Friday, June 2, 2023

নতুন চারা গাছ -- কাকলী


নতুন চারাগাছ
কাকলী
০২/০৬/২৩
একটা ঝড় উঠবে এক্ষুনি,
তার অপেক্ষায় যে দিন গুনি,
নিস্তব্ধ প্রহর থমকে আছে, পিছনে অতীতের হাতছানি,
লক্ষ্য স্থির রেখে আর তাকাবে না কোনো দিকে,
ঝড়ো হাওয়ার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত যে সে,
থমথমে নিরুত্তর বাতাস, হৃদয়ের শব্দ শোনা যায়,
মুক্তির আবেদন জানিয়েছিল যারা,
আজ তারা নিরুদ্দশের পথে,
যুগ যুগ ধরে ঘাড়ের কাছে কালো দাগ বয়ে বেড়াচ্ছে,
বোঝা বয়ে নিয়ে যাবার চিন্হ, অপদস্ত, পদানত,
আজ তাই তারা প্রত্যুত্তর চায় সমাজের কাছে,
আয়নার প্রতিরূপ ভিন্ন কথা বলে,
নির্লজ্জ সমাজ ভয় পায় নিজের নগ্ন রূপ দেখে, আড়াল করে,
এতো কুৎসিত, মানতে পারে না নিজেকে, রন্ধে রন্ধে যে ঘুন ধরে আছে,
তাই ঝড় উঠুক, ধুয়ে যাক ব্যাভিচার, কদর্য কালিমা,
হাজার বছর ধরে  খাঁজে খাঁজে জমে থাকা যন্ত্রণা,
রাত গভীর হলে যারা জেগে ওঠে নিশাচর পাখির মতো,
জোৎস্নার আলোতে মুখ লুকায় লজ্জাতে,
বঞ্চনার স্বীকার যারা গৃহ হীন তারা,
উচ্চকোটি ঝাড়বাতির আলোর নীচে সোনালী ফোয়ারাতে,
একদিন সমাধি থেকে ঘুম ভেঙে উঠবে জেগে নীল রক্তস্রোত,
ততদিনে মনুষ্যত্ব হয়তো বিক্রি হয়ে যাবে,
তবুও একটা ঝড় উঠবেই , তার অপেক্ষায় সবাই,
মুহুর্তের প্রলয়, অগ্নিবর্ষা ভাসিয়ে দেবে সব অনাচার,
রুষ্ঠ প্রকৃতি থাকবে তার প্রমাণ,
তাই ভালোবাসার থাক হৃদয়ে সঞ্চয়,
প্রলয়ের শেষে নতুন চারাগাছ যে চাই।

No comments: