Friday, May 19, 2023

পাস্ট ইস পাস্ট -- হাসান ফরিদ

পাস্ট ইজ পাস্ট
হাসান ফরিদ
১৮/০৫/২৩
এইতো এখানেই সেই স্মৃতিপট।
ঝাঁপি খুললেই জেগে ওঠে মঠ।
এই ঝাউ শাখাতেই--ভুরভুরে গন্ধটা তার চুলের। আর ছন্দটা নূপুরের। 
ঘুলঘুলি জানালায়। অবেলায় জলরং ছড়ায়।
ঝাপসা ভুড়ভুড়ি ভাঙে। যমজ জলজ অঙ্গে।

সেদিনের আটসাট পোশাক ঢিলেঢালা। দৃষ্টি আকাশের জানালা গালা।
প্রতীক্ষিত লাঞ্চের পরের কথাবার্তা বেশ ছোটখাটো। কৃত্রিম  আড়ষ্ট ঠোঁট বেশ সংযত।
বেশ ফিটফাট। রোবটিক্স শর্টকাট। পেশাধারী মনোভাব ততটা। সিগারেট ছাই আর এসট্রে নিকটে যতটা।

জীবনের মানেটা। মনের রংটা। পাংশুটে আজ। সম্পকে'র সুতি কাপড়ে পড়ে গেছে টানাপড়েন ভাঁজ। 

টুংটাং চিয়ার্স। লাল নীল কালারফুল গ্লাস।
নাউ এন্ড জাস্ট। পাস্ট ইজ পাস্ট।

No comments: