Thursday, May 18, 2023

সংস্কার চাই -- বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য

 সংস্কার চাই
 বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
 ১৬/০৫/২০২৩
প্রবল একটা ঝড় উঠুক,
তছনছ করে দিক চারপাশ ; 
আপন কর্মে লিপ্ত হবে সব ,
রাজনীতির হোক সর্বনাশ।

থামুক মিথ্যা হিংসা ও দ্বেষ ,
দেখা দিক ফের মানবতা;
প্রতিহিংসার জ্বালিয়ে আগুন 
নিত্য ধ্বংস হচ্ছে সভ্যতা।

ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু ,
ভগিনীর লজ্জা হরণ;
নেশার ঘোরে বাদশা সেজে
ঠগ জোচ্চোরে করছে বরণ ।

প্রবল একটা জোয়ার আসুক 
অশান্ত এক প্রবল জোয়ার,
বিধৌত হোক সব কলুষতা,
উগ্র উদ্ধত মাথা নোয়াবার।

জানি, ঝড়ে- জলে- জোয়ারে
অনেকের ক্ষয়ক্ষতি হবে প্রচুর ;
জীর্ণ পুরাতনকে করতে সংস্কার-
গড়তে হলে,- ভাঙতে হবে ভরপুর।

সব শেষে আসুক  শীতল সতেজ 
জীবনদায়ী এক অনাবিল বাতাস;
সমস্ত আঁধার ঘুচে আসুক নতুন প্রভাত
জীবনের আনন্দে খুশি হোক আকাশ।

No comments: