Friday, June 2, 2023

সময়ের ছায়া -- প্রহ্লাদ ভৌমিক

 সময়ের ছায়া
 প্রহ্লাদ ভৌমিক 
 ২৯-০৫-২০২৩
পুরনো অ্যালবাম থেকে স্মৃতিকথা ওঠে এলে
মুখোমুখি ভেসে ওঠে প্রিয় চোখ ও মুখ,
ছড়িয়ে পড়ে চারপাশে চাপা নিঃশ্বাস
আর অন্তরঙ্গ কথকতা 
ও যাপনের নিহিত শব্দ-কোলাজ।

এভাবেই আমাদের ক্রমশ ফিরে আসতে হয়
আমাদের পুরনো ও মজে যাওয়া গল্পের ভিতর ।
আসলে হারিয়ে যায় না কোনও কিছুই,
নির্বিবাদী ধরণ ও ধারণার বদল হতে হতে
অবশেষে জেগে ওঠে শুধুই শূন্যতা ।

অথচ আমাদের চারপাশের অদৃশ্য দেয়ালে
আমরা আড়ি পেতে থাকি ক্রমাগত
আর তীব্র সন্দেহ বাতিক হয়ে উঠি ।

তবুও কেউ আয়নার সামনে দাঁড়াইনা কখনও ।

মুখর মৌনতা ঘিরে ভারী হয়ে ওঠে
আমাদের নিবিড় কৌতুহল-মুহূর্ত,
ভারী হয়ে ওঠে উদাস জুড়ে অনন্ত ঝাউ মর্মর
আর প্লাবিত সময়ের দীর্ঘ ছায়া ।

No comments: