Friday, June 2, 2023

বিষ -- মেঘ

বিষ
 মেঘ
২৪/০৫/২০২৩
ঐতিহাসিক মীরজাফরের সংখ্যা দিন দিন বাড়ছে সভ্যতার অববাহিকায় --
শুধু বদলে গেছে তার নাম --
শুধু বদলে গেছে তার ধাম --
বহুরূপীর মতো মিশে আছে মানুষের ভিড়ে শয়তানের বহুরূপতার বিষছায়ায়।।

আগ্নেয়গিরির মতো বিভীষণের বিভীষিকার বেওয়ারিশ দাপটে চূর্ণ বিচূর্ণ মানুষের জীবন --
শুধু বদলে গেছে প্রতিহিংসার ছক --
শুধু বদলে গেছে দাবার ঘোড়ার মুখ --
মরীচিকার বিলিয়মান রং মেখে গিরগিটির পাল আকাশে বাতাসে ছড়ায় হায়নার আস্ফালন ।।

এখনো নির্মম অ্যাটিলার মতো মহান মহারাজাধিরাজ ঋনাত্মক গণতন্ত্রের সমীকরণে চালায় শাসন --
শুধু বদলে গেছে সেনাপতির হাতে রক্তমাখা তলোয়ার --
শুধু বদলে গেছে তরল গরল মাখানো মারণ হাতিয়ার --
দাবানলের লেলিহান শিখার মতো হিংস্র অসহিষ্ণুতার জ্যামিতি পোড়ায় মহামানবতার হৃদয়বন্ধন।।

এখনো ডাইনোসরের দল বসুন্ধরার কুমেরু থেকে সুমেরু পর্যন্ত ওড়ায় বর্বরতার পতাকা --
ওরা কেড়ে নিয়েছে অভয়ারণ্যের সাম্যতার মৌলিক অধিকার --
ওরা পাহাড়ের পাষাণ বুকে হেনেছে  বিচুর্ণিভবন আর আবহবিকার --
ওরা অমাবস্যার গভীর অন্ধকারে প্রাচীনসভ্যতার পর্বতে গোপন মন্ত্রনায় নেভায় জীবনের অবন্তিকা ।।


No comments: