Friday, June 2, 2023

খবর পাতার হেডিং -- সঞ্জিত কুমার মন্ডল

 খবর পাতার হেডিং 
সঞ্জিত কুমার মন্ডল 
  ০২/০৬/২৩
বনকর্মী নিয়োগ হবে খবর গেল রটে, 
কাজটা যাহোক সবাই বলে "সরকারি তো বটে।"
সাপ ধরা আর ঘাস কাটা হাজার পদে নিয়োগ,
বেকার ছেলে ভাবল এবার "এলো মহা সুযোগ।"
বেকার ছেলে লাফিয়ে পড়ে করল আবেদন, 
এম.এ.,বি.এ. ডিগ্রীওয়ালা ছিল সর্বজন।
অষ্টম পাশ যোগ্যতায় নিয়ম ছিল বাঁধা,
উচ্চমানের যোগ্যতাতেও ছিল নাকো বাধা।
আবেদনের সংখ্যা দেখে বিস্ময়টা জাগে, 
দশ লক্ষা প্রার্থী শুনে ধিক্কারটা লাগে।
"ঘাস কাটাতেও রাজি হয়ে পাবো কি আর কাজ? 
এম.এ.,বি.এ.পাশটা করেও বেহাল দশা আজ।"
বলল কেহ,"চাকরি পেতে ধরতে হবে বাজি, 
প্রথম শ্রেণীর ছাত্র হয়েও সাপ ধরতে রাজি।
বয়স নেইকো আজকে আর চাকরি বাছাবাছি,
নামেই শুধু চাকরি করে যাহোক করে বাঁচি।"
লোক দেখানো নিয়ম শুধু চাকরি পাওয়ার নামে, 
শ্রমিক,চাষীর ভাত জোটে না রক্ত ঝরা ঘামে। 
কোটি কোটির হিসাব শুধু খবর পাতা জুড়ে,
বেকার ছেলের জীবন কাটে ব্যর্থ ঘুরে ঘুরে।
ইতিহাসটা ঝলসে ওঠে সমাজখানার বুকে,
খবর পাতার হেডিং খানা সব মানুষের মুখে।

No comments: