বৃষ্টি ভেজা চাপে
মোঃ নূরুল ইসলাম রাকিব
০৩/০৬/২০২৩
আকাশ নীলে মেঘের মিলে
শান্তি খুঁজি বাতাস দিলে
সূর্য ক্ষ্যাপা তাপে,
ক্লান্তি লাগে আরাম ভাগে
বাড়তি আশে হৃদয় জাগে
বৃষ্টি ভেজা চাপে!
বুকটা চিঁড়ে মেঘের ভীড়ে
বাবই পাখি আপন নীড়ে
দোলে বাতাস পেয়ে,
হঠাৎ করে দমকা ধরে
বাতাস নাচে মনের ঘরে
ঝড় যে আসে ধেয়ে!
মেঘের মেলা করছে খেলা
বজ্র সেনা আলোর ভেলা
ধমক মেরে জ্বলে,
শান্ত মনে মানুষ জনে
পাখপাখালি গভীর বনে
সব চেঁচিয়ে বলে!
বৃষ্টি আসে ভুবন হাসে
সব'চে খুশি সবুজ ঘাসে
রোদে চমক মারে,
গরম তবে নরম হবে
বৃষ্টি ভেজা শীতল হবে
গরম যেনো হারে!
No comments:
Post a Comment