অশনি সংকেত
অমি রেজা
২৭-০৫-২০২৩
তোমার যুগল চোখে নায়াগ্রা কেন ?
ফলবতী পৃথিবীর বুকে জেগেছে প্রচন্ড খরা
উর্বরতা,উৎকর্ষতা হারিয়ে সবুজ আজ বর্ণহীন
ধুলি ধূসরিত মরুপ্রান্তর আর বিষাক্ত কার্বনে
পৃথিবী আজ জবুথবু,জরাগ্রস্ত
বাতাসে চলেছে শোকের মাতম।।
তোমার যুগল চোখে নায়াগ্রা কেন ?
যদি জানতে চাও
ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ ফুঁসে উঠা দেখ
আফ্রিকার ক্ষুধার্ত মানুষের হাড্ডিসার কংকাল দেখ
ঘুরে এসো সিরিয়া,ইউক্রেন,ফিলিস্তিন,আরাকান পরাশক্তিদের বিভৎসতা কিভাবে তাদেরকে
ছিঁড়ে ফুরে আস্তাকুর বানিয়েছে,
মানুষের সভ্যতা হয়েছে আজ লুণ্ঠিত,লাঞ্ছিত।
তোমার যুগল চোখে নায়াগ্রা কেন ?
পৃথিবীর নগ্ন শরীর দেখ
মেরু অঞ্চলের হিম শীতল বরফ কেমন গলে গলে পড়ছে
সমুদ্র পৃষ্টের উচ্চতা মুহুর্মুহু বেড়েই চলেছে
সমুদ্র উপকুলবর্তী দেশগুলি আজ হুমকির সম্মুখীন
হঠাৎ তীব্র জলোচ্ছাসে হারিয়ে যাবে
জানা,অজানা কত মানচিত্র।।
পৃথিবীকে ধ্বংস করছি তুমি,আমি,আমরা
শিল্পোন্নত,উন্নত,উন্নয়নশীল দেশ হওয়ার ঘোড় দৌড়ে
গাছ কেটে উজাড় করছি বনাঞ্চল,
বানাচ্ছি উঁচু উঁচু আকাশ ছোঁয়া ইমারত
কলকারখানার বর্জ্য দিয়ে কলুষিত করছি নদ-নদী,
সুপেয় পানি তুমি কোথায় পাবে?
জমির লাবণ্য তুমি কি করে ফেরাবে?
জাগো মানুষ জাগো,কাঁদো তুমি।
আগামী প্রজন্মের জন্য তুমি কি রেখে যাবে?
তাই যুগল চোখে নায়াগ্রা বহে-
জবুথবু এক পৃথিবীর অশনি সংকেত বহে।।
No comments:
Post a Comment