Monday, May 22, 2023

মনচোরা -- মেঘ

মনচোরা
মেঘ
২১/০৫/২০২৩
বেহুলার ত্রিবেণী ঘাটে এখনো দুলছে পারাপারের তরী --
দক্ষিণা বাতাস কচি নিমপাতাদের শরীর ছুঁয়ে গা দুলিয়ে চলে যাচ্ছে বারোয়ারি পথে নাম না-জানা ঠিকানায় --
তোমার অপেক্ষায় থাকতে থাকতে উষর বালির উষ্ণতা বাড়ছে আনমনে --
পরিযায়ী দিনমজুরের মতো দিনের হিসাব চুকিয়ে সাঁঝের আলো মেখে ফিরে যাচ্ছে একদল বুনোহাঁস ।।

দুই পাড়ের আজানের সুর আর সন্ধ্যারতির শঙ্খধ্বনি মাখামাখি করছে মাঝনদীর চরাচরে --
মেঘেদের বাম গাল চুম্বন করে উঁকি মারছে বৈশাখী চাঁদের নয়নাভিরাম আলোলিকা --
খেয়াপারের শেষ নৌকাটাও যাত্রীদের সাথে খেয়াঘাটে ছেড়ে দিচ্ছে অন্তিম দীর্ঘশ্বাস --
তোমার ফিরে আসার আশায় কাকতাড়ুয়ার সাথে সারারাত নিদ্রাহীন চোখে বৃন্দাবনী অপেক্ষায় বসে থাকলাম নদীর বারান্দায়।।

ঘুমহীন নিশীথের শিশিরের নীরব পতনে মঞ্জুঘাসের ডগায় বসেছে হীরকের শুভ্র মজলিশ --
খেয়াপারের মাঝি ঘুম ঘুম চোখে যাত্রীদের সাথে নতুন প্রভাতে পাড়ি দেয় দূরের নতুনহাট --
একটি দাঁড়কাক কাকতাড়ুয়ার কালো মাথাতে শক্ত ঠোঁট ঠুকে ঠুকে বলে গেলো অব্যক্ত ব্যথা --
আরো একটা অপেক্ষার বিবর অপেক্ষা --
আরো একটা বিবর্ণ জীবনের গোপন দীক্ষা --
যদি ফিরে এসো --
তাহলে কাকতাড়ুয়ার কাছে জমা রেখে যেও তোমার নতুন ঠিকানা ।।

No comments: