Thursday, June 1, 2023

দাগ -- দেলোয়ার হোসেন বাবন

 দাগ
 দেলোয়ার হোসেন বাবন 
২৯-০৫-২০২৩ ইং
চর্যাপদের রক্তাক্ত পদচ্ছাপে পা রেখে 
এঁকে যাওয়া রক্তবীজ পোঁতা জমিনের
বিভীষিকাময় মরিচীকায় হেঁটে-হেঁটে দেখেছি 
বিকটতার বিষাদী ক্রন্দনের আর্তনাদ
ছাপচিত্রে আঁকা অসমাপ্ত কবিতার কাব্যনামায়। 

সামন্তিক জমিদার শাসকেরা করেছে শাসন 
অত্যাচারের পেষণে চালিয়েছে শোষণ  
পাঁজর ভাঙা শোষিত মানুষের উপর 
মজদুর, কৃষক,অনাহারীদের অধিকার 
কেড়ে নিয়েছে বৈষম্যবাদী শাসকেরা। 

তীর ধনুক শাণিত বর্শার ডগায় 
ধারালো ফলকের চোখানো মাথায় 
গেঁথেছে প্রতিবাদী সংগ্রামী মানুষের শরীর।
শরীরের হাড় করোটিতে লেপ্টে থাকা 
তৈলাক্ত চামড়ায় চালিয়েছে নির্যাতনের চাবুক। 

চাবুকের আঘাতে কশাঘাতে পিষে-পিষে
বের করেছে দ্রোহের বিপ্লবী রক্ত। 
জুলুমের শিকারে শোষিত মানুষেরা 
কারারুদ্ধ অন্ধকারে গুমরে কেঁদে-কেঁদে 
অকাতরে জীবন দিয়েছে বিসর্জন। 

বুকের পাঁজর ছিড়ে ফেড়ে 
রক্তের টগবগানো কলিজায় দিয়েছে আঁচড় 
জঠর যন্ত্রণায় কাতর হয়েছে মানুষ
ক্ষুধার তাড়নায় মরেছে অনাহারী।

মজলুম শোষিতেরা চিরদিন শোষিত হতে হতে
কষ্টের ঘানি টানতে-টানতে 
পার করেছে জীবনের দাগ পরা অনুবাদী অধ্যায়।

No comments: