Wednesday, June 7, 2023

মেরুদন্ড ধনুক আঁকতে শিখেছে -- পরেশ চন্দ্র সরকার

মেরুদণ্ড ধনুক আঁকতে শিখেছে 
পরেশ চন্দ্র সরকার
৩১/০৫/২০২৩

মাকড়সার জালেতে আটকে র'য়ে দেখি সর্বক্ষণ
কি ক'রে লম্বা জিভ ছুঁঁড়ে দিয়ে গিরগিটি-রা
শিকার ধ'রছে খপাখপ বিচক্ষণ!
মন্দ হাওয়ায় গা ভাসিয়ে শুয়ে থাকাটা মন্দ নয়
কণ্টকময় সমাজের কাঁটা তোলার দায়-দ্বায়িত্বের
প্রতিশ্রুতির আড়ালে শুধুই অভিনয়।

ছিঁড়ে ফেলে দিতে দু'হাত কাঁপে মাকড়সার জাল
তথাপি ঘুরেফিরে সেই আনাড়ি, কাকে ছেড়ে
কাকে ধ'রি, একই ফলাফল চিরকাল,
মুখে ফোটে খই, কাজের চেয়ে বেশি হ'চ্ছে হইচই
সবারই কেমন যেন ভয়, ভয়ে ভীত সন্ত্রস্ত যত্রতত্র
আসলে মুখ পুড়েছে চুন খেয়ে, ভয় যে তাই দই।

সুন্দর ছুঁয়ে নেই কোনোকিছু, বস্তাপচা দিগ্বিদিকে
কেমন যেন গা সহা ভাব, অন্যায় জেনেও সবাই
ক'রছে মাপ, রক্তের রঙ ফিকে,
মেরুদণ্ড ধনুক আঁকতে শিখেছে আজকাল বেশ
অথচ কোনো একটা সময় ছিল, উন্নতশিরে
গম্ভীর গলে প্রতিবাদ আঁকত জন-পরিবেশ।

হারিয়ে যাচ্ছে জাগরণ ও তেজ, কত যে আরও
হ্যাঁ! দু'মুঠো পাওয়া যাচ্ছে, তবে খাওয়া যাচ্ছে
কিনা ঠিকঠাক জানা নেই কারো!
নমস্য ভূমে র'ইব চুমে জুটঝামেলায় নেই আমরা
কে যাবে এলেবেলে, ও তো একমাত্র ছেলে, থাক
কোলে, কে কখন ছাড়িয়ে নেবে গায়ের চামড়া!


No comments: