Thursday, June 8, 2023

বেকায়দায় জীবনখানি -- পরেশ চন্দ্র সরকার

বেকায়দায় জীবনীখানি
পরেশ চন্দ্র সরকার
০৫/০৬/২০২৩
সুবিধেগুলো সব বেগতিক আঁকলে
ব'লো-তো কার ভালো লাগে!
ঝুলে থাকা উদ্যমগুলো না পাকলে
ফল কি ক'রে রসালো, আগে?

আবছায়ার মাঝেই 'মোহটান' যেন
গা ঢাকা দিয়েছে অদৃশ্যে,
সৌন্দর্যের হাটে গ্রহণ লেগেছে কেন
কুৎসিত দেখছি আজ দৃশ্যে?

কালো ঘোড়ার 'নালে' ভাগ্য ফেরে
শুনেছি সেই কোন্ কালে!
অথচ কপালে আসে দুর্ভাগ্য তেড়ে
জখম ক'রে রোজ-ই হালে।

দিনান্তের 'হাল' সুদূর দিগন্ত জুড়ে
ভাবনাগুলো আঁকছে বলাকা,
সুখের লাগি দুরূহ অবচেতন মুড়ে
দুঃখে ভাসায় সক্রিয় এলাকা।

বেকায়দায় প'ড়েছে 'জীবনীখানি'
সবজান্তার নড়বড়ে মাচায়,
একটু হ'লেও বাইরে আসবে জানি
পরক্ষণেই ঢুকে যাবে খাঁচায়।

চড়াই উতরাই নিয়েও বিচলিত ন'ই
মোহাবিষ্ট হ'য়েই কাটে দিনরাত,
শেষবেলায় চাঁদ ধ'রতে বাঁধি না মই
চেনা নন্দনে অচেনা পারিজাত ।

No comments: