Thursday, May 18, 2023

ক্ষতস্থানে প্রলেপ --দিলীপ ঘোষ

ক্ষতস্থানে প্রলেপ
দিলীপ ঘোষ
১৭/০৫/২৩
ক্যানভাসে আঁকা পুরানো ছুরির ধারে
খুন হয় সব আকর্ষণ।
জিজ্ঞাসার সুতীক্ষ্ণ বর্শাফলফ
চোখের সামনে শিরদাঁড়া সোজা করে
দাঁড়ায় তখন,
ভবঘুরে আশ্রমের দরজা ঠেলে বার্ধক্যের হাহাকার
হয়ে ওঠে মহাজন।
নিঃশ্বাস প্রশ্বাসের ফুটো থালা হাতে
ফুটপাতে, শ্রবণে ভাসে মন।

ক্ষত থেকে রক্ত ঝরে সময়ের নদীতে
জীবন জড়িয়ে ধরে সদ্য ভূমিষ্ঠ সন্তান
ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে
ফিরে পেতে চায় নিজের স্থান।

এলোমেলো কালবৈশাখী ঝড়ের মধ্যেও
বৃষ্টির আদুরে জল লাগায় চোখে মুখে
ঠিক করে নেয় আশ্রয়, অবস্থান
জীবন ফিরে পেতে চায় জীবন।

ক্ষতস্থানে যে দেয় প্রশয়ী প্রলেপ
সেই তো আপনজন
স্বাভাবিক সম্পর্কের বাইরে
অলিখিত আদুরে সম্পর্ক গড়ে ওঠে তখন।

No comments: