Thursday, June 15, 2023

হে বীর সন্ন্যাসী -- গৌতম পাল

 হে বীর সন্ন্যাসী
 গৌতম পাল
 ১২/০৬/২০২৩
হে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ,
সেই ডানপিটে বিলে তুমি,
ভারতকে করেছ জগতে সর্বশ্রেষ্ঠ
তোমার চরণ দু'টি চুমি!

শিশু নরেন হয়ে স্বামী বিবেকানন্দ
বিশ্বে ছড়ালে তোমার যশ,
ধর্ম মহাসম্মেলনে সুমধুর ভাষণে
বিশ্বকে করলে তুমি বশ!

হে দিব্য জ্ঞানের আলোকবর্তিকা
মেটালে জ্ঞানের তেষ্টা,
মনুষ্যত্ব জাগরণে ছিলে নিয়োজিত
ব্যর্থ হয়নি তোমার চেষ্টা।

আজ তোমার বলিষ্ঠ পদক্ষেপেই
বিশ্ব জুড়ে মোদের সুনাম,
তব শিব জ্ঞানে জীব সেবা মন্ত্রেই 
ধন্য হয়েছে ভারত ধাম।

তোমার মন্ত্রে শিহরণ জাগে প্রাণে
তুমি মোদের চেতনার আধার,
তুমি ধ্যান ঋষি দিব্য যোগী সন্ন্যাসী
তুমি করেছ মোদের উদ্ধার।

তুমিই শিখিয়েছ মাথাটা উঁচু করতে
গাইতে মহা মিলনের গান,
তুমি শিখিয়েছ ভালবাসতে মানুষকে
সবার মাঝে আছে ভগবান!

তোমার বাণী বিভেদের মাঝে ঐক্য
ভারতের ঐতিহ্য ও মহত্ম,
মুচি মেথর চন্ডাল সকল ভারতবাসী
মিলেমিশে হয়েছে একাত্ম।

তোমার নির্দেশিত পথ ধরে আমরা
চলেছি যুগ থেকে যুগান্তরে,
তোমার বাণী ভারতের অন্তরাত্মায় 
অম্লান হয়ে আছে চিরতরে!
********************************

No comments: