এ পাড়ের নীলাঞ্জনা
রামকৃষ্ণ বিশ্বাস
২৬//০৫//২ ৩
ওপাড়েতে রামধনু দেখ,সপ্তরঙে মেলে
এপাড়েতে নীলাঞ্জনা নির্বাকে স্বপন আঁকে।
ওপাড়েতে সাদা কাশে মেঘ মল্লার মেলা
নীলাঞ্জনার ললাট জু্ড়ে কৃষ্ণকেশের খেলা।
ওপাড়ের নীতিকথা এপাড়ের ভাবনায়
এপাড়ের দখিনা বাতাস ওপাড়েতে ধায়।
নীল গগনের নীলঞ্জনা গোধূলির পানে চেয়ে.…
কোথা হতে অশ্রু আসে, পড়ে কপোল বেয়ে।
অমোঘ শত কল্পনা গো স্বপন জালে বোনা
কোথা দিয়ে অবসর ক্ষয় যায় না আজো গোনা।
নীলাঞ্জনা নীলাঞ্জনা এত কেন ভাবো
প্রকৃতির নেওয়া দেওয়ায় সিন্ধু স্বপন আঁকো!
কোথায় যেন ছিঁড়েছে তার, কে ই বা জানে তা
উদাসিনী নীলাঞ্জনা, তার হিসেব পাবে না।
সবই আছে নিয়ম মত, সব ই রবে পড়ে
জীবন বজরায় পাল খাটিয়ে যাও না অচিনে উড়ে।
হৃদয় তোমার বড় ধনী, তবুও যেন ফাঁকা
রঙ মেখেছে দিগন্ত আজ, সাঁজের চাঁদ বাঁকা।
কোথায় যেন হারিয়ে গেছে, চেনা কোন সূত্র
ভুলতে চাইলেও যায় না ভোলা,উদাস করা মন্ত্র।
আসেনা ফিরে যাবার পরে, ঝাঁপসা হয়ে যায়
নীলিমণির হৃদয় আঁখি, আকাশগঙ্গায় ধায়।
ধীরে ধীরে অস্পষ্ট কি, কোথায় মিলিয়ে গেল
সম্পর্কটা হৃদয় থেকে, উপরে কে যে নিল।
সেই গোধূলির স্মৃতি চিহ্ন সাঁজের বেলা হারায়
দিগন্তরানীর হৃদয় শূণ্য অপলকে ছায়..!
No comments:
Post a Comment