সাম্যের কবি
আফরোজা জেসমিন
২২-০৫-২০২৩ ইং ।
দুঃখ তোমার গিটে গিটে ছিল বাঁধা।
দুঃখকে জয় করতে তোমার কতো না সাধন সাধা।
যে চাষির ক্ষেতে সোনার ফসল ছবির মতো লাগে ;
আজো চাষি জীবন কাটায় নুন লংকা মেগে।
আজো নারীরা কাটায়রে দিন অবহেলা অনাদরে,
সাম্যের গান গেয়ে ছিলে যে পুরুষ-নারীর তরে।
যে শিকল পড়ে করেছিলে ছল ইংরেজ কারাগারে,
আজো সে শিকল বাঁধা অবস্থায় কতো জাতি কেঁদে মরে।
হিন্দু মুসলিম তখনো ছিলো ভাই ভাই ;
এখনো সে শ্লোগান চলে ,
কতটুকু ভালোবাসা কতটুকু ঘৃণা ;
বুঝা যায় তলে তলে ।
কবর ফুঁড়ে বেরিয়ে দেখ সে যুগ এখনোতো হয়নি বাসি ;
অবহেলা অপমানে নারী দাসীরা এখনো নিচ্ছে ফাঁসি ।
তোমার সাম্যের পথ ধরে আজো কবিরা গেয়ে যায় গান ;
কোন এক যুগে নিশ্চয়ই হবে সমস্যার সমাধান ।
আজো রয়েছ সাম্যের কবি বিশ্বের অন্তরে ,
হৃদয়ের নোবেল তোমারেই জানাই ;
লহ সাম্যের কবি ; লও দু'টি হাত ভরে ।
No comments:
Post a Comment