Thursday, June 22, 2023

নদীর কথা -- এঞ্জ্যেল অঙ্কনা সিংহ

 নদীর কথা
 এঞ্জ্যেল অঙ্কনা সিংহ
 ১৬/০৬/২০২৩
আমি বহমান ক্ষীণস্রোতা,

নিঝুম পাহাড়ী নদী,

অপাংক্তেয় ক্ষুদ্রাতি কায়া,

বর্ষা না হয় যদি।

মৃদু বর্ষণে পাখনা মেলি,

জলতরঙ্গ খেলি,

কত শত প্রাণ বিকশিত হয়,

সাজায়ে নিজের ডালি।

ঘোর ঝঞ্ঝাতে আমি রুদ্রাণী,

ত্রাহি ত্রাহি ওঠে রব,

নব পল্লবী সূচনাতে হয়,

সুললিত বৈভব।

শহর গজায় মোর দুই তীরে,

মাঝিদের আনাগোনা,

জল সম্পদ মৎস ভরা,

ভরে নাও দু'টি ডানা।

নির্মল করি চঞ্চল ভরি,

কুসুমিত সব প্রাণে,

দুখের আবহ ঘুচিয়ে ধরাতে,

খুশি আনি জন মনে।

শিলাই পিয়ালী চূর্ণী ডায়ানা,

তোর্সা কুহকী মালিনী,

যে নামেই মোরে ডাকো না কেন?

আমি ভবে প্রাণদায়িনী।

No comments: