Thursday, June 22, 2023

বয়সী বিটপী কলম -- হাসান ফরিদ

বয়সী বিটপী কলম
হাসান ফরিদ
১৯/০৬/২৩
বহতা বেদনার হিমাচল নদী...
হৃদয় সরোদ থেকে লোহিত  সরোবর অবধি...
নীল পদ্ম হয়ে ফোটে অবিরাম রক্তক্ষরণে...
বরণের সপ্তবর্ণ অমৃত গরলে ডুবসাঁতার দেয় জরুল জারনে... 
হেমলক পেয়ালা উলটে থাকে ধূপছায়া আকাশে... 
যোজন দূরত্ব খেয়ে ফেলে কালবেলা টিকটিকি নীলাদ্রি নিমিষে...

ধূসর গল্পরা প্লবগ  লম্ফে ধাবমান মূর্তি...
সুগন্ধি বৃক্ষেরা আত্মহননের ব্যর্থতায় দুর্গন্ধের ক্লিনিকে ভর্তি...
সভ্যতা দাঁড়িয়ে থাকে কাকতাড়ুয়ার আবডালে কাকজ্যোৎস্নায়...
কাব্যগ্রন্থ শব্দের মমিদের মিছিলে বেধড়ক পেটায়...। 

বেআব্রু বাক্যরা রুপান্তরিত লিঙ্গবৈষম্য দোষে দোষীসাবস্ত..
জীবন থেকে চালচিত্র পালায়নরত; উপন্যাস বেঢপ বিকলাঙ্গ সাত আঙুলের হস্ত...
কবিতারা চায় অনির্দিষ্টকালের ছুটি বয়েসী বিটপী কলম স্তব্ধ আজ...
গোধূলির জলরং মোহনা ছাপিয়ে সমুদ্রবিহীন মৈথুনে নিঃশব্দে খুলে কবি খোয়াবনামার ভাঁজ...

No comments: