আক্ষেপ_আঁকে_বারংবার
পরেশ_চন্দ্র_সরকার
১৯_০৫_২০২৩
আপাতত শিলনোড়ায় পেষণ হ'চ্ছে মেরুদণ্ড
প্রকাশ্যে গুরুগম্ভীর আঁকতে ব্যস্ত দণ্ডমুণ্ড,
মুচকি হাসিরও আজ আর দেখা নেই মুখে
পরের জন্যে নয়, নিজেরই ফেঁসে যাওয়া দুখে।
এদের বিশ্বাস ক'রার অর্থ 'মূর্খের স্বর্গে বাস'
কখন যে কেড়ে নেবে এরা মুখের গ্রাস!
বুঝতে দেবে না মুখোশের আড়ালে অভিনয়ে
ক'রেছ কি টুঁ শব্দ! বুঝিয়ে দেবে নয়ছয়ে।
বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ো পেটে গামছা বেঁধে
কি হ'বে অভাবের দু'মুঠো রান্না রেঁধে?
তারচেয়ে বরং পদলেহন ক'রে পেটটি ভরাও
আশায় বেঁচে থাকো, সুরে সুরে সুর চড়াও।
তারপর আর 'পর' আসবে কিনা কে জানে
'বাতাস', অনায়াস খেলবে কিনা খাঁচাপানে!
যদি খেলে হয়তো মেরুদণ্ড খেলবে না আর
'সাধারণ', এভাবেই আক্ষেপ আঁকে বারংবার।
No comments:
Post a Comment