পথ
সুভাষচন্দ্র ঘোষ
তাং 17/06/2023
কোথা থেকে শুরু লঘু কিম্বা গুরু
জানিনা -- তবুও পথ চলা,
নির্ভেজাল বনচারী সভ্যতার দিশারী
সেই বিপদসঙ্কুল পা ফেলা।
পেটের খিদের টানে গুহার বাহির পানে
মানুষ প্রথম ফেলেছিল পা,
সবুজ ঘাসের পরে আঁকা হয়েছিল যারে
পায়ের চিহ্ন অস্পষ্ট রেখা।
বারংবার চলাচলে দাগ হয়েছিল বলে
প্রথম সৃজন নূতন পথ,
যুগের পর যুগ বয়ে বহু বিবর্তন সয়ে
চলেছে মানব সভ্যতার রথ।
সুউচ্চ পাহাড়চূড়া অকূল সাগর ঘেরা
নাম না জানা অচিন দ্বীপ,
নির্মল আকাশ ভেদি পৃথিবীর টান ছেদি
চলেছে চন্দ্র মঙ্গল সমীপ।
পথ শেষ কোথা হবে সভ্যতা কতদিন রবে
কোন কিছুই তো জানিনা,
অগ্রগতির ছেলেখেলা প্রকৃতির ধ্বংসলীলা
আর কিছুতেই মানতে পারিনা।
বাঁচুক জীবের প্রাণ সব ঈশ্বরের দান
পথ হোক দুঃখ ক্লান্তি হরা,
পরিবেশ হোক নির্মল মন প্রাণ সুবিমল
সব পথ ফুলে ফুলে ভরা।
No comments:
Post a Comment