Thursday, June 15, 2023

আহত কবিতা -- অজয় চক্রবর্তী

 আহত কবিতা
 অজয় চক্রবর্তী
১৩  ০৬  ২০২৩
হায় কবিতা স্মৃতি হয়ে তুমি রইলে খাতার পাতায়,
নাম জানা নেই কোন সে কবি লিখলেন ভালবাসায়।
দুর্ঘটনায় ট্রেনের কামরা ছিটকে বেরিয়ে গেল,
রেলের লাইনে কবিতার খাতা কুড়িয়ে কেউবা পেল।

রয়ে গেল শুধু কবির মনের মাধুরী মেশানো নিয়ে,
স্মৃতিগুলো সবই থাকলো মধুর ভালবাসা টুকু দিয়ে।
কবির কখনো হয় না মৃত্যু প্রমাণ সে দিয়ে গেল,
নাইবা থাকলো দেহে তে কবি তাতেই কি বা হল?

সারি সারি সব মৃতদেহগুলি সাদা কাপড়েতে ঢাকা,
হয়তোবা কবি আছেন ঘুমিয়ে হাতে কলমটা রাখা।
প্রিয়জনরা দিশেহারা হয় আপন জনের খোঁজে,
খাতার পাতা উড়ছে লাইনে, হাওয়ায় ভাঁজে ভাঁজে।

কবি তুমি থাকো চিরনিদ্রায় আমরা থাকবো জেগে,
ভালোবাসার কবিতার খাতা আদরে ও সোহাগে।
করমন্ডল নিল কেরে কবির সাধের জীবনখানি,
সৃষ্টি তোমার অটুট আছে কোথাও সে হারায়নি।

ছিলে যেমন থাকবে তুমি সবার জীবন মাঝে,
তোমার লেখা পড়বে মনে অস্ত রবির সাঁঝে।
হায় গো কবিতা রয়ে গেলে তুমি স্মৃতির মালিকা হয়ে,
হারিয়ে যায় না কখনোই কবি সৃষ্টি রাখে বাঁচিয়ে।

No comments: