Sunday, June 11, 2023

বাঁচার লড়াই -- শহিদুল ইসলাম আখন

 বাঁচার লড়াই
 শহিদুল ইসলাম আখন
১০/০৬/২৩
ওঠে ঢেউ উত্তাল      বায়ু বহে বেসামাল
       টলোমলো তরণী যে ভাই রে।
মাঝি কষে ধরো হাল    রশি টেনে বাঁধো পাল
         ঐ দেখো কালো মেঘ ঐ রে।।

শন্ শন্ ওঠে ঝড়     মেঘ ডাকে কড় কড়
        কেঁপে ওঠে অন্তর তাই রে।
তরুণেরা ভোল ভয়      বসে থাকা আর নয়
      টানি দাঁড় আয় আয় আয় রে।।

যাত্রীর চেঁচামেচি     সবাইকে নিয়ে বাঁচি
       জাতপাত ভুলে যাই যাই রে।
চোরাস্রোত ঘোলা টানে    তাকাবিনা পিছু পানে
       মানুষের ভালো চাই চাই রে।।

ঐ ডাঙা দেখা যায়    দাঁড়ি মাঝি বসে নয়
          সফলতা আর দেরি নাই রে।
হা-হুতাশ ক্রন্দন     আর নয় জনগণ
       এ লড়াই বাঁচার লড়াই রে।।
       এ লড়াই বাঁচার লড়াই রে ।।

No comments: