বর্ষাকালের সংজ্ঞা
মোঃ নূরুল আলম
১৮/০৬/২০২৩
গুমোট আবহাওয়া --
অসীম শূন্যতায় জটাধারী মেঘের সন্তরণ
অশুভ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত !
হালকা কর্পুর শীতল হাওয়ার আলিঙ্গন,
পাস্তরিত মেঘের ঘোমটা খুলে সহসা
খেমটা নাচের অশালীন কোরিওগ্রাফী,
অতঃপর জল স্থলে বৃষ্টি সুঁইয়ের নকশী আঁকা
ক্রমাগত প্রকৃতির কাঁথায় ডুব সাঁতার ।
টিনের চালায় ঝমঝম অশ্রু বর্ষণ,
সুনসান জনপথ, ভিজছে তপোবন,
ছাদে, মাঠে, ঘাটে কুকুর বেড়ালের জঙ্গ
পরক্ষণেই সব নিরব ক্ষনে ক্ষনে মেঘ গর্জন,
পর্দার অন্তরালে ভাণু বাবুর আসন গ্রহণ ;
দমবন্ধ ভ্যাপসা গরমে মানুষ নাকাল
একেই বলে বুঝি বর্ষাকাল!
No comments:
Post a Comment