Friday, June 2, 2023

প্রকৃতি ও তুমি -- দিলীপ ঘোষ

প্রকৃতি ও তুমি
দিলীপ ঘোষ
০১/০৬/২৩
কত গান কত কবিতা
তোমার দেহ জুড়ে
অধরা অজানা শিল্প সাহিত্য
অঙ্গের স্তরে স্তরে
বিন্দু বিসর্গ জানা হলো না
এসেও জীবনের পশ্চিমে
দূর হতে দেখি তোমার মাধুরী
উপভোগ করি অন্তরে।

সীমার মাঝেও অসীম তুমি
সাধারণ রূপে অপরূপ থাকে লুকিয়ে
তোমার রূপ ও গুনের স্পর্শ মেলে
যখন আসো ওড়না উড়িয়ে,
ধরা পড়ে তার কিছুটা
জীবনানন্দের দৃষ্টি পেলে।

তোমার রূপ ও গুনের ব্যাপ্তি
ঘোমটা খোলে শিল্পে, সাহিত্যে
প্রতি মূহুর্তে নব নব রূপে রসে তুমি
সা রে গা মা বাজাও জীবনে।

No comments: