তুমি কোথায় হে প্রিয় কবি!
বিনয়ব্রত ভট্টাচার্য্য
২৫/০৫/২০২৩...
ওই বুঝি কাণ্ডারী দ্রুত বেগে ধেয়ে আসে
দেখি আসছে তরাসে বুঝি ধূমকেতুর বেশে !
তোমার অগ্নীবীণার তান দুরন্ত বাতাসে ভাসে
বিষের বাঁশী অনুরণিত প্রতিধ্বনিত আকাশে বাতাসে।
তারুণ্যের অগ্রদূত হয়ে ফুটিয়েছ পাষাণের বুকে ফুল
তবুও তোমার মূল্যায়নে, তোমারে বুঝতে রয়েছে ফাঁক, হয়েছে ভুল।
স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত তুমি এক মহা বীর
অগ্নিমন্ত্রে দীক্ষিত দুর্বার সদা উন্নত তব শির
আপোষহীন লড়াইয়ে ছিলে যে তুমি জান কুরবান
শাসক শোষকের দর্প দম্ভরে করেছ অনায়াসে খান খান।
অকুতোভয়ে করেছ একের পর এক অপূর্ব সৃজন
ধন্য বঙ্গভূমি, ধন্য বঙ্গমাতা পেয়ে এমন সন্তান
সাম্যের, ন্যায়ের বাণী বিধৃত লেখনীতে তোমার
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে ছিল সম্পৃক্ত ভরপুর
ফুটিয়েছ দ্রোহের ফুল অচেতন অবচেতন অর্ধচেতন মনে
বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ, সমিধ ছড়িয়েছ কবিতায়, গানে
তোমার মধ্যে ঘটেছিল এক বহুমুখী প্রতিভার সমাবেশ
উন্মুক্ত প্রকাশিত হয়েছিল চেতনা চৈতন্য স্বাধীনতার উন্মেষ !
উদাত্ত কণ্ঠে গাওয়া, লিখিত তোমার শ্যামা মায়ের গান
আজও সতত আকর্ষণ করে, শুনলে পরে জুড়িয়ে যায় মন প্রাণ।
আজকের দিনে পরিব্যপ্ত এ কেমন জীবনধারা, কেমন অনুজ্জ্বল প্রতিচ্ছবি
তাই ওগো প্রিয় কবি, তোমার অভাব অনুভবি, শুধু তোমার কথাই ভাবি
বিস্ময়ে ভরে মন, এ কেমন বঙ্গ! এ কোন বধ্যভূমিতে আছি ?
তোমারই কথাতে কই,, " দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি "
হেথা নিত্যদিন অগণন মানুষের অবাঞ্ছিত মৃত্যুমিছিল
শাসন, অনুশাসন, বিসর্জিত, লোপাট, নির্বাসিত, বুঝিবা শিথিল !
লাগামহীন দুর্নীতির অপ্রশমন অনাচারের বন্যায়
হে কবি তোমার প্রিয় বঙ্গভূমি যে কেবলই ভেসে যায়
দুঃসহ দুর্বিষহ এই ক্রান্তিকালের আবহে হে কবি আজ তুমি কোথায় !
তোমারই অভাব ক্ষুরধার লেখনীর প্রাদুর্ভাব আজ বেশ বোঝা যায়।
No comments:
Post a Comment