Thursday, June 8, 2023

শোধন -- নিবারণ চন্দ্র দাস

শোধন   
নিবারণ চন্দ্র দাস
০৪/০৬/২০২৩
ধর্ম নিয়ে ছলাকলা বন্ধ করো এবার,
জম্মু কাশ্মীর পাতিয়ালা বাংলা কিংবা মেবার।
দেশের মানুষ মরছে ধুঁকে নিত্য অনাহারে,
তোমার বেলায় আঁটিসাটি শতেক উপচারে।

মূর্তি গড়ো,ভাঙো আবার মানুষ পথের মাঝে,
জানি না ওই মূর্তি তাদের লাগে বা কি কাজে।
তোমরা মাতো ধর্ম নিয়ে মন্দিরে মসজিদে,
মরছে দেশের আমজনতা পেটে তাদের খিদে।

রেলের ধারে পথের পরে নর্দমার ওই পাশে,
বাঁচে ওরা লড়াই ক'রে পথেই ভালোবাসে।
ঝড় বাদলে আঁধার রাতে পথেই ওদের ঘর,
ওদের কথা নেইকো মনে,তোমরা স্বার্থপর।

সবার নাই তো পরিচয়ের পত্র আর ঠিকানা,
ভোটের বেলায় ওরাই তোমার জয়ধ্বনির বীণা।
মরছে সেনা শতশত তোমার জিদের তরে,
ওদেরও ও তো মা বাপ আছে,স্ত্রী সন্তান ঘরে।

পড়াশোনা চিকিৎসাতে নেই তেমন বরাদ্দ,
করছ তোমরা রমরমিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ।
অ-বাস্তবিক বাসস্থানের করছ পরিকল্পনা,
কার মঙ্গলে?পথে ঘাটে চলছে তো জল্পনা।

দাওনি শিক্ষা-খাদ্য-বস্ত্র-চিকিৎসা ঠিকমতো,
ঘুরছে মানুষ কর্ম বিহীন, ধুঁকছে অবিরত।
উল্টে পাল্টে যাবেই দেখো, তোমার তরী খানি,
ভুলিয়ে দিয়ে, ঘুচিয়ে দিয়ে, তোমার সকল গ্লানি।
                             

1 comment:

Nibaran Chandra Das said...

আমি আপ্লুত অভিভূত উচ্ছ্বসিত