Friday, June 2, 2023

ফলাহারের মহোৎসব -- গৌতম তরফদার

ফলাহারের মহোৎসব
গৌতম তরফদার
৩০/০৫/২০২৩
গরমে হাঁসফাঁস               কাদায় পাতিহাঁস 
             নদীনালা শুকিয়ে কাঠ।
আমের আস্ফালন        ঝড়ঝাপটার দলন
         জমজমাট পাকাফলের হাট।

কালবৈশাখীর উঁকি              জ্যৈষ্ঠের ঝুঁকি
              বাঁচার লড়াই জারি।
জীবনধারণের লড়াই          গরীবের বড়াই
            সৌভাগ্যের সাথে আড়ি।

জামাইয়ের আগমন    দ্বিধাদ্বন্দ্বের  নির্গমন 
         ষষ্ঠীপূজা আনন্দোৎসবে ভরা।
ভুঁড়িভোজের আয়োজন    মনের প্রয়োজন 
          আনন্দফূর্তিতে ঠাসা ঘরা।

জ্যৈষ্ঠমাসের শেষ       বর্ষামুখরে একশেষ 
          ঝড়বৃষ্টির দাদাগিরি শুরু।
গরমাগরম হাওয়া      পান্তাবাতাস খাওয়া 
          গলদঘর্মে কোঁচকানো ভুরু। 

লিচুর লুকোচুরি           কাঁঠালের বাহাদুরি 
          অল্পদিনের জারিজুরি বেশ।
বর্ষাবাদলের দেশ        কয়েকমাসের রেশ
          ফলাহারের মহোৎসব শেষ।


No comments: