাতায়,
নাম জানা নেই কোন সে কবি লিখলেন ভালবাসায়।
দুর্ঘটনায় ট্রেনের কামরা ছিটকে বেরিয়ে গেল,
রেলের লাইনে কবিতার খাতা কুড়িয়ে কেউবা পেল।

রয়ে গেল শুধু কবির মনের মাধুরী মেশানো নিয়ে,
স্মৃতিগুলো সবই থাকলো মধুর ভালবাসা টুকু দিয়ে।
কবির কখনো হয় না মৃত্যু প্রমাণ সে দিয়ে গেল,
নাইবা থাকলো দেহে তে কবি তাতেই কি বা হল?

সারি সারি সব মৃতদেহগুলি সাদা কাপড়েতে ঢাকা,
হয়তোবা কবি আছেন ঘুমিয়ে হাতে কলমটা রাখা।
প্রিয়জনরা দিশেহারা হয় আপন জনের খোঁজে,
খাতার পাতা উড়ছে লাইনে, হাওয়ায় ভাঁজে ভাঁজে।

কবি তুমি থাকো চিরনিদ্রায় আমরা থাকবো জেগে,
ভালোবাসার কবিতার খাতা আদরে ও সোহাগে।
করমন্ডল নিল কেরে কবির সাধের জীবনখানি,
সৃষ্টি তোমার অটুট আছে কোথাও সে হারায়নি।

ছিলে যেমন থাকবে তুমি সবার জীবন মাঝে,
তোমার লেখা পড়বে মনে অস্ত রবির সাঁঝে।
হায় গো কবিতা রয়ে গেলে তুমি স্মৃতির মালিকা হয়ে,
হারিয়ে যায় না কখনোই কবি সৃষ্টি রাখে বাঁচিয়ে।

এবং রূপকথা -- সিরাজুল ইসলাম ঢালী

এবং রূপকথা 
           --- সিরাজুল ইসলাম ঢালী
তারিখ : ১১.০৬.২৩
           হীরের টুকরো ছেলে ! ডাক নাম হীরে । ভালো নাম পলাশ পাল চৌধুরী ।  মিষ্টার এবং মিসেস্ পাল চৌধুরীর একমাত্র ছেলে । এ বছরে পঞ্চম শ্রেণিতে উঠল । পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র । পড়াশুনা আর হাজার রঙিন স্বপ্নের মাঝে হীরের এক বিশাল ঘটনা ঘটে গেল । পূজার ছুটিতে হীরে বাড়িতেই ছিল । বাড়ি বসিরহাট । তখন গোধূলি বেলা, রবিবার । বাড়ি থেকে তিরিশ চল্লিশ মিটার দূরে একটা সবেদা গাছ । গাছটায় উঠে খেলাচ্ছলে গান করতে করতেই ডালপালার উপরে হীরে শুয়ে পড়েছে । কখন চোখে নিদ্রা এসে পড়েছিল, তাও তার অজানা । তারপরে ? হঠাৎ এক শ্বেতশুভ্র ছোট্ট পাখি হীরের কাছে উড়ে এসে বসল । ডানায় লেখা, এসো আমার ডানার উপরে বসো । ঘুম চোখে হীরে বসেই পড়ল । তৎক্ষণাৎ পাখি উড়ে চলতে শুরু করল । সন্ধ্যা হয়ে গেল । কোথাও হীরেকে পাওয়া যাচ্ছে না । বাবা মা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি শুরু করল । এক দিকে খোঁজাখুঁজি চলছে, অন্য দিকে একদল মানুষ থানার দিকে ছুটল...। 
            হীরে আর পাখি হাজার কোটি মাইল উড়ে চলল । তার পরে মনোরম ভূস্বর্গে হীরে এসে নামতেই দেবদেবীরা ছুটে এলেন । সবাই মিলে হীরেকে রাজমুকুট পরিয়ে সর্বশ্রেষ্ঠ রাজা রূপে স্বীকার করে নিলেন । রাজাধিরাজ হীরে বিয়ে করে রাজরানী এবং পরে রাজপুত্র সহ রাজকন্যা লাভ করলেন । রাজপ্রাসাদে কোনো  অভাব নেই, শুধুই আনন্দ আর আনন্দ । রাজভোগ থেকে নাচ গান অঢেল ! ভালোবাসার শেষ নেই ! রাজাধিরাজ হীরে ভালোবেসেই হাজার হাজার দেশ জয় করলেন । ভালোবেসেই কোটি কোটি হৃদয় ও প্রকৃতি জয় করে ধনধান‍্যেপুষ্পে আর অর্থের প্রাচুর্যে তিনি রাজত্ব করতে লাগলেন । স্বর্গ মর্ত‍্য পাতাল ধন‍্য, ধন‍্য সমস্ত প্রজাবর্গ ।           
             অবশেষে রাত্রি বেলা পুলিশ সহ সবাই আলো নিয়ে জোরদার অনুসন্ধান শুরু করলেন । মায়ের চোখের জলে সব ভিজে গেল । মা যখন কাঁদতে কাঁদতে চিৎকার করে ডেকে উঠলেন,
... কোথায় ? কোথায় আমার হীরের টুকরো, হীরে...? মায়ের গলার শব্দে হীরের ঘুম ভেঙ্গে গেল, তখন গাছ থেকে নেমে হীরে সোজা ছুটে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল । শেষ হল স্বপ্ন, শুরু হল বাস্তব... ।

Sunday, June 11, 2023

আমিই হলো ম্যান -- ড. বলরাম ঘোষ

 আমিই হলো ম্যান ...
 ড. বলরাম ঘোষ
  ০৯.০৬.২০২৩ 
ঘন কুয়াশায় পথ হাঁটতে আমার বরাবর
খুব ভালো লাগে ।
ওই যে একটা রহস্য - সামনে পিছনে কেউ নেই 
নিজেকে লুকিয়ে ফেলেছি , 
কেউ আমাকে দেখতে পাচ্ছে না , আমিও কাউকে ... 
নির্জলা উপোসের পর লবণযুক্ত খাবার 
আমার খুব প্রিয় , 
কিন্তু যারা প্রতিদিন নির্জলা থাকে 
আধুনিক বিশ্বে - তাদের কোন খাবার প্রিয় 
আমি ঠিক জানি না । 
আসলে আমি তো কুয়াশা ভালোবাসি ,
নিজেকে হারিয়ে ফেলি - সামনে পিছনে 
কাউকে দেখতে পাই না , চাই না ।
বরাবর আমার ফাঁকা সূর্যাস্তের মাঠ 
দেখতে খুব ভালো লাগে , 
আসলে আমি তো সুন্দর একটা বাড়িতে থাকি,
আকাশের নীচে খেতে না পাওয়া মানুষগুলো
একটা ছোট্ট বাসা চায় - ওরা তো জানে ফাঁকা মাঠে সূর্য ডুবে গেলে শিয়াল কুকুর 
বেরিয়ে পড়বে ।
কিন্তু আমি তো জানি রাতের শুরু হলেই 
আমি প্রবেশ করবো নিজের সুন্দর বাড়িতে 
তারপর দিনাবসান , লাল গোল থালার ডুবে 
যাওয়া ,ফাঁকা মাঠ অনন্ত প্রান্তর , জ্যোস্না রাত,
মৃদু মন্দ বাতাস , LOVE AT FIRST SIGHT এ পাশে থাকা নায়িকার সাথে  'দিল তো পাগল হ্যায়  ' গানের কলিতে শিষ - হাতে হাত - এইসব মারাত্মক ফিলিংস নিয়ে লিখে ফেলবো একটা 
রোমান্টিক কবিতা ।
প্রেম প্রকৃতি প্রিয়া নিয়ে আমি লিখি হাজার 
কবিতা ।  
কিন্তু ফাঁকা আকাশের নীচে ফুট পাতের ধারে
খেতে না পাওয়া রুগ্ন মানুষের জন্য আমার প্রাণ 
কাঁদে না , আমি নির্দ্ধিধায়  ওদেরকে অতিক্রম 
করেছি বহুবার ...                                                 দিল তো আমার কাঁদে নি কোনোদিন ,           তাই বোধহয় পাগল হয় ...

ভাগার -- আফরোজা জেসমিন

 ভাগার।
 আফরোজা জেসমিন।
 ১০।০৬।২০২৩ ইং ।
আমার কি দোষ ! পাশে চলতে নাকে রুমাল দাও তোমরা ;
চার পাশে ভন্ ভন্ করছে মশা-মাছি ,
কখনো তো আসে না প্রাণের ভোমরা ।
 
পথে পড়ে রই তাই ভালোবাসে পথ শিশু ;
তোমাদের ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবার খায় ;
খেতে খেতে কাঠি দিয়ে নাড়ে চাড়ে ময়লা ,
কখনো শূন্য হাতে ফিরে ; 
কখনোবা পেয়ে যায় দামী কিছু ।

আমি তোমাদের বড়ো প্রিয় শিশুর মতো ;
তোমাদেরই ঘরে প্রতিদিন জন্ম নেয়া আবর্জনা আশ্রয় দেই।
তোমার ফুল বাগানের ঝরা পাতা মরা ফুল কলি ;
মরা কুকুর বিড়াল হাস মুরগী পাখি ;
যা-ই তোমরা হারাও আমি সব কিছু বুকে রাখি।

পরম সুখে থাকার জন্য কতো যত্নে তুমি ঘর সাজাও ;
তোমার ড্রয়িংরূমের ফ্যান এসি ওয়ালমেট ;
দেশি বিদেশি সো-পিস কি যে অপরূপ ! 
জানালায় খেলছে ভেলভেটের পর্দার লুকোচুরি  ;
কোথায়ও এক ফোটা ধূলি নেই ;
আরামে ডুবে যাওয়া দামী সোফার নিচে হাসছে কার্পেট। 

সারা ঘরময় ছড়িয়ে আছে ফরাসি সৌরভ আর মাতোয়ারা এয়ার ফ্রেসনারে ।
তোমার ঘরে এলে সর্বত্রই আনন্দের মৌবনে মৌমাছিরা চাক গড়ে ।
আর আমার পাশে এলেই যতো আদিখ্যেতা ! ভারি রুমালে নাক ধরে।

আমার কি দোষ বলো ?
তোমরা একটু সামলে চলো !
যত্রতত্র গড়ো না ভাগার ;
ভালো লাগবে কি ?
যদি পুরো পৃথিবীটা-ই দুর্গন্ধে করে ফেলি সাবার !

তোমার চরিত্র সামলে রাখ ;
যদি বলি লজ্জা পাবে নাতো ?
যে শিশুর স্থান মায়ের পবিত্র কোলে ও দোলনায় হওয়ার কথা ;
নাড়ি ভুঁড়ি পেঁচানো পলিথিনে সে শিশুর কান্না ও অসাড়তা !
কখনো সন্তান হীন মায় বুকে টেনে নেয় ;
কখনো বা কুকুর বিড়াল ছিঁড়ে খায় !
দুর্গন্ধে ভরে যায় তোমার বাতাস ;

এসবে আমার কি দোষ বলো !
ওহে পৃথিবীর মানুষ সামলে চলো।
তোমার আবর্জনা বুকে দিয়ে ঠাঁই ;
আমি কোন দোষ করি নাই ।

নতুন দূরদর্শী পরিকল্পনা করো ;
আমাকে নির্দিষ্ট স্থানে গড়ো ;
শহর থেকে দূরে উন্মুক্ত আকাশের নিচে যেথায় হবেনা জলাবদ্ধতা ;
অনেক বড়ো স্থানে চারদিকে দেয়াল তুলে গড়ো আমার কাঠামোটা । 
সকল আবর্জনা ভরো পানি নিষ্কাশনের ব্যবস্থা করো ,
আকাশে মুখ করে বসলে চিমনি ;
গুমোট হবেনা পরিবেশ বেরিয়ে যাবে ময়লার গ্যাস আপনা আপনি ।
 
তোমার আবর্জনা রিসাইকেল করে গড়তে পারো তোমারই প্রয়োজনীয় উপকরণ  ;
একদিন তুমিই পাবে সুজলা সুফলা দুর্গন্ধহীন আনন্দময়  ভূবন ।

বাঁচার লড়াই -- শহিদুল ইসলাম আখন

 বাঁচার লড়াই
 শহিদুল ইসলাম আখন
১০/০৬/২৩
ওঠে ঢেউ উত্তাল      বায়ু বহে বেসামাল
       টলোমলো তরণী যে ভাই রে।
মাঝি কষে ধরো হাল    রশি টেনে বাঁধো পাল
         ঐ দেখো কালো মেঘ ঐ রে।।

শন্ শন্ ওঠে ঝড়     মেঘ ডাকে কড় কড়
        কেঁপে ওঠে অন্তর তাই রে।
তরুণেরা ভোল ভয়      বসে থাকা আর নয়
      টানি দাঁড় আয় আয় আয় রে।।

যাত্রীর চেঁচামেচি     সবাইকে নিয়ে বাঁচি
       জাতপাত ভুলে যাই যাই রে।
চোরাস্রোত ঘোলা টানে    তাকাবিনা পিছু পানে
       মানুষের ভালো চাই চাই রে।।

ঐ ডাঙা দেখা যায়    দাঁড়ি মাঝি বসে নয়
          সফলতা আর দেরি নাই রে।
হা-হুতাশ ক্রন্দন     আর নয় জনগণ
       এ লড়াই বাঁচার লড়াই রে।।
       এ লড়াই বাঁচার লড়াই রে ।।

Thursday, June 8, 2023

বেকায়দায় জীবনখানি -- পরেশ চন্দ্র সরকার

বেকায়দায় জীবনীখানি
পরেশ চন্দ্র সরকার
০৫/০৬/২০২৩
সুবিধেগুলো সব বেগতিক আঁকলে
ব'লো-তো কার ভালো লাগে!
ঝুলে থাকা উদ্যমগুলো না পাকলে
ফল কি ক'রে রসালো, আগে?

আবছায়ার মাঝেই 'মোহটান' যেন
গা ঢাকা দিয়েছে অদৃশ্যে,
সৌন্দর্যের হাটে গ্রহণ লেগেছে কেন
কুৎসিত দেখছি আজ দৃশ্যে?

কালো ঘোড়ার 'নালে' ভাগ্য ফেরে
শুনেছি সেই কোন্ কালে!
অথচ কপালে আসে দুর্ভাগ্য তেড়ে
জখম ক'রে রোজ-ই হালে।

দিনান্তের 'হাল' সুদূর দিগন্ত জুড়ে
ভাবনাগুলো আঁকছে বলাকা,
সুখের লাগি দুরূহ অবচেতন মুড়ে
দুঃখে ভাসায় সক্রিয় এলাকা।

বেকায়দায় প'ড়েছে 'জীবনীখানি'
সবজান্তার নড়বড়ে মাচায়,
একটু হ'লেও বাইরে আসবে জানি
পরক্ষণেই ঢুকে যাবে খাঁচায়।

চড়াই উতরাই নিয়েও বিচলিত ন'ই
মোহাবিষ্ট হ'য়েই কাটে দিনরাত,
শেষবেলায় চাঁদ ধ'রতে বাঁধি না মই
চেনা নন্দনে অচেনা পারিজাত ।

শোধন -- নিবারণ চন্দ্র দাস

শোধন   
নিবারণ চন্দ্র দাস
০৪/০৬/২০২৩
ধর্ম নিয়ে ছলাকলা বন্ধ করো এবার,
জম্মু কাশ্মীর পাতিয়ালা বাংলা কিংবা মেবার।
দেশের মানুষ মরছে ধুঁকে নিত্য অনাহারে,
তোমার বেলায় আঁটিসাটি শতেক উপচারে।

মূর্তি গড়ো,ভাঙো আবার মানুষ পথের মাঝে,
জানি না ওই মূর্তি তাদের লাগে বা কি কাজে।
তোমরা মাতো ধর্ম নিয়ে মন্দিরে মসজিদে,
মরছে দেশের আমজনতা পেটে তাদের খিদে।

রেলের ধারে পথের পরে নর্দমার ওই পাশে,
বাঁচে ওরা লড়াই ক'রে পথেই ভালোবাসে।
ঝড় বাদলে আঁধার রাতে পথেই ওদের ঘর,
ওদের কথা নেইকো মনে,তোমরা স্বার্থপর।

সবার নাই তো পরিচয়ের পত্র আর ঠিকানা,
ভোটের বেলায় ওরাই তোমার জয়ধ্বনির বীণা।
মরছে সেনা শতশত তোমার জিদের তরে,
ওদেরও ও তো মা বাপ আছে,স্ত্রী সন্তান ঘরে।

পড়াশোনা চিকিৎসাতে নেই তেমন বরাদ্দ,
করছ তোমরা রমরমিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ।
অ-বাস্তবিক বাসস্থানের করছ পরিকল্পনা,
কার মঙ্গলে?পথে ঘাটে চলছে তো জল্পনা।

দাওনি শিক্ষা-খাদ্য-বস্ত্র-চিকিৎসা ঠিকমতো,
ঘুরছে মানুষ কর্ম বিহীন, ধুঁকছে অবিরত।
উল্টে পাল্টে যাবেই দেখো, তোমার তরী খানি,
ভুলিয়ে দিয়ে, ঘুচিয়ে দিয়ে, তোমার সকল গ্লানি।
                             

হারিয়ে যাচ্ছে অঞ্জনা -- দুলাল চন্দ্র দাস

হারিয়ে যাচ্ছে অঞ্জনা
দুলাল চন্দ্র দাস
৮/৬/২৩
অঞ্জানায় জল নেই ,নেই আর স্রোত আর,
নেই কোন জেলে মাঝি শুধুই হাহাকার।
লোকজন হেঁটে হেঁটে পার হয় নদী,
দেখিতে পারবে সবাই আসে কেহ যদি।

নদীর ভেতর ঢালেত কত বাড়ি ঘর,
জল শুকিয়ে গেছে ছোট কত চর।
দুই পাড়ে কাশবন মাঝে মাঝে আছে,
লতা পাতা জংগলে নদী ভরে গেছে।

আম বাগান বাঁশ ঝাড় পাড়েতে কত,
চেয়ে আছে নদী পানে অনাথের মত।
গাছেতে পাখি ডাকে নেই আর বিল,
ওড়ে নাতো নদীর উপর পানকৌরা চিল।

বর্ষা এলে নদীতে কিছু জল হয় ,
সারা বছর শুকনো কচুরি পানা রয়।
রবী ঠাকুর লিখে ছিলো অঞ্জনা নিয়ে,
জলংগী থেকে বেড়িয়ে পরেছে চূর্ণীতে গিয়ে।

ভাঙ্গা সেই মন্দির আর তীরে নাই,
ভক্ত এক কুকুর ছিলো নিয়েছে বিদায়।
অঞ্জনা নদীর তীরে চন্দদাহ গায়ে,
 গঞ্জটা আছে সেথা শুধু দেখিতে পাই।

স্মৃতি বুঝি গেলো মুছে অঞ্জনা নদী,
এখনো বাঁচে এগিয়ে আসে সবাই যদি।
অঞ্জনা নদীর কথা সারা ভারত জানে,
পড়াতো বইতে এখন আর নাহি মনে।

Wednesday, June 7, 2023

মেরুদন্ড ধনুক আঁকতে শিখেছে -- পরেশ চন্দ্র সরকার

মেরুদণ্ড ধনুক আঁকতে শিখেছে 
পরেশ চন্দ্র সরকার
৩১/০৫/২০২৩

মাকড়সার জালেতে আটকে র'য়ে দেখি সর্বক্ষণ
কি ক'রে লম্বা জিভ ছুঁঁড়ে দিয়ে গিরগিটি-রা
শিকার ধ'রছে খপাখপ বিচক্ষণ!
মন্দ হাওয়ায় গা ভাসিয়ে শুয়ে থাকাটা মন্দ নয়
কণ্টকময় সমাজের কাঁটা তোলার দায়-দ্বায়িত্বের
প্রতিশ্রুতির আড়ালে শুধুই অভিনয়।

ছিঁড়ে ফেলে দিতে দু'হাত কাঁপে মাকড়সার জাল
তথাপি ঘুরেফিরে সেই আনাড়ি, কাকে ছেড়ে
কাকে ধ'রি, একই ফলাফল চিরকাল,
মুখে ফোটে খই, কাজের চেয়ে বেশি হ'চ্ছে হইচই
সবারই কেমন যেন ভয়, ভয়ে ভীত সন্ত্রস্ত যত্রতত্র
আসলে মুখ পুড়েছে চুন খেয়ে, ভয় যে তাই দই।

সুন্দর ছুঁয়ে নেই কোনোকিছু, বস্তাপচা দিগ্বিদিকে
কেমন যেন গা সহা ভাব, অন্যায় জেনেও সবাই
ক'রছে মাপ, রক্তের রঙ ফিকে,
মেরুদণ্ড ধনুক আঁকতে শিখেছে আজকাল বেশ
অথচ কোনো একটা সময় ছিল, উন্নতশিরে
গম্ভীর গলে প্রতিবাদ আঁকত জন-পরিবেশ।

হারিয়ে যাচ্ছে জাগরণ ও তেজ, কত যে আরও
হ্যাঁ! দু'মুঠো পাওয়া যাচ্ছে, তবে খাওয়া যাচ্ছে
কিনা ঠিকঠাক জানা নেই কারো!
নমস্য ভূমে র'ইব চুমে জুটঝামেলায় নেই আমরা
কে যাবে এলেবেলে, ও তো একমাত্র ছেলে, থাক
কোলে, কে কখন ছাড়িয়ে নেবে গায়ের চামড়া!


বৃষ্টি ভেজা চাপে -- মোঃ নুরুল ইসলাম রাকিব

বৃষ্টি ভেজা চাপে 
মোঃ নূরুল ইসলাম রাকিব 
০৩/০৬/২০২৩
আকাশ নীলে মেঘের মিলে
শান্তি খুঁজি বাতাস দিলে
সূর্য ক্ষ্যাপা তাপে,
ক্লান্তি লাগে আরাম ভাগে
বাড়তি আশে হৃদয় জাগে
বৃষ্টি ভেজা চাপে!

বুকটা চিঁড়ে মেঘের ভীড়ে
বাবই পাখি আপন নীড়ে
দোলে বাতাস পেয়ে,
হঠাৎ করে দমকা ধরে
বাতাস নাচে মনের ঘরে
ঝড় যে আসে ধেয়ে!

মেঘের মেলা করছে খেলা
বজ্র সেনা আলোর ভেলা
ধমক মেরে জ্বলে,
শান্ত মনে মানুষ জনে
পাখপাখালি গভীর বনে
সব চেঁচিয়ে বলে!

বৃষ্টি আসে ভুবন হাসে
সব'চে খুশি সবুজ ঘাসে
রোদে চমক মারে,
গরম তবে নরম হবে
বৃষ্টি ভেজা শীতল হবে
গরম যেনো হারে!

Tuesday, June 6, 2023

বিদায় কবিতা -- মানব মিশ্র

বিদায় কবিতা
মানব মিশ্র
০৬/০৬/২০২৩
কবিতা তুমি শুনছো,----
তোমার প্রেমের খরস্রোতে 
গিয়েছি আমি ভেসে,
আমি আজ স্বার্থপর
সংসার বলছে অবশেষে।
এ কোন নিগূঢ় প্রেমের
কঠিন বাঁধনে বেঁধেছ আমায়!
শত চেষ্টা বিফলে গেছে
তবু ছিন্ন করতে পারিনি তোমায়।
আচ্ছা কবিতা ভালোবেসে কি পেয়েছ
বলনা আমার কাছে ?
তুমি তো জানো আমি সংসারি
আমার সংসার আছে।
রুগ্ন জীর্ণ সংসার আমার
মা যে শয্যাশায়ী,
সংসার নিজেই বলছে আমায়
আমার দায়িত্বহীনতা দায়ী।
তুমি তো জানো নুন আনতে পান্তা ফুরায়
আমার অভাবের সংসারে,
তবু কেন জ্বালাও আমায়
তুমি এসে বারে বারে ?
অভাব আমার পরমাত্মীয়
দুঃখ জীবন সাথী,
তুমি কি পারবে হতে
আমার সমব্যথী?
আমার ভাঙা ঘরের ফোকর দিয়ে
চাঁদ যে হেসে বলে,
কেমন আছো ওহে কবি
কবিতাকে ভালোবেসে ?
শয়নে স্বপনে নিশি জাগরণে
তুমি বিরাজিত অন্তরে,
এই অন্তর হতে তোমার ভাবনা
মুছবো কেমন করে ?
কবিতা,---
আমার মন প্রাণ সব উজাড় করে
তোমায় দিলাম আমি,
আমার জীবন সঙ্গিনী যে বিরহিণী
আমি কর্তব্য পরায়ণ স্বামী।
কবিতা,---
তোমার মনেপড়ে সেই
ভরা বরষার সাঁঝে,
আমি ভিজে তোমায় আগলে ছিলাম
তুমি ছিলে পাণ্ডুলিপির মাঝে।
আমি যে রিক্ত নিঃস্ব
তোমায় দেবার কিছুই নাই,
এই ভাঙাচোরা কুঁড়েঘরটাই
মাথা গোঁজাবার ঠাঁই।
তোমার প্রেমের নেশায় আমি
পাগল হতে পারবো না,
সংসার নিয়ে ভাববো আমি
তোমায় নিয়ে ভাববো না।
কবিতা,----
তোমায় ভালোবেসে ভুল করেছি
ক্ষমা করেদিও মোরে,
নিঠুর বিদায় জানাই তোমায়
হৃদয় পাষাণ করে।

Friday, June 2, 2023

খবর পাতার হেডিং -- সঞ্জিত কুমার মন্ডল

 খবর পাতার হেডিং 
সঞ্জিত কুমার মন্ডল 
  ০২/০৬/২৩
বনকর্মী নিয়োগ হবে খবর গেল রটে, 
কাজটা যাহোক সবাই বলে "সরকারি তো বটে।"
সাপ ধরা আর ঘাস কাটা হাজার পদে নিয়োগ,
বেকার ছেলে ভাবল এবার "এলো মহা সুযোগ।"
বেকার ছেলে লাফিয়ে পড়ে করল আবেদন, 
এম.এ.,বি.এ. ডিগ্রীওয়ালা ছিল সর্বজন।
অষ্টম পাশ যোগ্যতায় নিয়ম ছিল বাঁধা,
উচ্চমানের যোগ্যতাতেও ছিল নাকো বাধা।
আবেদনের সংখ্যা দেখে বিস্ময়টা জাগে, 
দশ লক্ষা প্রার্থী শুনে ধিক্কারটা লাগে।
"ঘাস কাটাতেও রাজি হয়ে পাবো কি আর কাজ? 
এম.এ.,বি.এ.পাশটা করেও বেহাল দশা আজ।"
বলল কেহ,"চাকরি পেতে ধরতে হবে বাজি, 
প্রথম শ্রেণীর ছাত্র হয়েও সাপ ধরতে রাজি।
বয়স নেইকো আজকে আর চাকরি বাছাবাছি,
নামেই শুধু চাকরি করে যাহোক করে বাঁচি।"
লোক দেখানো নিয়ম শুধু চাকরি পাওয়ার নামে, 
শ্রমিক,চাষীর ভাত জোটে না রক্ত ঝরা ঘামে। 
কোটি কোটির হিসাব শুধু খবর পাতা জুড়ে,
বেকার ছেলের জীবন কাটে ব্যর্থ ঘুরে ঘুরে।
ইতিহাসটা ঝলসে ওঠে সমাজখানার বুকে,
খবর পাতার হেডিং খানা সব মানুষের মুখে।

নতুন চারা গাছ -- কাকলী


নতুন চারাগাছ
কাকলী
০২/০৬/২৩
একটা ঝড় উঠবে এক্ষুনি,
তার অপেক্ষায় যে দিন গুনি,
নিস্তব্ধ প্রহর থমকে আছে, পিছনে অতীতের হাতছানি,
লক্ষ্য স্থির রেখে আর তাকাবে না কোনো দিকে,
ঝড়ো হাওয়ার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত যে সে,
থমথমে নিরুত্তর বাতাস, হৃদয়ের শব্দ শোনা যায়,
মুক্তির আবেদন জানিয়েছিল যারা,
আজ তারা নিরুদ্দশের পথে,
যুগ যুগ ধরে ঘাড়ের কাছে কালো দাগ বয়ে বেড়াচ্ছে,
বোঝা বয়ে নিয়ে যাবার চিন্হ, অপদস্ত, পদানত,
আজ তাই তারা প্রত্যুত্তর চায় সমাজের কাছে,
আয়নার প্রতিরূপ ভিন্ন কথা বলে,
নির্লজ্জ সমাজ ভয় পায় নিজের নগ্ন রূপ দেখে, আড়াল করে,
এতো কুৎসিত, মানতে পারে না নিজেকে, রন্ধে রন্ধে যে ঘুন ধরে আছে,
তাই ঝড় উঠুক, ধুয়ে যাক ব্যাভিচার, কদর্য কালিমা,
হাজার বছর ধরে  খাঁজে খাঁজে জমে থাকা যন্ত্রণা,
রাত গভীর হলে যারা জেগে ওঠে নিশাচর পাখির মতো,
জোৎস্নার আলোতে মুখ লুকায় লজ্জাতে,
বঞ্চনার স্বীকার যারা গৃহ হীন তারা,
উচ্চকোটি ঝাড়বাতির আলোর নীচে সোনালী ফোয়ারাতে,
একদিন সমাধি থেকে ঘুম ভেঙে উঠবে জেগে নীল রক্তস্রোত,
ততদিনে মনুষ্যত্ব হয়তো বিক্রি হয়ে যাবে,
তবুও একটা ঝড় উঠবেই , তার অপেক্ষায় সবাই,
মুহুর্তের প্রলয়, অগ্নিবর্ষা ভাসিয়ে দেবে সব অনাচার,
রুষ্ঠ প্রকৃতি থাকবে তার প্রমাণ,
তাই ভালোবাসার থাক হৃদয়ে সঞ্চয়,
প্রলয়ের শেষে নতুন চারাগাছ যে চাই।

বিষ -- মেঘ

বিষ
 মেঘ
২৪/০৫/২০২৩
ঐতিহাসিক মীরজাফরের সংখ্যা দিন দিন বাড়ছে সভ্যতার অববাহিকায় --
শুধু বদলে গেছে তার নাম --
শুধু বদলে গেছে তার ধাম --
বহুরূপীর মতো মিশে আছে মানুষের ভিড়ে শয়তানের বহুরূপতার বিষছায়ায়।।

আগ্নেয়গিরির মতো বিভীষণের বিভীষিকার বেওয়ারিশ দাপটে চূর্ণ বিচূর্ণ মানুষের জীবন --
শুধু বদলে গেছে প্রতিহিংসার ছক --
শুধু বদলে গেছে দাবার ঘোড়ার মুখ --
মরীচিকার বিলিয়মান রং মেখে গিরগিটির পাল আকাশে বাতাসে ছড়ায় হায়নার আস্ফালন ।।

এখনো নির্মম অ্যাটিলার মতো মহান মহারাজাধিরাজ ঋনাত্মক গণতন্ত্রের সমীকরণে চালায় শাসন --
শুধু বদলে গেছে সেনাপতির হাতে রক্তমাখা তলোয়ার --
শুধু বদলে গেছে তরল গরল মাখানো মারণ হাতিয়ার --
দাবানলের লেলিহান শিখার মতো হিংস্র অসহিষ্ণুতার জ্যামিতি পোড়ায় মহামানবতার হৃদয়বন্ধন।।

এখনো ডাইনোসরের দল বসুন্ধরার কুমেরু থেকে সুমেরু পর্যন্ত ওড়ায় বর্বরতার পতাকা --
ওরা কেড়ে নিয়েছে অভয়ারণ্যের সাম্যতার মৌলিক অধিকার --
ওরা পাহাড়ের পাষাণ বুকে হেনেছে  বিচুর্ণিভবন আর আবহবিকার --
ওরা অমাবস্যার গভীর অন্ধকারে প্রাচীনসভ্যতার পর্বতে গোপন মন্ত্রনায় নেভায় জীবনের অবন্তিকা ।।


সুখের ফেরার অপেক্ষায় -- পান্না কাউসার

 সুখের ফেরার অপেক্ষায় 
পান্না কাউসার 
28/5/2023
সুখের সংলাপ লেখার খাতাটা
কলমের কালি ছিল অল্প--!!
তাই ভাষা তার আজও অসমাপ্ত,
অতীতে  লেখা সুখের দিনগুলোর
স্মৃতিতে হয়ে আছে অন্যান্য
সুন্দরের অস্তিত্ব হচ্ছে বিপন্ন
সুখের ফেরার অপেক্ষায়--!!
কাটছে দিন প্রতিনিয়ত
জীবনার শেষভাগে হবে কি
তা সম্পূর্ণ--!!
 সুখ তুমি আসবে কি,
 ফিরে কখনো--!!
স্বপ্নহীন ঘরে--!!
জীবনের প্রদীপকে,
 ভালোবাসার তেল দিয়ে 
জ্বালিয়ে রাখা কারণ ,
সূর্য পূর্ব দিকে উদিত হয় 
পশ্চিমের অস্ত যায় কিন্ত,
 ভালোবাসার উদিত হৃদয়ে হয় 
মৃত্যুতে সে অস্ত যায়---!!

সময়ের ছায়া -- প্রহ্লাদ ভৌমিক

 সময়ের ছায়া
 প্রহ্লাদ ভৌমিক 
 ২৯-০৫-২০২৩
পুরনো অ্যালবাম থেকে স্মৃতিকথা ওঠে এলে
মুখোমুখি ভেসে ওঠে প্রিয় চোখ ও মুখ,
ছড়িয়ে পড়ে চারপাশে চাপা নিঃশ্বাস
আর অন্তরঙ্গ কথকতা 
ও যাপনের নিহিত শব্দ-কোলাজ।

এভাবেই আমাদের ক্রমশ ফিরে আসতে হয়
আমাদের পুরনো ও মজে যাওয়া গল্পের ভিতর ।
আসলে হারিয়ে যায় না কোনও কিছুই,
নির্বিবাদী ধরণ ও ধারণার বদল হতে হতে
অবশেষে জেগে ওঠে শুধুই শূন্যতা ।

অথচ আমাদের চারপাশের অদৃশ্য দেয়ালে
আমরা আড়ি পেতে থাকি ক্রমাগত
আর তীব্র সন্দেহ বাতিক হয়ে উঠি ।

তবুও কেউ আয়নার সামনে দাঁড়াইনা কখনও ।

মুখর মৌনতা ঘিরে ভারী হয়ে ওঠে
আমাদের নিবিড় কৌতুহল-মুহূর্ত,
ভারী হয়ে ওঠে উদাস জুড়ে অনন্ত ঝাউ মর্মর
আর প্লাবিত সময়ের দীর্ঘ ছায়া ।

তুমি কোথায় হে প্রিয় কবি -- বিনয়ব্রত ভট্টাচার্য

 তুমি কোথায় হে প্রিয় কবি!
 বিনয়ব্রত ভট্টাচার্য্য
২৫/০৫/২০২৩...
ওই বুঝি কাণ্ডারী দ্রুত বেগে ধেয়ে আসে
দেখি আসছে তরাসে বুঝি ধূমকেতুর বেশে !
তোমার অগ্নীবীণার তান দুরন্ত বাতাসে ভাসে
বিষের বাঁশী অনুরণিত প্রতিধ্বনিত আকাশে বাতাসে।
তারুণ্যের অগ্রদূত হয়ে ফুটিয়েছ পাষাণের বুকে ফুল
তবুও তোমার মূল্যায়নে, তোমারে বুঝতে রয়েছে ফাঁক, হয়েছে ভুল।
স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত তুমি এক মহা বীর 
অগ্নিমন্ত্রে দীক্ষিত দুর্বার সদা উন্নত তব শির  
আপোষহীন লড়াইয়ে ছিলে যে তুমি জান কুরবান
শাসক শোষকের দর্প দম্ভরে করেছ অনায়াসে খান খান।
অকুতোভয়ে করেছ একের পর এক অপূর্ব সৃজন
ধন্য বঙ্গভূমি, ধন্য বঙ্গমাতা পেয়ে এমন সন্তান
সাম্যের, ন্যায়ের বাণী বিধৃত লেখনীতে তোমার
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে ছিল সম্পৃক্ত ভরপুর
ফুটিয়েছ দ্রোহের ফুল অচেতন অবচেতন অর্ধচেতন মনে
বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ, সমিধ ছড়িয়েছ কবিতায়, গানে
তোমার মধ্যে ঘটেছিল এক বহুমুখী প্রতিভার সমাবেশ
উন্মুক্ত প্রকাশিত হয়েছিল চেতনা চৈতন্য স্বাধীনতার উন্মেষ !
উদাত্ত কণ্ঠে গাওয়া, লিখিত তোমার শ্যামা মায়ের গান
আজও সতত আকর্ষণ করে, শুনলে পরে জুড়িয়ে যায় মন প্রাণ।
আজকের দিনে পরিব্যপ্ত এ কেমন জীবনধারা, কেমন অনুজ্জ্বল প্রতিচ্ছবি
তাই ওগো প্রিয় কবি, তোমার অভাব অনুভবি, শুধু তোমার কথাই ভাবি
বিস্ময়ে ভরে মন, এ কেমন বঙ্গ! এ কোন বধ্যভূমিতে আছি ?
তোমারই কথাতে কই,, " দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি "
হেথা নিত্যদিন অগণন মানুষের অবাঞ্ছিত মৃত্যুমিছিল
শাসন, অনুশাসন, বিসর্জিত, লোপাট, নির্বাসিত, বুঝিবা শিথিল !
লাগামহীন দুর্নীতির অপ্রশমন অনাচারের বন্যায়
হে কবি তোমার প্রিয় বঙ্গভূমি যে কেবলই ভেসে যায় 
দুঃসহ দুর্বিষহ এই ক্রান্তিকালের আবহে হে কবি আজ তুমি কোথায় !
তোমারই অভাব ক্ষুরধার লেখনীর প্রাদুর্ভাব আজ বেশ বোঝা যায়।

মেয়ে... ষষ্ঠী -- অর্বাচীন

মেয়ে ...ষষ্ঠী
অর্বাচীন
২৬/০৫/২৩
অবশেষে দীর্ঘশ্বাস ফেলে, বাজারের ব্যাগ হাতে,
মন্থর পায়ে চললাম বাজারে।
মাঝে-মাঝেই, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল! এ যেন সর্বনাশী পদ্মার গ্রাস,
কোন ভাবেই বাঁধ মানে-না। 
শরীরটা ভাল না আমি বুঝতে না পাড়লে ও ,
পাখির মা এর চোখ ধরে ফেলেছে।
আজ জামাই ষষ্ঠী ,আমার নিজের শ্বশুর বাড়ি কোনদিন যায়নি এই দিনে! 
পাখির মা এর সে আক্ষেপ এখনো আছে।
এই জন্য যাওয়া হয়নি, আমি ছিলাম প্রথাগত 
ধর্ম ভিত্তিক সামাজিক নিয়মের বাইরে!
অদ্ভুত কিছু যুক্তি ছিল আমার !
সামাজিক অনুষ্ঠান গুলো কে, 
আমার দৃষ্টিকোণ থেকে দেখতাম!
বাঙালি হিন্দু পরিবারে জন্ম সূত্রে ,
আমি উৎসবের দিন গুলো,উপভোগ করতাম আমার মত করে!
পাখির মা প্রথম প্রথম না মেনে নিলে ও,
বিকল্প বিহীনা মেনে নিয়েছে, এ খেয়ালি লোকের বশ্যতা! শুধু যে তার কপাল, তা নয় হয়তো ভালো ও-বেসে ফেলে ছিল এ অভাগা কে।
পাখির বয়স যখন মাত্র দের বছর, 
তখন আমার খেয়ালি পনার জন্য ,
আমাকে আলাদা করে দিয়েছিল বাড়ি থেকে!
এ অপরিচিত গঞ্জে, অপরিচিত এই জন্য বলছি, আমরা জাতি ধর্মের টানে ছেড়েছি দেশ, 
তখন আমি এগারো ক্লাস,স্বপ্ন ভঙ্গে ছিলাম দিশেহারা, খেয়ালি পনা রক্তে!
আমারি গন্তব্যে যেন নতুন আমি!
থাকতে শুরু করলাম ভাড়া বাড়িতে ,
ছোট্ট পাখি ওর মা অপরিচিত পরিবেশ, নাকমুখ-কান গুঁজে পড়ে থাকা।
মা,বাবা,ভাই ,বোন ও বাড়ি ছেড়ে,
তিন জনের সংসারে পাখি টা পায়নি,
নিজের বাড়ির স্বাদ, পায়নি যখন দরকার,
নিজের কাছে ঠাকুমা,ঠাকুর দা,পিসি, কাকা! 
মন পোড়া পাখির ডানা হয়েছে ভার,
তারপর আমার নিজের বাড়ি হলো পুরোনো 
বাড়ির পাশে,অনেক আপন জন অনেক 
হই হুল্লোড় মন পোড়া পাখি শৈশব হীন থাকলো পড়ে একা, নিজের বাড়ির ভাড়াটে হয়ে!
পাখি এখন অনেক দূরে, ডানা জোড়া ভার,
দেশ জাতি ধর্ম ছেড়ে সাত সমুদ্দুর পার!
আসা যাওয়া ওখান থেকে নয়তো অতি সোজা, আন্তর্জাতিক নিয়ম মেনে আসা বড় সাজা।
চোখের জলে ঝাপসা চোখ রুমাল খুঁজে মুছি,
মানুষ কেনো হয়নি আকাশ মানুষ হয়েই খুশি।
পাশের বাড়ির এসছে মেয়ে !জামাই বাবাজী সাইনবোর্ড, মা বাবার চাই মেয়ে।
আমার পাখি অনেক দূরে! 
দেখে যেন কেউ বুঝতে না পাই আছি আমি কষ্টে, 
দু চার ফোটা উষ্ণ জল  আবার পড়লো গালে,
রুমাল দিয়ে মুছে নিলাম, কেউ যেন না জানে! জামাই ষষ্ঠী বুকের মধ্যে ব্যাথা রাখি পুষে!
তাইতো আজ ব্যাগ হাতে মনের তিক্ত স্বরণ,
বাজার ঘুরে মাছ কিনেছি তিন রকমের মিঠাই, টলায়মান মৃদু পায়ে যাচ্ছি বসে যেথা কসাই!
পাখি আমার খাসি ভালো খায়!
কেউ না খাক আমিই খাবো গান্ডে পিন্ডে সব!
কোল ড্রিংকস ও নিতে হবে যাবে না কিছু বাদ ! সামনে দেখি বন্ধু বিষ্ণু, সঙ্গে ছোট্ট নাতি,
হাসি মুখে এগিয়ে চলি চোখ মুছে রুমালে,
হঠাৎ কেনো বুকের মধ্যে চিনচিনে এই ব্যাথা, লেখার পাতা শেষ নাকি? পাখির মা অভাগী 
আমার থাকবে শুধু একা ..........................!

(এসব শুধু কল্পনা তে, ঘুম টুটে যায় পাখির ডাকে, বসে পাখি মায়ের কাছে মুখ করে ভার 
..............নামতা শেখে।)

এ পাড়ের নীলাঞ্জনা -- রামকৃষ্ণ বিশ্বাস

 এ পাড়ের নীলাঞ্জনা
রামকৃষ্ণ বিশ্বাস 
 ২৬//০৫//২ ৩
ওপাড়েতে রামধনু দেখ,সপ্তরঙে মেলে
এপাড়েতে নীলাঞ্জনা নির্বাকে স্বপন আঁকে।
ওপাড়েতে সাদা কাশে মেঘ মল্লার মেলা
 নীলাঞ্জনার ললাট জু্ড়ে কৃষ্ণকেশের খেলা।
ওপাড়ের নীতিকথা এপাড়ের ভাবনায়
এপাড়ের দখিনা বাতাস ওপাড়েতে ধায়।
      নীল গগনের নীলঞ্জনা গোধূলির পানে চেয়ে.…
কোথা হতে অশ্রু আসে, পড়ে কপোল বেয়ে।
অমোঘ শত কল্পনা গো স্বপন জালে বোনা
কোথা দিয়ে অবসর ক্ষয় যায় না আজো গোনা।

নীলাঞ্জনা নীলাঞ্জনা এত কেন ভাবো
প্রকৃতির নেওয়া দেওয়ায় সিন্ধু স্বপন আঁকো!
কোথায় যেন ছিঁড়েছে তার, কে ই বা জানে তা
উদাসিনী নীলাঞ্জনা, তার হিসেব পাবে না।
সবই আছে নিয়ম মত, সব ই রবে পড়ে
জীবন বজরায় পাল খাটিয়ে যাও না অচিনে উড়ে।
হৃদয় তোমার বড় ধনী, তবুও যেন ফাঁকা
রঙ মেখেছে দিগন্ত আজ, সাঁজের চাঁদ বাঁকা।

কোথায় যেন হারিয়ে গেছে, চেনা কোন সূত্র
ভুলতে চাইলেও যায় না ভোলা,উদাস করা মন্ত্র। 
আসেনা ফিরে যাবার পরে, ঝাঁপসা হয়ে যায়
 নীলিমণির হৃদয় আঁখি, আকাশগঙ্গায় ধায়।
ধীরে ধীরে অস্পষ্ট কি, কোথায় মিলিয়ে গেল
সম্পর্কটা হৃদয় থেকে, উপরে  কে যে নিল।
সেই গোধূলির স্মৃতি চিহ্ন সাঁজের বেলা হারায়
দিগন্তরানীর হৃদয় শূণ্য  অপলকে ছায়..!

অশনি সংকেত -- অমি রেজা

অশনি সংকেত
অমি রেজা
২৭-০৫-২০২৩
তোমার  যুগল চোখে নায়াগ্রা কেন ?
ফলবতী পৃথিবীর বুকে জেগেছে প্রচন্ড খরা
উর্বরতা,উৎকর্ষতা হারিয়ে সবুজ  আজ বর্ণহীন
ধুলি ধূসরিত মরুপ্রান্তর আর বিষাক্ত কার্বনে
পৃথিবী আজ জবুথবু,জরাগ্রস্ত 
বাতাসে চলেছে শোকের মাতম।।
 
তোমার  যুগল চোখে নায়াগ্রা কেন ?
যদি জানতে চাও
ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ ফুঁসে উঠা দেখ
আফ্রিকার ক্ষুধার্ত মানুষের হাড্ডিসার কংকাল দেখ
ঘুরে এসো সিরিয়া,ইউক্রেন,ফিলিস্তিন,আরাকান পরাশক্তিদের বিভৎসতা কিভাবে তাদেরকে
ছিঁড়ে ফুরে আস্তাকুর বানিয়েছে,
মানুষের সভ্যতা হয়েছে আজ লুণ্ঠিত,লাঞ্ছিত।

তোমার  যুগল চোখে নায়াগ্রা কেন ?
পৃথিবীর নগ্ন শরীর দেখ
মেরু অঞ্চলের হিম শীতল বরফ কেমন গলে গলে পড়ছে
সমুদ্র পৃষ্টের উচ্চতা মুহুর্মুহু বেড়েই চলেছে
সমুদ্র উপকুলবর্তী  দেশগুলি আজ হুমকির সম্মুখীন
হঠাৎ তীব্র জলোচ্ছাসে হারিয়ে যাবে
জানা,অজানা কত মানচিত্র।। 

পৃথিবীকে ধ্বংস করছি তুমি,আমি,আমরা
শিল্পোন্নত,উন্নত,উন্নয়নশীল দেশ হওয়ার ঘোড় দৌড়ে
গাছ কেটে উজাড় করছি বনাঞ্চল,
বানাচ্ছি উঁচু উঁচু আকাশ ছোঁয়া ইমারত
কলকারখানার বর্জ্য দিয়ে কলুষিত করছি নদ-নদী,
সুপেয় পানি তুমি কোথায় পাবে?
জমির লাবণ্য তুমি কি করে ফেরাবে? 
জাগো মানুষ জাগো,কাঁদো তুমি।
আগামী প্রজন্মের জন্য তুমি কি রেখে যাবে?
তাই যুগল চোখে নায়াগ্রা বহে-
জবুথবু এক পৃথিবীর অশনি সংকেত বহে।।

বড় রিক্ত আমি -- শক্তিপদ ঘোষ

 বড় রিক্ত আমি
  শক্তিপদ ঘোষ
  ২৬ . ০৫ . ২০২৩
যে পথের প্রতি ধূলিকণাকে আমি চিনতাম  ,
যে পথও খুব চিনত সেই তোমাকে আমাকে ,
একযুগ পরে আজ হঠাৎ সে'পথে আমি ।
তফাত এই , আজ নিজেকে মনে হচ্ছে
নবাগত কেউ , পথও আমাকে চিনছে না ,
যে পথই একমাত্র জানত  , আমাদের
মনের বীণায় নিত্য কী কথা বাজত কত সুরে ।
আজ সে'পথের ঘাস ঢেকেছে কংক্রিটের পথ  ,
দু'পাশের  ঝোপঝাড় দখল করেছে
সারি সারি বিজ্ঞাপনের বড় বড় হোর্ডিং ।

এই পথই ছিল নিত্যদিনের আসা যাওয়ার পথ ,
তবে আজ আর তেমন শরীরী কেউ পাশে নাই ।
একা একা চুপকথার অরণ্য ভাঙতে ভাঙতে 
মনে পড়ল , এই পথেই মনে মনে বলেছিলাম , 
হাত পেতে তোমাকে ভিক্ষা চাইব না , একদিন 
বিজয়মাল্যেই তোমাকে গ্রহণ করব  ;
নিজের হাতেই তোমার ললাটে এঁকে দেব
আমার যুদ্ধ জয়ের রক্ত-তিলক  , 
তোমার কবরীতে দেব নীলকণ্ঠের পালক ,
এই রক্ত হাতেই সগর্বে তোমার হাতে দেব 
সেই সত্য-শপথের শ্বেতকরবীর গুচ্ছ ।
তুমি আমার জয়ের গৌরবে যখন হাসবে 
তখন আমার সেই নীরব বীণার
তন্ত্রীতে তন্ত্রীতে বাজবে মরুবিজয়ের গান ,
আমি এক-আকাশ অহঙ্কার নিয়ে
হিমালয়ের মত গগন স্পর্শ করে বাঁচব ।

তারপর কোথা থেকে হঠাৎ দমকা একটা
ঝড় এসে সম্পূর্ণ বদলে দিল আমার পৃথিবী ।
আমার পথ আটকাল ক্যাকটাসের অরণ্য ,
যে দিকেই যাই , বৃহৎ অজগরের মত
বিপুল হাঁ করে থাকে আগুনে মরুভূমি ।
কোথাও শতেক শার্দূল একসাথে
থাবা উঁচিয়ে পথ আটকায় ; এমনই পথে পথে বিন্ধ্য , হিমালয়  , শ্বাপদ-সংকুল সূগভীর অরণ্য  ,
কোথাও খরস্রোতা দুর্লঙ্ঘ্য নদী , কোথাও বা
উদ্দাম সাগর-মহাসাগর ।
আমি মনে মনে তোমার নাম ধরে
ব্যর্থ হাঁক দিয়েছি কত ; যতবার হাঁক দিয়েছি ,
ততবারই পাহাড়ে পাহাড়ে প্রত্যাহত হয়ে 
ফিরে এসেছে তার ব্যর্থ প্রতিধ্বনি ।

সেদিন অজস্র 'না'-এর আগুনে ঝাপটায় 
নিশ্চুপ একা আমি ঝলসে গেছি ,
একা অসম যুদ্ধে নিরস্ত্র লড়তে গিয়ে 
অভিমন্যুবধ হয়েছি ।
নিভৃতে নিঃশব্দ কত রক্ত ঝরেছে
কেউ জানল না ; শুধু একা আমি জানলাম
পথের থেকে হারিয়ে গেছে পথ ,
হারিয়ে গেছে নীলকণ্ঠের পালক , 
শুকিয়ে গেছে শ্বেতকরবীর গুচ্ছ , 
আর , রাবণের খড়্গের ভীম আঘাতে 
তেমনই ঝরে গেছে পক্ষীরাজের ডানা ।
আমার হাতের রক্ত হাতেই শুকিয়ে গেল ,
তোমার ললাটে এঁকে দিতে পারিনি
আমার স্বপ্নের , আমার সাধনার 
সেই তেমন রক্ত-রাঙা  বিজয়-তিলক ।

আজ বড় রিক্ত আমি , তবু মিথ্যে বেঁচে আছি
মাথায় নিয়ে এক আকাশ মিথ্যে অহঙ্কার  ;
তবু তোমাকে আমি মরতে দিইনি  ,
রাতের নিশ্চুপ তারারা এ কথা জানে ,
রাতের নিদহারা পাখিরা এ কথা জানে ।
আমার না-গাওয়া গানের প্রতিটা কলি জানে ,
লেখা বা না-লেখা কবিতার প্রতিটা বর্ণ জানে ;
শুধু তুমি জানো না , জানবেও না কোনদিন ,
কবে বা কেমন করে হারিয়ে গেছি আমি ।
------------------------------------------------------------

ফলাহারের মহোৎসব -- গৌতম তরফদার

ফলাহারের মহোৎসব
গৌতম তরফদার
৩০/০৫/২০২৩
গরমে হাঁসফাঁস               কাদায় পাতিহাঁস 
             নদীনালা শুকিয়ে কাঠ।
আমের আস্ফালন        ঝড়ঝাপটার দলন
         জমজমাট পাকাফলের হাট।

কালবৈশাখীর উঁকি              জ্যৈষ্ঠের ঝুঁকি
              বাঁচার লড়াই জারি।
জীবনধারণের লড়াই          গরীবের বড়াই
            সৌভাগ্যের সাথে আড়ি।

জামাইয়ের আগমন    দ্বিধাদ্বন্দ্বের  নির্গমন 
         ষষ্ঠীপূজা আনন্দোৎসবে ভরা।
ভুঁড়িভোজের আয়োজন    মনের প্রয়োজন 
          আনন্দফূর্তিতে ঠাসা ঘরা।

জ্যৈষ্ঠমাসের শেষ       বর্ষামুখরে একশেষ 
          ঝড়বৃষ্টির দাদাগিরি শুরু।
গরমাগরম হাওয়া      পান্তাবাতাস খাওয়া 
          গলদঘর্মে কোঁচকানো ভুরু। 

লিচুর লুকোচুরি           কাঁঠালের বাহাদুরি 
          অল্পদিনের জারিজুরি বেশ।
বর্ষাবাদলের দেশ        কয়েকমাসের রেশ
          ফলাহারের মহোৎসব শেষ।


প্রকৃতি ও তুমি -- দিলীপ ঘোষ

প্রকৃতি ও তুমি
দিলীপ ঘোষ
০১/০৬/২৩
কত গান কত কবিতা
তোমার দেহ জুড়ে
অধরা অজানা শিল্প সাহিত্য
অঙ্গের স্তরে স্তরে
বিন্দু বিসর্গ জানা হলো না
এসেও জীবনের পশ্চিমে
দূর হতে দেখি তোমার মাধুরী
উপভোগ করি অন্তরে।

সীমার মাঝেও অসীম তুমি
সাধারণ রূপে অপরূপ থাকে লুকিয়ে
তোমার রূপ ও গুনের স্পর্শ মেলে
যখন আসো ওড়না উড়িয়ে,
ধরা পড়ে তার কিছুটা
জীবনানন্দের দৃষ্টি পেলে।

তোমার রূপ ও গুনের ব্যাপ্তি
ঘোমটা খোলে শিল্পে, সাহিত্যে
প্রতি মূহুর্তে নব নব রূপে রসে তুমি
সা রে গা মা বাজাও জীবনে।

Thursday, June 1, 2023

দাগ -- দেলোয়ার হোসেন বাবন

 দাগ
 দেলোয়ার হোসেন বাবন 
২৯-০৫-২০২৩ ইং
চর্যাপদের রক্তাক্ত পদচ্ছাপে পা রেখে 
এঁকে যাওয়া রক্তবীজ পোঁতা জমিনের
বিভীষিকাময় মরিচীকায় হেঁটে-হেঁটে দেখেছি 
বিকটতার বিষাদী ক্রন্দনের আর্তনাদ
ছাপচিত্রে আঁকা অসমাপ্ত কবিতার কাব্যনামায়। 

সামন্তিক জমিদার শাসকেরা করেছে শাসন 
অত্যাচারের পেষণে চালিয়েছে শোষণ  
পাঁজর ভাঙা শোষিত মানুষের উপর 
মজদুর, কৃষক,অনাহারীদের অধিকার 
কেড়ে নিয়েছে বৈষম্যবাদী শাসকেরা। 

তীর ধনুক শাণিত বর্শার ডগায় 
ধারালো ফলকের চোখানো মাথায় 
গেঁথেছে প্রতিবাদী সংগ্রামী মানুষের শরীর।
শরীরের হাড় করোটিতে লেপ্টে থাকা 
তৈলাক্ত চামড়ায় চালিয়েছে নির্যাতনের চাবুক। 

চাবুকের আঘাতে কশাঘাতে পিষে-পিষে
বের করেছে দ্রোহের বিপ্লবী রক্ত। 
জুলুমের শিকারে শোষিত মানুষেরা 
কারারুদ্ধ অন্ধকারে গুমরে কেঁদে-কেঁদে 
অকাতরে জীবন দিয়েছে বিসর্জন। 

বুকের পাঁজর ছিড়ে ফেড়ে 
রক্তের টগবগানো কলিজায় দিয়েছে আঁচড় 
জঠর যন্ত্রণায় কাতর হয়েছে মানুষ
ক্ষুধার তাড়নায় মরেছে অনাহারী।

মজলুম শোষিতেরা চিরদিন শোষিত হতে হতে
কষ্টের ঘানি টানতে-টানতে 
পার করেছে জীবনের দাগ পরা অনুবাদী অধ্যায়।

Thursday, May 25, 2023

গিন্নিপনা --মোফতাহিদা খানম রাখী

 গিন্নিপনা
মোফতাহিদা খানম রাখী 
২৩/০৫/২৩
এই গরমে দুপুর বেলায়
      সবাই বিভোর ভাত ঘুমে
আমি একাই জেগে থাকি 
     ঘুম থাকেনা দুই নয়নে। 

সবাই যখন ঢেঁকুর তুলে 
     আম চটকে খেয়ে দুধে ভাতে
আমি তখন ব্যাস্ত থাকি
     এটো কাটা তুলে ফেলতে। 

সবাই যখন সকাল বেলায় 
     মিষ্টি আলোর শোভা কুড়ায় 
আমি তখন তেতে নেয়ে 
     হেঁসেল ঠেলি রান্না করায়। 

সন্ধ্যা বেলায় সবার যখন 
     জল খাবারের জলসা বসে 
আমি তখন দৌড়ে বেড়াই 
     সবার ঘরে আলো জ্বেলে।

রাতে সবার সময় কাটে 
      লেখাপড়া ও আলাপনে 
আমি তখন কুটনা কুটি
      রাতের খাবার আয়োজনে। 

রান্না শেষে সবার যখন 
      খাওয়া দাওয়া সাঙ্গ হয় 
আমার তখন কল তলাতে 
      এঁটো বাসন মাজতে হয়। 

এমন করেই দিন কেটে যায় 
      ভাবনা গুলো হারিয়ে গেছে 
গিন্নিপনায় হাত পাকিয়েছি 
      দায়বদ্ধতার হাড়িকাঠে।

Tuesday, May 23, 2023

সাম্যের গান -- আফরোজা জেসমিন

 সাম্যের কবি
 আফরোজা জেসমিন
 ২২-০৫-২০২৩ ইং ।
দুঃখ তোমার গিটে গিটে ছিল বাঁধা।
দুঃখকে জয় করতে তোমার কতো না সাধন সাধা।
যে চাষির ক্ষেতে সোনার ফসল ছবির মতো লাগে ;
আজো চাষি জীবন কাটায় নুন লংকা মেগে।
আজো নারীরা কাটায়রে দিন অবহেলা অনাদরে,
সাম্যের গান গেয়ে ছিলে যে পুরুষ-নারীর তরে।
যে শিকল পড়ে করেছিলে ছল ইংরেজ কারাগারে, 
আজো সে শিকল বাঁধা অবস্থায় কতো জাতি কেঁদে মরে।
হিন্দু মুসলিম তখনো ছিলো ভাই ভাই ;
এখনো সে শ্লোগান চলে ,
কতটুকু ভালোবাসা কতটুকু ঘৃণা  ;
বুঝা যায় তলে তলে ।
কবর ফুঁড়ে বেরিয়ে দেখ সে যুগ এখনোতো হয়নি বাসি ;
অবহেলা অপমানে নারী দাসীরা এখনো নিচ্ছে ফাঁসি ।
তোমার সাম্যের পথ ধরে আজো কবিরা গেয়ে যায় গান ;
কোন এক যুগে নিশ্চয়ই হবে সমস্যার সমাধান ।
আজো রয়েছ সাম্যের কবি বিশ্বের অন্তরে ,
হৃদয়ের নোবেল তোমারেই জানাই ;
লহ সাম্যের কবি ; লও দু'টি হাত ভরে ।

Monday, May 22, 2023

মনচোরা -- মেঘ

মনচোরা
মেঘ
২১/০৫/২০২৩
বেহুলার ত্রিবেণী ঘাটে এখনো দুলছে পারাপারের তরী --
দক্ষিণা বাতাস কচি নিমপাতাদের শরীর ছুঁয়ে গা দুলিয়ে চলে যাচ্ছে বারোয়ারি পথে নাম না-জানা ঠিকানায় --
তোমার অপেক্ষায় থাকতে থাকতে উষর বালির উষ্ণতা বাড়ছে আনমনে --
পরিযায়ী দিনমজুরের মতো দিনের হিসাব চুকিয়ে সাঁঝের আলো মেখে ফিরে যাচ্ছে একদল বুনোহাঁস ।।

দুই পাড়ের আজানের সুর আর সন্ধ্যারতির শঙ্খধ্বনি মাখামাখি করছে মাঝনদীর চরাচরে --
মেঘেদের বাম গাল চুম্বন করে উঁকি মারছে বৈশাখী চাঁদের নয়নাভিরাম আলোলিকা --
খেয়াপারের শেষ নৌকাটাও যাত্রীদের সাথে খেয়াঘাটে ছেড়ে দিচ্ছে অন্তিম দীর্ঘশ্বাস --
তোমার ফিরে আসার আশায় কাকতাড়ুয়ার সাথে সারারাত নিদ্রাহীন চোখে বৃন্দাবনী অপেক্ষায় বসে থাকলাম নদীর বারান্দায়।।

ঘুমহীন নিশীথের শিশিরের নীরব পতনে মঞ্জুঘাসের ডগায় বসেছে হীরকের শুভ্র মজলিশ --
খেয়াপারের মাঝি ঘুম ঘুম চোখে যাত্রীদের সাথে নতুন প্রভাতে পাড়ি দেয় দূরের নতুনহাট --
একটি দাঁড়কাক কাকতাড়ুয়ার কালো মাথাতে শক্ত ঠোঁট ঠুকে ঠুকে বলে গেলো অব্যক্ত ব্যথা --
আরো একটা অপেক্ষার বিবর অপেক্ষা --
আরো একটা বিবর্ণ জীবনের গোপন দীক্ষা --
যদি ফিরে এসো --
তাহলে কাকতাড়ুয়ার কাছে জমা রেখে যেও তোমার নতুন ঠিকানা ।।

গনৎকার -- রেজাউল করিম বিশ্বাস

 গণৎকার 
 রেজাউল করিম বিশ্বাস 
         ২০  ০৫  ২০২৩
ও মাসি  পিসি  বৌদি !!!
আসুন আসুন আমি গণৎকার--
রোজ সকালে ঘুরি আপনাদের দোরে ।
আপনাদের সমস্যা দেব সমাধান করে নিমিষেই।
ঘুরিয়ে দেবো  ভাগ্যের চাকা।
সংসারের সমস্ত কোলাহল দিই মিটিয়ে এক কথায়!
অর্থ যশ খ্যাতি দেবো হাতে ধরিয়ে !
আমি যে গণৎকার ---
আমি দেখি না শুধু আমার ভাগ্যের রেখা !
আমি ক্লাসের পিছনের বেঞ্চের অবহেলিত ছাত্র !
ধরাই কারো হাতে খুশির নোটিশ যদি সে করে আমায় খুশি।
আমি আপনাদের লোক আপনাদের ভাগ্যের কথা লিখি আমার খাতায়।
বড় ভাগ্যবান কে খুঁজে বের করি, করি রাজা মন্ত্রী আরো কত কী! 
নত মস্তকে যদি সে দেয় কড়ি।
ওই বিজ্ঞানমনস্ক ব্যক্তিও ছুঁয়ে যায় পা।
আমি লজ্জাই মরি  হাসি নিরালায়।
আমি যে গণৎকার...!


আক্ষেপ আঁকে বারবার -- পরেশ চন্দ্র সরকার

আক্ষেপ_আঁকে_বারংবার
পরেশ_চন্দ্র_সরকার
১৯_০৫_২০২৩
আপাতত শিলনোড়ায় পেষণ হ'চ্ছে মেরুদণ্ড
প্রকাশ্যে গুরুগম্ভীর আঁকতে ব্যস্ত দণ্ডমুণ্ড,
মুচকি হাসিরও আজ আর দেখা নেই মুখে
পরের জন্যে নয়, নিজেরই ফেঁসে যাওয়া দুখে।

এদের বিশ্বাস ক'রার অর্থ 'মূর্খের স্বর্গে বাস'
কখন যে কেড়ে নেবে এরা মুখের গ্রাস!
বুঝতে দেবে না মুখোশের আড়ালে অভিনয়ে
ক'রেছ কি টুঁ শব্দ! বুঝিয়ে দেবে নয়ছয়ে।

বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ো পেটে গামছা বেঁধে
কি হ'বে অভাবের দু'মুঠো রান্না রেঁধে?
তারচেয়ে বরং পদলেহন ক'রে পেটটি ভরাও
আশায় বেঁচে থাকো, সুরে সুরে সুর চড়াও।

তারপর আর 'পর' আসবে কিনা কে জানে
'বাতাস', অনায়াস খেলবে কিনা খাঁচাপানে!
যদি খেলে হয়তো মেরুদণ্ড খেলবে না আর
'সাধারণ', এভাবেই আক্ষেপ আঁকে বারংবার।

Friday, May 19, 2023

পাস্ট ইস পাস্ট -- হাসান ফরিদ

পাস্ট ইজ পাস্ট
হাসান ফরিদ
১৮/০৫/২৩
এইতো এখানেই সেই স্মৃতিপট।
ঝাঁপি খুললেই জেগে ওঠে মঠ।
এই ঝাউ শাখাতেই--ভুরভুরে গন্ধটা তার চুলের। আর ছন্দটা নূপুরের। 
ঘুলঘুলি জানালায়। অবেলায় জলরং ছড়ায়।
ঝাপসা ভুড়ভুড়ি ভাঙে। যমজ জলজ অঙ্গে।

সেদিনের আটসাট পোশাক ঢিলেঢালা। দৃষ্টি আকাশের জানালা গালা।
প্রতীক্ষিত লাঞ্চের পরের কথাবার্তা বেশ ছোটখাটো। কৃত্রিম  আড়ষ্ট ঠোঁট বেশ সংযত।
বেশ ফিটফাট। রোবটিক্স শর্টকাট। পেশাধারী মনোভাব ততটা। সিগারেট ছাই আর এসট্রে নিকটে যতটা।

জীবনের মানেটা। মনের রংটা। পাংশুটে আজ। সম্পকে'র সুতি কাপড়ে পড়ে গেছে টানাপড়েন ভাঁজ। 

টুংটাং চিয়ার্স। লাল নীল কালারফুল গ্লাস।
নাউ এন্ড জাস্ট। পাস্ট ইজ পাস্ট।

Thursday, May 18, 2023

ক্ষতস্থানে প্রলেপ --দিলীপ ঘোষ

ক্ষতস্থানে প্রলেপ
দিলীপ ঘোষ
১৭/০৫/২৩
ক্যানভাসে আঁকা পুরানো ছুরির ধারে
খুন হয় সব আকর্ষণ।
জিজ্ঞাসার সুতীক্ষ্ণ বর্শাফলফ
চোখের সামনে শিরদাঁড়া সোজা করে
দাঁড়ায় তখন,
ভবঘুরে আশ্রমের দরজা ঠেলে বার্ধক্যের হাহাকার
হয়ে ওঠে মহাজন।
নিঃশ্বাস প্রশ্বাসের ফুটো থালা হাতে
ফুটপাতে, শ্রবণে ভাসে মন।

ক্ষত থেকে রক্ত ঝরে সময়ের নদীতে
জীবন জড়িয়ে ধরে সদ্য ভূমিষ্ঠ সন্তান
ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে
ফিরে পেতে চায় নিজের স্থান।

এলোমেলো কালবৈশাখী ঝড়ের মধ্যেও
বৃষ্টির আদুরে জল লাগায় চোখে মুখে
ঠিক করে নেয় আশ্রয়, অবস্থান
জীবন ফিরে পেতে চায় জীবন।

ক্ষতস্থানে যে দেয় প্রশয়ী প্রলেপ
সেই তো আপনজন
স্বাভাবিক সম্পর্কের বাইরে
অলিখিত আদুরে সম্পর্ক গড়ে ওঠে তখন।

সংস্কার চাই -- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য

 সংস্কার চাই
 বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
 ১৬/০৫/২০২৩
প্রবল একটা ঝড় উঠুক,
তছনছ করে দিক চারপাশ ; 
আপন কর্মে লিপ্ত হবে সব ,
রাজনীতির হোক সর্বনাশ।

থামুক মিথ্যা হিংসা ও দ্বেষ ,
দেখা দিক ফের মানবতা;
প্রতিহিংসার জ্বালিয়ে আগুন 
নিত্য ধ্বংস হচ্ছে সভ্যতা।

ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু ,
ভগিনীর লজ্জা হরণ;
নেশার ঘোরে বাদশা সেজে
ঠগ জোচ্চোরে করছে বরণ ।

প্রবল একটা জোয়ার আসুক 
অশান্ত এক প্রবল জোয়ার,
বিধৌত হোক সব কলুষতা,
উগ্র উদ্ধত মাথা নোয়াবার।

জানি, ঝড়ে- জলে- জোয়ারে
অনেকের ক্ষয়ক্ষতি হবে প্রচুর ;
জীর্ণ পুরাতনকে করতে সংস্কার-
গড়তে হলে,- ভাঙতে হবে ভরপুর।

সব শেষে আসুক  শীতল সতেজ 
জীবনদায়ী এক অনাবিল বাতাস;
সমস্ত আঁধার ঘুচে আসুক নতুন প্রভাত
জীবনের আনন্দে খুশি হোক আকাশ।

Tuesday, May 16, 2023

নারী হতে সাবধান -- মৃনাল কান্তি রায়


নারী হতে সাবধান
মৃণাল কান্তি রায় 
অজ পাড়াগাঁয়ের মেয়ে ঘূর্ণি। পাড়াময় ঘুরে বেড়ালোই যার কাজ।এ গাছে সে গাছে চড়া আর ফলগাছের ফল পাড়া যার নিত্য দিনের কাজ। এ ছাড়াও বর্শী নিয়ে এ পুকুর ও দীঘি আর এ খাল সে খালে মাছ ধরা- যাও তার সখ তালিকায়। কখন যে সে তরুনী থেকে যুবতী হয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। মায়ের শত বকা- ঝকাকে উপেক্ষা করে সে মনের আনন্দে ঘুরে বেড়ায়। এজন্য গ্রামের সবাই তাকে নাম দিয়েছে ঘূর্ণি। উঠতি বয়সি ছেলে ছোকরারা তার ঐশরিয়ার মত রূপ দেখে প্রেমে পাগলপারা হয়ে ভাব জমানোর জন্য কাছে ঘেঁষতে চায় কিন্তু ঘূর্ণি কাউকেই পাত্তা দেয় না একদম। কেবল সে ছেলে ছোকরাদের মধ্যে স্বর্ণকে মন থেকে পছন্দ করে।পছন্দ করার কারণ হোলো স্বর্ণ দেখতে ঠিক সোনার রঙের গৌড় বর্ণীয়। পছন্দ করার অপর কারণ হোলো স্বর্ণের একটি মাত্র স্লোগান 'নারী হইতে সাবধান' নয়তো কেড়ে নেবে জান'। 
একদিন স্বর্ণ গ্রামের এক পুকুরে সাঁতার কাটছে। বেশি গরম পড়েছে ঠিক তাই। সেই পথ ধরে ধেই ধেই করে যাচ্ছিল ঘূর্ণি। সে দেখতে পেল পুকুরে সাঁতার কাটছে স্বর্ণ যাকে সে মন থেকে পছন্দ করে কিন্তু স্বর্ণ পাত্তা দেয়না তাকে। সে এও জানে নারী বিশেষ করে যুবতী নারী তার চোখের শুল।কারণ তার এই ধারণা যে সব স্লিম ছেলেরা কোন যুবতী নারীকে বিয়ে করে পরবর্তীতে তারাই স্লিমত্ব হারায়। আর সে কারণেই ঘূর্ণির বদ্ধমূল ধারণা স্বর্ণ ছাড়া সাত গ্রামে আর ভাল ছেলে নেই। তার মানে স্বর্ণ নিখাদ ছেলে এবং সে শুধু তার সাথেই ভাব করবে এবং জীবনসঙ্গী করে চিরকাল নিখাদ জনকে পাশে রাখবে। পুকুরে সে স্বর্ণকে একের পর এক আড়াল থেকে ঢিল ছুঁড়ে যাচ্ছে তো যাচ্ছে-ই! স্বর্ণের চারপাশে বৃষ্টির মত ঢিল পড়ছে আর এতে করে স্বর্ণ প্রথমে ভাবছে বৃষ্টি হচ্ছে- যার জল পুকুর থেকে ছিটকে তার গায়ে পড়ছে। তার এ ভাবা যে ভুল তা সে নিমিষেই বুঝতে পারল।কারণ সে দেখতে পেয়েছে ঘূর্ণির ঢিল ছোঁড়ার দৃশ্য। এ জন্য সে পুকুর থেকেই বলে উঠল," নারী থেকে সাবধান। নারী জ্বালাময়ী ভীষণ যন্ত্রণা আর পীড়াদায়ক। ভাইসব কেউ কোন নারীর ধারে কাছেও ঘেঁষবেন না।ঘেষলেই স্লিমত্ব আর ধরে রাখতে পারবেন না ইত্যাদি ইত্যাদি! " সে যতই এমন সব কথা বলছে আর যে জন্য বলছে ফল দাঁড়াচ্ছে ঠিক উল্টোটা। একক প্রেমের প্রেম নদী কানায় কানায় যেন পূর্ণ হচ্ছে।কারণ ভাল মেয়েরা কখনো তাদের মনের জনের বাইরে আর কাউকেই সহ্য করতে পারেনা। এদিক থেকে স্বর্ণই যে পারফেক্ট হবে এ ঘূর্ণি বুঝে নিয়েছে। তাই বলছে," সজনেটায় একবার ফিরেও তাকাচ্ছে না! " গাছপালাকে উদ্দেশ্য করে বলছে," তোমরাই বল,আমি কি দেখতে কম সুন্দর নাকি। তোমরা যদি প্রকৃতি হও তবে আমিওতো প্রকৃতি,তাইনা? " গাছপালা যেন সায় দিয়ে বলে চলছে," ঘূর্ণি!  তুমি পিছু ছেড়োনা। একদিন না একদিন তুমি মনের মানুষকে পাশে পাবে।নিরাশ হয়োনা কেমন?" এরপর ঘূর্ণি বলছে," আমার নামও ঘূর্ণি!  ঘূর্ণির মত ঘুরাব যদ্দিন আমার কথায় সায় না পাব। দেখি কে তাতে বাগড়া দিতে আসে। তাকে ঠিকই আমি দেখে নেব। " এই শুনে স্বর্ণ বলছে," যা যা যেদিকে যাবি সেদিকে যা! আমার পিছু লাগা কেন হ্যা!" এবারে ঘূর্ণি বলছে," কেন যে ঘুরঘুর করছি তা বুঝতে হোলে আলাদা একটা মন থাকা চাই-যা তোর নেই! আর মেয়েদের কথা বলছিস? আরে আমি কি আর পাঁচটা মেয়ের মত এই ভাবিস।না রে না আমি তেমন মেয়ে নইরে!  আরে কার কাছে কি বলছি! তোরতো আবার স্লোগান নারী হইতে সাবধান! তা তুই নারীর মর্ম কি বুঝবি রে বুদ্দু!  একবার মেনেই নে দেখবি অনেক মজা অনেক আনন্দ!" এই শুনে স্বর্ণ বলছে," ওওও এই কথা!  আমার স্লিমত্ব নষ্ট হোক এই তুই চাস। আরে তুই কি করে বন্ধু হবি,তুইতো দেখছি পাক্কা শত্রু! " এবারে ঘূর্ণি তার ওড়নার একধার দুলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে আর বলছে," টাটকা আছিরে বুদ্দু! তুই ছাড়া এ মনে আর কারোর স্থান নাই! তোকে আমার চাই-ই চাই! আজ চলে যাচ্ছি তবে পিছু ছাড়ছি না। "ঘূর্ণি স্বর্ণের চোখের অদৃশ্য হোলে স্বর্ণ পুকুর থেকে উঠে তার বাড়ি চলে গেল। 
এর কিছুদিন পরে একটি মাটির কলসি কাঁখে নিয়ে কোমড় দুলিয়ে দুলিয়ে ঘূর্ণি যাচ্ছে ওই দূরে পদ্ম পাতার দীঘিতে জল নিয়ে আসতে। সে ঘাট থেকে জল ভরে বাড়ির দিকে ফিরছিল।হঠাৎ সে দেখতে পেল বিপরীত দিক থেকে আসছে তার পছন্দের স্বর্ণ। এবারে সে ভান ধরল। মাথা ঘুরে পড়ে গিয়েছে আর কলসির জল মাটি ভিজিয়ে দিয়েছে। তার মাঝে বেহুশ অবস্থায় ঘূর্ণি!  এবারে প্রথমত অতস্তত করে বলছে," মানুষের উপকার করা মানুষের ধর্ম কিন্তু আমার স্লোগান নারী হইতে সাবধান তার কি হবে। এত করে ডাকছি,সারা দিচ্ছেনা। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে। পাছে যদি মরে গিয়ে থাকে তবে তো জ্যান্ত না মৃত ঘূর্ণি আমায় জেলের ভাত খাওয়াবে।আর জেলখানায় শুনেছি পঁচা আর বাশি খাবার খেতে হয়! বিবেক! আমি এখন কী করতে পারি?" বিবেক ধমকিয়ে উঠে বলল," তুই এখনো কোলে তুলে নিসনি! আরে তুই কী পুরুষ?  এত্তসব আজেবাজে চিন্তা করে চলেছিস। নে শিগ্গির কোলে তুলে নে! ঘূর্ণিকে ওর বাড়িতে সসম্মানে পৌঁছে দিয়ে আয়!" এবারে স্বর্ণ বলছে," আরে যাচ্ছি যাচ্ছি মারী হইতে সাবধান আর বিপদে পড়লে উপকারী হয়ে সমাধান!" এই বলে স্বর্ণ ঘূর্ণিকে পাজা কোলে তুলে নিয়ে ঘূর্ণিদের বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঘূর্ণি একলাফে নিচে নেমে বলছে," কি! কিছু মজা পেলে? আমিতো বেশ পেলুম!" এবারে স্বর্ণ রাগে কটমট করে বলল," হতচ্ছাড়ি পাজি কোথা কার!  ফের তুই মরে গেলেও তোর কাছে ঘেষব না! আমার স্লিমত্ব নষ্ট করে দিতে চাস! তুই মানুষ না।আস্ত একটা জন্তু জানোয়ার! আমার এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর উনি দাঁত বের করে হাহা হিহি করছে! " এবারে ঘূর্ণি নিজের দু'কান নিজেই মলে মলে বলছে," রাগ করিসনা।আর এমনটি কখখনো হবেনা রে! তুই মন খারাপ করিসনা!" এই বলে ঘূর্ণি তাদের বাড়িতে আর স্বর্ণ তাদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। 

এর কিছুদিন বাদে ঘূর্ণি আবার পদ্মপাতার দীঘিতে জল আনতে গেল। মায়ের বকুনি খেয়ে তার জল আনতে যাওয়া কিন্তু তার শরীরটা এদিন একদম ভালো যাচ্ছিল না। তাই জল নিয়ে ফেরার পথে কাঁখের কলসি কাঁখ থেকে রাস্তার মাঝে পড়ে গিয়ে ভেঙে গেল এবং কলসি ভাঙার ওপরে ঘূর্ণি ঘুল্লা খেয়ে পড়ে গেল।আর তাতে করে মাথাটা কিঞ্চিৎ কেটে গেল! রক্ত কপালে টিপের ন্যায় জমাট বেঁধে আছে। পুরোপুরি অচৈতন্য সে। এদিনও স্বর্ণ একই পথে আসছিল এবং ঘূর্ণিকে ওইভাবে পড়ে থাকতে দেখে বলল," ফের ভেলকি! আবার লাল টিপ দিয়েছে কপালে! কি সখ রে বাপু! আজ কি আর ভুল করি! পড়ে থাক আজন্মকাল তাও আমি তোকে স্পর্শ করছি না। নারী হইতে সাবধান!" এই বলে স্বর্ণ হন হন করে সেখান থেকে চলে গেল।এবারে ওই পথেই এক বুড়ো ভদ্রলোক আর তার ছেলে- যে কিনা ঘূর্ণিকে পছন্দ করে কিন্তু ঘূর্ণি যাকে পাত্তা দেয় না তারা ঘূর্ণিকে ওভাবে পড়ে থাকতে দেখে তড়িৎ তাকে তুলে নিয়ে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেল। ক্লিনিক কর্মকর্তা ঘূর্ণির মাথায় ব্যাণ্ডেজ করে দিয়ে বললেন," চিন্তার কোন কারণ নেই।এক সপ্তাহের মধ্যেই ঘূর্ণি ভালো হয়ে উঠবে।" ভদ্রলোক ঘূর্ণিকে তাদের বাড়ি পৌঁছে দিলেন। 
এর ক'দিন পরে স্বর্ণি পাশের একটি টিস্টলে বসে দুধ ছাড়া রঙ চা পান করছিল।এমন সময় দোকানীর কাছে জানতে পেল ঘূর্ণির মাথা কেটে গেছে।কেউ একজন তাকে চিকিৎসা করিয়ে তার বাড়ি তাকে পৌঁছে দিয়ে এসেছে।এই শুনে স্বর্ণের মনে ভাবনার উদ্রেক হোলো। সে ভাবলো মস্ত বড় অন্যায় সে করেছে।পীড়িতকে সেবাদান মানবধর্মে পড়ে- যা সে না করে পুরোপুরি পীড়িতকে ইগনোর করে গেছে- যাতে করে তার পাপ হয়েছে। তাই সে দ্রুত ঘূর্ণির বাড়ির দিকে ছুটতে ছুটতে একসময় পৌঁছে গেল গন্তব্যে। গিয়ে দেখল চঞ্চলা ঘূর্ণি আনমনা হয়ে বসে আছে।এবারে স্বর্ণ ঘূর্ণির হাতদুটো আপন ক্রোড়ে নিয়ে বলল," ঘূর্ণি!  তুই আমাকে মাফ করে দে।আমি মস্ত একটা অপরাধ করেছি।ভেবেছিলাম তুইতো ভেলকি ধরিস আমাকে দেখলেই। তাই ভাবছিলাম তুই ভেলকি ধরেছিস। আমাকে মাফ করে দে। " এই শুনে ঘূর্ণি বলছে," তার আগে বল, হাত কি আমি তোর ধরেছি না তুও যেচে আমার হাত ধরেছিস। তোকে আমি মাফ করতে পারি যদি তুই আমার মন ধরতে পারিস নয়তো এ কসুরের কোন মাফ আমার অভিধানে জানা নাই।" এই শুনে স্বর্ণ বলছে," হাত যখন ধরতে পেরেছি তখন তোর মনও ঠিক ধরতে পারব। তবুও অর্জিত পাপ খণ্ডাতে চাই। " এই শুনে ঘূর্ণি বলল," তবেতো কথাই নাই তুই পাপ মুক্ত হলি। এবারে তোর স্লোগান পাল্টাবি এক পুরুষ এক নারী মিলেমিশে সংসার গড়ি!" এরুপর? ----------! থাকনা কিছুটা আকাঙ্ক্ষা। 

Monday, May 15, 2023

উত্তর দাও -- দিলীপ ঘোষ

উত্তর দাও
দিলীপ ঘোষ
১৪/০৫/২৩
নিখিলেশ, কবিতাকে পাওয়া সহজ নয়
মিছিমিছি করো ছোটাছুটি
ভোঁতা মনের কলম নিয়ে
অহেতুক করো হুড়োহুড়ি।

খাতার পাতায় কবিতা আনতে
শব্দের সাথে ছন্দ লাগে
বিশেষ্য বিশেষণ সঠিকভাবে লাগলে
কবিতার মন প্রাণ মেলে,
এ সব ছাড়া ঝোলা ব্যাগ নিয়ে ঘোর
অহেতুক কড়া নাড়ো, ভিক্ষা করো।

কবিতাকে একতরফা ভালোবাসো তুমি
কবিতা কি ভালোবাসে তোমাকে
এ জিজ্ঞাসা কুরেকুরে খাবে , পদে পদে
উত্তর পাবে, পদ্ম পাতায় রাখা জলে।