Friday, April 23, 2021

এসো হে বৈশাখ

এসো হে বৈশাখ





----------------------
পহেলা বৈশাখ। 
ধীরেন গোস্বামী।
-------------------------------



পুরনো যা পুরনো সে,
ইতিহাসের পাতায় থাক,
আজ বাঙলার নতুন বছর,
শুভ দিন পহেলা বৈশাখ।

আজ আমাদের নতুন বছর,
শুভ দিন পহেলা বৈশাখ।
পুরানো কে বিদায় করে,
নতুন বছর এলো ঘরে,
নতুন খাতা নতুন পাতা,
নতুন দিনের দিলো ডাক।
আজ বাঙলার নতুন বছর, 
শুভ দিন পহেলা বৈশাখ।

নতুন দিনের এই প্রভাতে,
সবারে করি গো আহ্বান,
পুরানোদের কন্ঠে বেজে উঠুক,
শুভ নব বর্ষ বরণ গান।

পুরনোরাই সাজবো নতুন,
পোরবো নতুন সাজ পোশাক।
আজ বাঙালির নতুন বছর,
শুভ দিন পহেলা বৈশাখ।

আমরা যে সব এগিয়ে চলি,
গতিময় চলারই ছন্দে,
পুরানো কে যাই ভুলে যাই,
নতুন কিছু পাওয়ার আনন্দে ।

নববর্ষে সবার এইটুকু প্রার্থনা 
দুর হটে যাক--
-- সবার মনের জ্বালা যন্ত্রণা, 
এই আনন্দ সারা বছর
সবার ঘরে থাক,
এসো এসো নতুন বছর--
-- পহেলা বৈশাখ।
আজ বাঙালির নতুন বছর, 
শুভ দিন পহেলা বৈশাখ।


---------------
নববর্ষ 
 তন্ময় আঢ্য 
----------------------------------------



একটা নতুন অধ্যায়ের সূচনা হয় নববর্ষের মধ্যে দিয়ে, 
বিগত বছরের সুখ দুঃখ, আনন্দ বেদনা সব ভুলে গিয়ে ।

নতুন কে আমরা বরণ করি নানা মুহূর্ত কে সামনে রেখে, 
নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি  নববর্ষ কে দেখে ।

আমরা বাঙালিরা মনে করি নববর্ষ উদযাপন একটা উৎসব, 
প্রতিটি ঘরেই ধর্ম বর্ণ নির্বিশেষে নববর্ষের আনন্দে মাতে সব।

বাংলা নববর্ষের সূচনা হয় পহেলা বৈশাখ দিয়ে, 
আনন্দ করি নতুন বছরে নানা নতুন স্বপ্ন নিয়ে ।

বাংলা ক্যালেন্ডারে মাস বৈশাখ দিয়ে যায় চেনা, 
বাঙালির দৈনন্দিন জীবনের শুভ মুহূর্তের সূচনা।

প্রথম দিন পহেলা বৈশাখ শুভ বলে আমরা জানি,
যত শুভ কাজ ঐ দিনের জন্য ভালো বলেই মানি।

বাঙালি মানেই পয়লা বৈশাখে উৎসবে মজে থাকা, 
নতুন পোশাকে ধুতি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা ধরে রাখা।

পহেলা বৈশাখে ছোটরা আনন্দ করে সারাদিন, 
নানান ধরনের খাবার আয়োজন হয় যে সেদিন।

দোকানিরা ব্যস্ত থাকে প্রতিষ্ঠানে পূজা অর্চনাতে, 
ক্রেতাদের আমন্ত্রণে বকেয়া ওঠে সাহিত নামেতে।


-------------
নববর্ষ
 স্বপন গায়েন 
---------------------------



বিদায়ের ক্ষণে গুনছে প্রহর
বছর হবে শেষ 
সুখ দুঃখের স্মৃতিতে ভরা
রইবে তারই রেশ।


সুখের ঘরে কান্না এসেছে
দুঃখ করেছি জয়
নতুন বছর খুশিতে ভরা
দুঃখ কান্না নয়।


তীব্র দহন হয়নি শুরু
তবুও বোশেখী ঝড়
ঘর ভেঙেছে কান্না কেড়েছে
উড়িয়ে চালের খড়।


তবুও বাঁচে আশায় মানুষ
আগামী স্বপ্ন নিয়ে
মরা নদীতে আসছে জোয়ার
বুঝেছি হৃদয় দিয়ে।


নতুন প্রভাত সোনালী স্বপ্ন
শুরু হোক নববর্ষ
বঞ্চনা নয় অভিযোগ নয়
আমরা করবো হর্ষ।


ধনী গরীব একসাথে বসে
খাবে কখন অন্ন
এমন শপথ করবো সবাই
এতেই জীবন ধন্য।
-------------



-----------------------
    এসো হে বৈশাখ'

           হিরণ্ময় দত্ত
----------------------------------



বসন্তে দখিনা হাওয়ার দোলায়
প্রাণ জুড়ায় ফাগুন।
পলাশ শিমুলের রঙের খেলায়
মনে প্রেমের আগুন।
বসন্তের বিদায়ে মানুষ অতিষ্ঠ
গ্রীষ্মের খরতাপ প্রবল।
গাছগাছালি রোদে যায় ঝলসে 
জল তেষ্টা পায় কেবল।
বসন্তের বিদায়ে বাংলা নববর্ষের
হয় শুভ পদার্পণ।
'এসো হে বৈশাখ'- বলে সকলে
করি মোরা বরণ।
নববর্ষে বণিকেরা নতুন খাতার
করেন উদ্বোধন।
পয়লা বৈশাখ 'হালখাতা' নামে 
বাংলায় প্রচলন।
বৈশাখে মাঠঘাট সব জলবিহীন
ফুটিফাটা চৌচির।
একফোঁটা বরিষণের লাগি মানুষ 
চাতকের মতো অধীর।
বজ্রনিনাদ সহ রুদ্র রূপে আসে 
প্রবল কালবৈশাখী ঝড়।
চারিদিক ধূলিধূসর লন্ডভন্ড করে
ওড়ায় মানুষের ঘর।
টেলিফোন, বিদ্যুতের খুঁটি উপড়ে
তার যায় ছিঁড়ে।
কত মানুষ গৃহহীন, নিরাশ্রয় হয়
গাছপালা ভেঙে পড়ে।
আম,জাম, কাঁঠাল,তরমুজ, ফুটি
রসালো ফলের সমাহার।
জবা, বেলী, জুঁই, চামেলি,গন্ধরাজ
নানান ফুলের বাহার।
পুকুর,নদী,খাল, বিল সবেতেই
জল শুকায়ে যায়।
ঘর্মাক্ত কলেবর শীতল হাওয়ায়
একটু জুড়াতে চায়।
          ******


-------------------------
বৈশাখী অবগাহন
সুতপা ব‍্যানার্জী(রায়)
---------------------------------



শীতের জার লাগা সন্ধ‍্যায় ঝরা পাতা বলেছিল,
আসছে বসন্ত..সাজো নতুন করে,
অবিশ্বাসী মন নিয়ে বিবর্ণ কাঁকন সাজালাম,
ফুলের সাজই হল গ্রীবার কথামালা,
নব বাসন্তিকা ঢেলে দিল বাসন্তী রঙ,
আচ্ছন্ন বসন্তকেও ক্রমে বিদায় জানালাম,
সবাই বলল-"সৃষ্টিছাড়া, ছন্নছাড়া, বিদ্ঘুটে,"
তারুণ‍্য ছেড়ে চিরযোগিনীর বেশ,
"গাছ বাঁচাও, পলাশ বাঁচাও"- স্লোগানে আত্মস্থ,
কে যেন বলল- এ নিজেকে ঠকানো,
নিজের থেকে নিজের পালিয়ে বেড়ানো,
অন্তর্লোক তো যুক্তির জালে বন্দী,
যুক্তি সেখানে খেয়ালী আবেগের পাহারাদার,
হঠাৎ কার বুক পকেট থেকে এল একটা উড়োচিঠি,
সাদা কাগজে আতরের গন্ধ, হার না মানা ভাব,
চিঠিটা যতবারই ফেলে দিই, উড়ে আসে,
কখনও মঁহুয়ায় বিভোল, বা রক্তগোলাপ সাঁটা,
আপত্তিকর রকমের গায়ে পড়া কিন্তু অবশ‍্যম্ভাবী,
চিঠির মালিকের সালিশি করার লোকের অভাব নেই,
আমার প্রিয় মানুষেরাই দল বদলের সারিতে,
আপাত ষড়যন্ত্রটা হঠাৎ কেমন প্রিয় হয়ে উঠছে,
বৈশাখী পূর্ণিমায় গানে গানে হারালাম,
তপ্ত দিনেও বইল সুরেলা বায়ুপ্রবাহ,
কাব‍্যমাস দেখি বড় সর্বনেশে গ্রাস করছে সবকিছু,
মনের এই বিচিত্র ধ্বনি,অনাস্বাদিত আনন্দই কী প্রেম,
প্রশ্নটা অনুচ্চে হলেও উত্তরটা হাতে রেখে গেল,
চিরসখা হয়ে বৈশাখী অবগাহনে, শীতল স্নানে।

Friday, April 16, 2021

রাত জাগা তারা

রাত জাগা তারা 




চোখের সামনে ঘুমিয়ে আছে রাতের শহর 
আলোয়  সজ্জিত এ শহর বড় মায়াময় 
সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ছে রূপালী আলোর বন্যা 
সেই আলোয় সাঁতার কেটে মাঝে মাঝে এগিয়ে আসছে 
একটা দুটো গাড়ি,  নিঃশব্দে ---
এই রূপের কাছে শব্দরাও হার মানে  ,
চোখ মেলে দেখে ---
বোকা বোকা ল্যাম্পপোষ্টগুলোর একঘেয়েমি দাঁড়িয়ে থাকা  ,
কালো পিচঢালা রাস্তাটার নিঃসঙ্গ বিশ্রাম  ,
বড় বেশি বেমানান লাগে আজ 
চোখ ধাঁধানো নিয়নের আলোও ম্রিয়মান মনে হয়
বিজ্ঞাপনের উঁচু উঁচু হোর্ডিংগুলোর ক্লান্ত অবস্থান 
কোথাও কোনো প্রাণ নেই  , নেই চপলতা 
শান্ত শহর ঘুমায় শুধু দিনের প্রতীক্ষায় 

ব্রিজের নিচে আস্তানা বাঁধা পাগলীটা ঘুমাতে পারেনা 
আর জেগে থাকে রাতের ধূসর তারা ---
তার ঘুম কেড়ে নেয় অজানা ভয়  ,
বুকের মধ্যে জাপটে ধরে পুঁটলিটা
আর ঘন ঘন মাথা চুলকায় ,
বড় বড় নখে উঠে আসে থিকথিকে উকুন
একহাতে মারা যায় না  , তাই দূরে ছুড়ে ফেলে  ,
গালাগালি দেয়,  আরেকহাতে জড়িয়ে থাকে পুঁটলিটা 
মাঝে মাঝে নড়ে ওঠে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় ,
রাতের নিঃস্তব্ধতা ভেঙে দেয় অনাহূত চীৎকার 
পাগলী সামলাতে থাকে পরম মমতায় 

মাত্র ক'দিন আগে রক্তমাখা পিচ্ছিল পথে
এসেছে মানবশিশু এক ---
দশমাস গর্ভযন্ত্রণা  সয়ে পাগলী মা হয়েছে ।
পাগলীদের বাচ্চার বাবা থাকে না --- শুধু মা
আর সুরক্ষার গন্ডীতে ঘিরে রাখে রাস্তার কুকুর। 
তারাও বোঝে মা হওয়ার যন্ত্রণা 
নিষ্পলক তাকিয়ে থাকে রাত জাগা তারা 

দিনের সূর্য হোক বা রাতের শহর
পাগলীর বাচ্চার খবর কেউ নেয় না 
বোকা ল্যাম্পপোষ্টগুলো দাঁড়িয়ে থাকে ব্যঙ্গচিত্রের মতন
শহর এগিয়ে চলে উন্নয়নের সোপানে চড়ে। 

Saturday, April 10, 2021

আজি বসন্তে

 আজি বসন্তে 



















বসন্ত আসন্ন 
লক্ষ্মী কান্ত দাস
-------------------------



মুকুলে আকুল আগত বসন্ত 
শিশির স্নানের শেষে ,
পলাশের চোখে চোখ রেখে বলে
 ফাগুন গেছে এসে ।
মাতাল সমীর ব্যাকুল কবির 
দোলা দিয়ে যায় মনে , 
রঙের বাগানে ফুলের আগুন
ডাক দিয়ে যায় প্রাণে ।
আহা মরি মরি আকুলি বিকুলি 
চকোর চকোরী করে গলাগলি
আবির গুলালে মাতোয়ারা প্রাণ 
পুলকিত মদন বানে ।
সখী যতসব করে কলরব 
সখারে দিতেছে ডাক 
মলয় সমীরে গা শিরশিরে 
প্রেমেরই চক্রবাক । 
কুহু কুজনে আজ কৃষ্ণচূড়া মাতে 
চকোর চকোরী মাতে জ্যোৎস্নাতে 
সময় যে মাতে নিজেকে হারাতে 
আম্রমুকুল সুগন্ধ মাখা রাতে ।


-----------------------
 সবুজ শোভা
অশোক কুমার পাইক
--------------------------------



ফাগুন বনেতে সবুজ শোভায়
যায় যে সদাই হেসে,
আকাশে বাতাসে বহিছে মাতন
রূপেরই ভালোবেসে l

হৃদয় দুলিয়া উঠিছে বধূ'রে 
সবুজ পরশে প্রাণে,
ফুলেল হাসিতে দুলিছে সদাই
সুমধুর যত গানে l

গাছের শাখায় পাখিরা গাহিছে
নাচিছে সুরের তালে,
ফুলের কাননে সুবাস ছুটিছে
অলিদের মধু গালে l

সবুজ শোভায় পরাণ জুড়িয়া
যায় গো সবার মনে,
নতুন পাতায় সবুজে মাতিয়া
ভরায় আঁখিতে ক্ষণে l

রঙিন রঙের ফাগুন বনেতে
বধূর স্বপন জাগে,
মনের খুশিতে হৃদয়ে ভরায়
প্রেমের স্মৃতি টা আগে l


---------------
বসন্ত 
সৌমিত্র আচার্য 
--------------------------




বসন্ত 
ছুটি ছুটি আকাশে
কালো মেঘ খেলা করে,
বসন্ত ভেসে গেছে পাখিদের ডানাতে, 
তোর কথা ভাবলেই সন্ধ্যা  কি সকালে 
মাঝরাতে হেসে যায় দূরের ওই তারা গুলো, 
মেখে নিয়ে রোদ্দুর নীল নদী বয়ে যায় 
তোর সুর বুকে বাজে নদীর ওই মোহনায়।
ভালোবেসে মধু খায় মৌমাছি গোলাপে, 
ছোট শিশু পুকরে ঢেউ তোলে দুপুরে, 
কানামাছি খেলা চলে বাবুদের বাগানে।
খিলখিল হাসি দেখে পুঁটি আর কাতলায়, 
রামদেব বসে বসে আরোগ্য বাতলায়।
তুই ময় পৃথিবীর একটাই ভ্যাকসিন, 
মোবাইলে রিং বাজে তোর নাম হলো সিন।
হাসিমুখে ব্যথা গুলো যন্ত্রণা নিরাময়, 
এইটুকু হৃদয়টা কেদারায় শুতে চায় ।
দুই চোখে স্বপ্ন হাজারটা ছবি আসে 
তোর চোখ তোর হাসি স্বপ্নকে নেয় পাশে, 
মন তাই অজান্তে চিৎকারে বলে যায়,  
এ ছেলেটা সব ভুলে তোকে শুধু ভালোবাসে....
কানে কানে বলে যায়  হৃদয়ের টুকরো, 
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে...



------------------------
 ফাগুন এসেছে 
শংকরী সাহা
----------------------------



চারিদিকে আজ ফাগুনের সাজ
রাঙা রাঙা ফুল ডালে,
বাগানের ফুলে প্রজাপতি দোলে
অলিরা নাচছে তালে।

ফাগুন এসেছে আগুন লেগেছে 
শিমুল পলাশ বনে,
আবির ঢেলেছে ভোরের আকাশে
বিধাতা আপন মনে।

বনবীথি সাজে নব পল্লবে
ভ্রমর করছে খেলা,
প্রেমের রঙেতে রাঙিয়েছে মন
এসেছে ফাগুন বেলা।

বসন্ত কালে কোকিলের গানে
মনেতে যে রঙ লাগে,
মৌমাছিরা  গুঞ্জরিয়া যায়
ওই কুসুমের বাগে।

রঙের খেলায় মাতবে সবাই
সকল বিভেদ ভুলে,
আবির রঙের রঙিন দোলায়
দোলবে মানব কুলে।


কেন অমিত হলে?
----------------------------

বীরেন  আচার্য্য 
---------------------



আমার সেই প্রথম বসন্ত 
খুঁজেছিল কি কৃষ্ণচূড়া ? 
তবে লালমাটির সোহাগ ছুঁয়ে বেজেছিল 
নুপুরের রুনু ঝুনু স্বপ্নডাঙার বাসস্টপে ;
লাজুক হাসির অন্তরালে ছিল অনেক না বলা কথা - 
খোঁপার সেই রক্তকরবী দুলিয়ে কয়েকটা শব্দ-
কাল ঠিক এই সময় এই স্বপ্নডাঙার বাসস্টপে । 
যৌবন হতে বসন্ত হারায় ; 
হতাশায় নুব্জ যৌবনে পলাশ ধরায় না নেশা ; 
জীবনের প্রথম বসন্তের রক্তিম ভাবনা 
জীবনযুদ্ধে ক্লান্ত সৈনিকের কাছে
অতীতের কোন এক দুঃস্বপ্ন ।
কালের নিয়মে পলাশ ফোটে , 
কৃষ্ণচূড়ায় সব প্রেম যেন আকাশ রাঙায় - 
শুধু স্বপ্নডাঙার বাসস্টপে ফেলে আসা বসন্তটা 
স্মৃতিটাকে তোলপাড় করে বলে - 
"শেষের কবিতা " হাতে কেন  ' অমিত ' হ'লে?
 
          -----------------×--------------

Saturday, March 27, 2021

সে কি কেবলই যাতনাময়

সে কি কেবলই যাতনাময় 





















মনের মধ্যে তখন আমার পড়ন্ত বিকেল
পোড় খাওয়া দিনগুলির তামাটে রঙ 
গায়ে মেখে
আমি ঘরপোড়া মানুষ এক 


অনেকেই ভালোবেসেছিল 
কাউকে তো ভালোবেসেও ছিলাম
তাদের ভালো- লাগা ভালো-বাসা সফল-ব্যর্থতার 
টুকরো টুকরো কাহিনী আজ 
কোলাজে বন্দী  হয়ে আছে 

কত ফাল্গুন গেছে সঙ্গে নিয়ে রঙের ডালি 
আষাঢ় শ্রাবণ ধারায় ভিজেছে চোখের কোন 
আমার অমানিশা দীর্ঘস্থায়ী হয়েছে
হারিয়ে গেছে পূর্ণিমার  আকাশ
রোদভেজা পাখির ডানায় শুধুই দীর্ঘশ্বাস 

জলভরা কালো মেঘ ভার বয় শুধু 
বর্ষে না প্রাণ খুলে আর, 
মাঝে মাঝে গুমরে ওঠা আষাঢ় -সময়
করুণ মেঘমল্লার গায় 
আমার শ্রান্তমন বিশ্রাম খুঁজে ফেরে 
মনের ক্লান্তি কুয়াশা হয়ে ঝরে
আজন্ম আসঙ্গলিপ্সা ডুকরে ডুকরে কাঁদে 
এক আকাশ কান্না নিয়ে দাঁড়িয়ে থাকে 
বন্ধুর আশায়। 



Monday, March 22, 2021

অমর একুশে

অমর একুশে 





~~~~~~~
রক্তের দাগ
~~~~~~~~~
শ্যামল কুমার মিশ্র
~~~~~~~~~~~~

রোজ রাতে স্বপ্ন দেখে খোকন। খোকনের স্বপ্নে ফিরে ফিরে আসে এক মা। শতচ্ছিন্ন বেশবাস। আলুলায়িত কেশে স্খলিত পদে হেঁটে চলেছে ঢাকার রাজপথে। কোন দিকে দৃষ্টি নেই। শান্ত স্নিগ্ধ চোখ দুটোতে শীতল বহ্নি প্রজ্জ্বলিত। ধীরে ধীরে এগিয়ে চলেছে ভাষা শহীদ মিনারের দিকে। অচঞ্চল দৃঢ় প্রত্যয়ী সে চলা। মিনারের দ্বার প্রান্তে পৌঁছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধীরে ধীরে হাতে ধরা পুঁটলি থেকে বের করে কয়েকটি ফুল। ছড়িয়ে দেয় মিনারের পাদদেশে। তারপর আস্তে আস্তে মিনারের গায়ে হাত বুলাতে বুলাতে বলে ওঠে---ঘুমো রফিক....ঘুমো... আমি তো আছি খোকা....। তারপর কেমন যেন আনমনা হয়ে যায়। উদভ্রান্তের মতো পরনের  ছেঁড়া টেনা দিয়ে দেওয়ালের গায়ে ঘষতে থাকে যেন কিছু মোছার এক দুর্মর চেষ্টা। হাতের আঙ্গুল বেয়ে টপটপ রক্ত ঝরে পড়ে।খোকন চিৎকার করে ওঠে---এ তুমি কি করছ মা? উত্তর নেই। খোকন আবার ও প্রশ্ন করে। ধীরে ধীরে মাথা তোলে মা। বলে ওঠে--- মুছছি, রক্তের দাগ। রফিকদের রক্তের দাগ। দেখছ না, দেওয়াল জুড়ে কত রক্ত.... মায়ের দুচোখে জলের ধারা। 
খোকনের ঘুম ভেঙে যায়। অপসৃয়মান মায়ের মুখটা ধীরে ধীরে আবছা হয়ে আসে।
~~~~~~~~~
কল্যাণ  ভট্টাচার্য্য
~~~~~~~~~~~~
একুশ আমার অহঙ্কার  
~~~~~~~~~~~~~

একুশ মানে তো ছাত্রের রক্তাক্ত লাশ 
আর বুলেটে ভেজা লাল ঘাস। 
একুশ মানে তো প্রতিবাদ আর ধিক্কার  
রক্তে ভিজে যায় বাংলার অক্ষর। 
একুশ মানে তো দরদী বুকে চোখের জল
বুটের শব্দে শূণ্য হয় মায়ের কোল। 
একুশ মানে তো শহীদের বদলে মাতৃভাষা 
বুলেটের চোখে নামে কালো ধোঁয়াসা। 

বন্দুকের নিশানায় রক্ত নদী বহতায়
বসন্তে বাঁধা সবুজ প্রাণ হারিয়ে যায়
চোখের জল তৃষ্ণা মেটায় হাহুতাশে
স্তম্ভিত পৃথিবী বিবেকহীন অত্যাচারে। 

লাশের পাহাড়ে মাতৃভাষার অহঙ্কার  
বুটের নীচে লেগে থাকা রক্তে ধিক্কার 
নির্ভীক মশাল বসন্তের শানিত চোখে 
কালো পৃথিবীর কম্পন ঈগলের ঠোঁটে। 

একুশ মানে তীব্র প্রতিবাদ আর প্রতিরোধ 
বাংলা আমার অহঙ্কার বোঝে নি নির্বোধ।

~~~~~~~
মাতৃভাষা 
------------------
কৃত্তিবাস ওঝা 
=================


ভাষা শিক্ষার সমবাহু ত্রিভুজ, --
পড়া বলা আর লেখা 
অন্তঃ সম্পর্ক দূর্বল হলে 
তিনজন হয়ে যায় একা ।

জোনাকির মত শব্দমালার আলো নিয়ে 
মাতৃভাষা জ্বলতে জ্বলতে 
নিজেই তৈরি করে নিজের ভূবণ ।
সভ্যতা,  সংস্কৃতি,  প্রেম ভালোবাসা, দিনগুজরান 
মাতৃভাষা সবার মাধ্যম ।

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা
ভাষা মায়ের মর্যাদা রক্ষা করতে 
আবুল,  জব্বার,  বরকত, সালাম, রকিককে 
রাষ্ট্রীয় সন্ত্রাসে করতে হয়েছে মৃত্যুবরণ ।
পৃথিবীর ভাষা তালিকায় 
বাংলা আজ না কি পঞ্চম মহাজন 
এ সম্মান পেতে অসংখ্য শহীদের  হয়েছে রক্তক্ষরণ ।
অনেক আন্দোলন সংগ্রামে পাওয়া 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 
করছি তাদের স্মরণ ।

ভাষা শিক্ষার সঞ্চয়ে অসংখ্য গুপ্তধন 
গ্লোবাল এক প্রজন্ম তৈরির নেশায় 
মাতৃভাষাকে গামছা পরিয়ে 
ভাষার সম্মান করছি হরণ ।

ভাষার সম্মান, ভাষা  শহীদদের মর্যাদা রক্ষা
আজ বড় প্রয়োজন ।
মাতৃভাষাকে খুন করে 
কোন ভাষা চাপিয়ে দেবার চেষ্টার বিরুদ্ধে 
চালিয়ে যেতে হবে আন্দোলন ।


~~~~~~~~~~~
  রক্তে রঞ্জিত দেশ 
~~~~~~~~~~~~
 সুবর্ণা চক্রবর্তী
 ~~~~~~~~~~~~~

এ দেশ আমার মাতৃসমা 
এ দেশ রেখেছি অন্তরে,
এ প্রাণ করিব বলিদান
এ আমি যুদ্ধে চিরতরে।

এ ভূমি আমার ভালোবাসা 
এ ভূমে জন্মে গর্বিত,
এ ভূমি দেখিতে অপরূপা 
এ ভূমি হবেনা খর্বিত।

এ দেশ মুক্তি সেনাদের 
ও তাঁরা এনেছে স্বাধীনতা,
এ দেশ রক্তে রঞ্জিত 
ও তাঁরা মানেনি অধীনতা। 

ও তাঁরা জীবিত পতাকায় 
ও যাঁরা এনেছে পরিচয় 
এ দেশ তাঁদের অবদান
এ দেশ রহিবে অক্ষয়।


~~~~~~~~~~
একুশে ফেব্রুয়ারি
~~~~~~~~~~
সুমিত রায়।
~~~~~~~~~~

ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল,
আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি হয়েছিল লাল।
উর্দু হবে রাষ্ট্রভাষা শুনে সকলেই উঠলেন ক্ষেপে,
প্রতিবাদের মিছিল নিয়ে ভাইরা পড়লো ঝেঁপে।
মায়ের ভাষায় কথা বলে আমরা কত সুখ পাই,
বাংলা আমাদের রাষ্ট্রভাষা দাবী ছিল তাই।
আমার ভাইয়ের রক্তের বদলে ভাষা পেলাম তাই,
মায়ের ভাষা রক্ষা করতে শহীদ হলো আমার ভাই।
একুশ এলে মায়ের কোলটা ফাঁকা মনে হয়,
ভাষা আন্দোলনের শহীদ ভাইরা মোর হৃদয়ে রয়।
একুশ হলো শ্লোগান মুখর বিজয় পাওয়ার স্বাদ,
বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া ভাইয়ের আর্তনাদ।
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ,
আমার ভাইয়া জীবন দিলো রাখতে ভাষার মান।
ভাষার জন্য জীবন দিয়েছে ভুলে মায়ের স্নেহ,
অত্যাচারীর বুলেটের আঘাতে খোকার নিথর দেহ।
বাংলা আমার মায়ের ভাষা গাই একুশের গান,
মায়ের ভাষায় কথা বলে আমাদের জুড়ায় মন প্রান।
একুশে ভাষা আন্দোলনে বাংলা ভাষার হলো জয়,
রফিক, সালাম, শফিক,বরকত কে জীবন দিতে হয়।
শহীদ হলো দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য,
ফেব্রুয়ারির অমর একুশ আজ বিজয় মাল্যে ধন্য।
বাঙালী হলো বীরের জাতি আজ বলছে বিশ্ববাসী,
সন্তান হারা মায়ের মুখেও আজ গর্বে ভরা হাসি।
বাংলা ভাষার জন্য  ভাইরা দিলো জীবন বলিদান,
দেশ বিদেশে বাংলাভাষা এখন পাচ্ছে কতো সম্মান।
একুশ মানে শহীদ ভাইদের স্মৃতির পাতায় দেখা,
একুশ মানে তাদের জন্য নিজের ভাষায় লেখা।
একুশে ফেব্রুয়ারি দিনটা স্মৃতিতে ফিরে আসে,
রাজধানীর পথ ভরে গিয়েছিল আমার ভাইদের লাসে।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাইদের স্মরণ করে,
শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবকে দিই ভরে।

Saturday, March 20, 2021

আমার আকাশ

আমার আকাশ 












আমার উদাসী মন আকাশ ছুঁতে চায় 
দু'চোখে দুরন্ত রোদ্দুর, 
আরো দূরে চলে যাই --- নীল থেকে নীলে 
মহাশূন্যের একেবারে বিন্দু সীমানায় 

যে পথে অপার প্রেম , পলাশের লালিমা  ,
যে পথ দীর্ঘ ছায়াঘেরা  , বনফুলের হাসিময়  ,
সে পথে আকাশ আমার নতজানু হয়  ,
অঝোরে প্রেম ঝরে কৃষ্ণচূড়ায়  ।

আমার আকাশ জুড়ে শিমুল ফোটে  ,
তারার মালায় বধুঁবরণ হয়, 
সাক্ষী থাকে ধ্রুবতারা  , অরুন্ধতী , অঙ্গীরা 
হাজার তারার মালায় সোনালী শপথ  ।

আমার উদাসী মন আকাশকে ভালোবাসে 
আরো গভীরে --- নীলে ডুবে যায়  ,
কখনো স্বপ্ন খোঁজে বিন্দুকনায়  ,
তৃষ্ণার্ত ঠোঁটদুটি দিশেহারা হয়  ।

আধো ঘুমে পাই কত গভীর আশ্লেষ  ,
দীর্ঘচুম্বন শেষে তৃপ্ত ওষ্ঠদ্বয়  ,
বিনিসুতোয় গাঁথা পরে দুটি হৃদয় 
আকাশ ভালোবেসে শুধুই আমার হয়  ।

Saturday, March 6, 2021

আমার ফাগুন

আমার ফাগুন







আমার অলস সময় বয়ে চলে 
তোমার কথা ভেবে ,
অচিনপুরের যাত্রী তুমি ,
আমায় কি আর নেবে? 

ভিন দেশেতে যাত্রা তোমার 
ভিন্ন বন্ধু মহল, 
আমার দেশে ফাগুন এলেও 
চৈতী হাওয়ার টহল। 

তোমার দেশে অশোক পলাশ
আমার ফাগুন আগ ,
তোমার আকাশ আবীরসম
আমার রক্তের রাগ। 

আমার কোকিল দুঃখে কাঁদে
সাথিহারা হয়ে  ,
তুমি শুনছ সুমিষ্ট গান
সুরের ঝরনা বয়ে। 

তবুও মনের মাধুরী নিয়ে 
পথ চেয়ে থাকি, 
বন্ধু তুমি  ,সুজন তুমি ,
আমার দৃষ্টিহারা আঁখি। 

Wednesday, January 20, 2021

সময়

সময়



সময় যদি ফিরে যেত
বারো বছর আগে ----
অনেক নোনাজলের হিসেব যেত মুছে ,
অনেক লেখনী হারাতো ঘুমহীন রাত ,
নিঃসারে মাথা রেখে ডাইনিংয়ে
বো-বো করে ঘুড়তে থাকা ফ্যানটাও
স্বস্তি পেত ।
কলম ছবি আঁকতো ফুল - নদী - পাখির ,
সময়ের দীর্ঘশ্বাস সুখশ্বাস হয়ে 
ছড়াতো অক্সিজেন ।
আর সোডার বোতলের মত
জীবন উথলে উঠতো আনন্দে .....

সময় যদি ফিরে যেত
কুড়ি বছর আগে ----
প্রাণোচ্ছ্বল জীবন তবে ঝড়না হতো ,
চারপাশে থাকত বাহারী ফুলের সমারোহ ,
উচ্ছ্বাসে গেয়ে উঠত পাখি ,
পাহারের মাথায় দেখা যেত সোনার মুকুট .....

সময়টা এগিয়ে এল বারো বছর পর ---
শ্যাওলায় নোংরা দূষিত জীবন ,
বিন্দু বিন্দু জমে বিষের বাষ্প ,
ঠোঁটের নীচের তিলটা থাকে অপেক্ষায়
শেষরাতে ভালোবাসার আকাঙ্ক্ষায় ,
বোধে আসে না আর শিউলির সুবাস ,
নিকোটিনের গন্ধে ভরে অবুঝ হৃদয়
সচল মস্তিষ্ক বেছে নেয় আত্মহনন ।

Friday, January 8, 2021

কথারা

কথারা



কথারাও পথ হারায় ---

যে কথা একদিন
কলকল্লোলে ফল্গুধারায় বইত ,
আজ তা নিষ্প্রাণ পাথর ।
ফুলে ফুলে দুলে দুলে বেড়ানো কথাদের
ছন্দ গিয়েছে হারিয়ে ।
রামধনু রঙের পাখনা মেলে যে কথারা
বিচ্ছুরিত হত আকাশে
আজ তারা শুধুই ধূসর
পাখিদের মত ডানা মেলে উড়ে বেড়ানো কথাদের
ডানা গিয়েছে কাটা ......

কথারাও বিপথগামী হয় -----

আকস্মিক বেপথু জীবনে
অকস্মাৎ খেই হারায়
লাটাইয়ের সুতো ছিঁড়ে উড়ে যাওয়া ঘুড়ির মত
আর ফেরেনা নিজস্ব ঠিকানায়

কথাদেরও অভিমান হয় ------

একরাশ যন্ত্রণা বুকে কথারাও
ফুঁফিয়ে কাঁদে , বালিশ ভেজায়
স্নানঘরে কান্নাভেজা কথারাও
উষ্ণতা চায় একবুক মরুতৃষ্ণা নিয়ে

কথারাও ভালোবাসে -----

স্নিগ্ধতায় ভরিয়ে দেয় হৃদয় ,
হৃদয়ের শুষ্ক গহ্বরে তোলে জলতরঙ্গের অনুরণন
প্রাণে আনে অক্সিজেনের জোয়ার
কোষে কোষে ভালোবাসার উন্মাদনা
কথার পুষ্পবৃষ্টিতেই উর্বর হয় সৃষ্টি
ফুল হাসে শুভেচ্ছায় ।

Tuesday, January 5, 2021

আমি যে পথশিশু

আমি যে পথশিশু



ক্ষুধার তাড়নায় পেট জ্বলে যায়
খাইনি সারাদিন কিছু ,
 দে না দিদি দুটো পয়সা --
আমি যে পথশিশু ।

গায়ে আমার নোংরা জামা ,
মাথার চুলে জটা ,
তাই বুঝি তোর ঘেন্না লাগে,
ছুড়িস পয়সা কটা ?

তোদের কাছে সামান্য যা ,
আমার পেট ভরায় তা --
তবু তোরা মেরে তাড়াস
যেন ঝামেলাটা !

বাবার স্নেহ , মায়ের আদর 
তোদের জন্য সব ----
আমার আছে শূণ্য জীবন
ক্ষিদের কলরব ।

তোদের ছেলে ইস্কুলে যায় --
পরে নতুন পোষাক
আমার পোষাক ছিন্ন শত ,
পোষাকময় দাগ ।

চুলের চরুনি চোখে দেখিনি ,
পাইনি পায়ে জুতো ,
দুটো পয়সা পেলে পেটটা 
ভরবে দিনের মতো ।

তোদের ছেলে থাক না সুখে ,
খাক না দুধে ভাত ,
আমার শুধু একটি বায়না ---
কাটুক আঁধার রাত ।

আমিও পাবো জামা , জুতো ,
ব্যাগভর্তি বই ---
হইনা আমি অনাথ শিশু ,
পথশিশুই সই ।

Thursday, December 24, 2020

ওরা খালপাড়ে থাকে

ওরা খালপাড়ে থাকে


কৃষ্ণা দ্বাদশীর চাঁদ তখন মধ্যগগনে --
কুয়াশামাখা রাতের আদুল গায়ে হিমেল পরশ ,
বহুদিনের দাবদাহের জ্বালার অবসান ,
দু'হাত ছড়িয়ে উপভোগ করছে সময় ......

খালপাড়ের বস্তিতে একটুকরো বিছানায় 
জ্বরে পুড়ছে সাত বছরের শিশুপুত্র ,
শিয়রে বড় বোন -- বছর আটের ।
সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে
মা গিয়েছে কাজে --- অন্ধকার গলিপথে ,
যে পথে শহরের বিত্তবান বাবুরা
দু'চোখে কামনার আগুন ছড়িয়ে দাঁড়ায় ,
তাদের ঠোঁটের কোন বেয়ে গড়িয়ে পড়ে কষাটে লালসা ,
শরীর পেতে শুষে নিতে হয় তাদের ধর্ষকাম পৌরুষ
তারপর সন্তানধারণের যন্ত্রনায় ছুটে যেতে হয় বস্তিতে --

একফালি চাঁদের আলো তাদের জীবনে
পূর্ণিমা হয়ে আসেনা কখনো ,
পিতৃহীন অনাথ তর্পণে তাদের আহুতি হয় ,
রাতের অন্ধকারেই মিলিয়ে যায় তাদের পরিচয় ,
সভ্যতার আগুনের স্পর্শ 
উষ্ণতার আবেশ বয়ে আনে না তাদের জন্য

ভাঙা চালের ফাঁক দিয়ে পিছলে আসে
একফালি আকাঙ্ক্ষার রোদ্দুর ।
তাকেই আঁকড়ে ধরে শিশুমন ,
ভবিষ্যতের কল্পনায় বাড়ে ।

মায়ের মমতা আসে দিনান্তে ভাতের সুঘ্রাণে ।
একমুঠো ভাত , একটু রোদ্দুর তাদের প্রত্যাশার দর্পণ ।

ওরা যে খালপাড়ে থাকে ।

Wednesday, December 16, 2020

ভালোবাসার চাদর


ভালোবাসার চাদর

ভালোবাসায় মোড়া চাদর পেয়েছি এক
আরোহণ করেছি তাতে --
নীল আকাশে সাদা মেঘের মত
চাদর চলেছে আমাকে ভাসিয়ে নিয়ে ---
কত মাঠ-ঘাট , নদী-সাগর , পাহাড়-পর্বত ডিঙিয়ে
চাদর পৌছেছে এক মায়াবি জগতে
স্বর্ণালী আভায় পূর্ণ সে জগৎ ।

বর্তমানের কোলাহল-ক্রন্দন-বঞ্চনা-জিঘাংসা
স্তিমিত হচ্ছে ক্রমে ---
না-পাওয়ারা পূর্ণ হচ্ছে সব পেয়েছির দেশে ,
নিরাশার অন্ধকার ডুবে যাচ্ছে আশার আলোকে ,
মাঠ উপছে পড়ছে গর্ভবতী সোনালী ধানে ,
দু'হাতে গ্রহণ করছি অমৃত-প্রদায়ী কল্লোলিনীর অঞ্জলি ,
পাখির কুজনে কলরিত আত্মার সুজন ,
নিষ্পাপ ফুলের হাসিতে ঝরছে শিশুর সারল্য ,

ভাষাহীন ভাসমান ভেলা ভাসিয়ে চলেছে দূরে ---
অন্তহীন আশার খেয়াল-খুশির খুনশুঁটি গায়ে মেখে

সে যে আশার জগৎ , ভালোবাসার জগৎ
সীমাহীন ভালো লাগা হৃদয় জুড়ে ।


Thursday, November 26, 2020

শঙ্খ মামার বেড়াল

শঙ্খ মামার বেড়াল



শঙ্খমামার আদুরে বেড়াল ,
নামখানি তার ভজন ,
গোঁফজোড়া তার ইয়া বড়ো ,
সাত কিলো তার ওজন ।

রোজ সকালে মামার সাথে
ঘুম থেকে তার ওঠা ,
ব্রেকফার্ষ্টে খাবে দুধে
পাউরুটি এক গোটা ।

দুপুরবেলা ভাতের সাথে
কাটা পোনা চাই ,
শরীরটা তো রাখতে হবে
খেতেই হবে ভাই ।

সন্ধ্যেবেলায় একবাটি দুধ
সঙ্গে চারটে মেরি ,
মামা বলেন , ইহজগতে
ভজনই তার বেড়ি ।

ভজনই তার বন্ধু বান্ধব ,
ভাই বোনও ভজন ,
ভজনই তার দেবতাস্বরূপ
ভজন আত্মার স্বজন ।

ভজন যদি বাইরে বেড়োয় 
আঁধার দেখে মামা ,
ঠোঁট ফুলিয়ে হাত পা ছুঁড়ে
কেঁদে ওঠেন - রামা -- ।

রামাচাকর পড়ি-মড়ি
উর্দ্ধশ্বাসে ছোটে ,
ভজনকে না পেলে ফিরে
ভাগ্যে কি যে জোটে ।

এদিক- ওদিক ঘুড়ে ফিরে
হণ্যে যখন রামা ,
ঘরে তখন গভীর ঘুমে
ভজন এবং মামা ।

Friday, November 20, 2020

ছুঁয়ে যায় প্রাণ

ছুঁয়ে যায় প্রাণ



নীল আকাশে ঠোঁট ডোবালাম আজ ,
হিমেল হাওয়া শরীর ছুঁয়ে যায় ,
এমন করে ভালোবাসার বাতাস
বলছে ডেকে আয়রে কাছে আয় ।

এতদিনের খরায় ফাটা জমি
হঠাৎ করে পেল নতুন প্রাণ ,
আকাশ-জমিন মিলিয়ে দিল আজ
জনমকালের সজীবতার গান ।

এবার বোধহয় নতুন সৃষ্টি হবে
দশদিকেতে তারই আভাস পাই ,
গাল ফুলানো নতুন কুঁড়িগুলির
মনের মাঝে খুশির সীমা নাই ।

শিউলি-বোঁটার গন্ধ ছুঁয়ে গেছে
বৃন্তে এখন নতুন প্রাণের ছায়া ,
কচি কচি সবুজ পাতার ফাঁকে
জড়িয়ে আছে অলৌকিক মায়া ।

পাতার মাঝে চোখ মেলেছে কারা ?
ভেঙেছে বোধহয় পদ্মকলির ঘুম ,
স্নেহের পরশ বুলিয়ে দিয়ে যায়
নবীন সূর্যের আলতো হাসির চুম ।

প্রভাত মেঘে সোনার আলো হাসে
সেজেছে কেমন পানায় ভরা পুকুর ,
শারদ-মেঘে জলছবির মতন
শিশির ঝরে পড়ছে টাপুর টুপুর ।

এমন করে সারা শরীর জুড়ে
ছড়িয়ে পড়ে অতল প্রেমের আবেশ ,
সৃষ্টিসুখে আবেগঘন মন
রাখবে বুকে ভালোবাসার রেশ ।

Tuesday, November 17, 2020

দিনের শেষে

দিনের শেষে


দিনের শেষে সন্ধ্যা নামে
ঘরে ফেরার টান ,
অন্ধ বাউলের একতারাতে
দিন শেষেরই গান ।

সকাল হলে যে ছেলেটার
পেটে ক্ষুধার ধার ,
সন্ধ্যা হলে গুটিশুঁটি
ক্লান্ত শরীর তার ।

ফুটপাতের ঐ জায়গাটুকু
মৃত্যুঘুঘুর ফাঁদ ।
দিনের শেষে সেইখানেতেই
হাসে সোনার চাঁদ ।

চাঁদ যেন তার খেলার সাথি
অনেক কালের সই ,
জনমকালের পরমাত্মীয়
তবু , সঙ্গে থাকে কই ।

যে মেয়েটা দিনের আলোয়
সাত চড়েতেও চুপ ,
দিনের শেষে আঁধার রাতে
তারই অন্য রূপ ।

ঘরে যে তার অভাব শত
ছোট্ট ভাই আর বোন ,
দিনের শেষে খুঁজে ফেরে
অন্ধগলির কোন ।

Wednesday, November 11, 2020

আমি ঈশান

আমি ঈশান





আমি ঈশান ---
ছাতিমতলা প্রাইমারি স্কুলের জুনিয়র টিচার ।
বাবা-মার একমাত্র সন্তান ।
বাবার বড় ইচ্ছা ছিল ---
তার ছেলে মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে ---
সুযোগও পেয়েছিলাম ,
হায়ারসেকেন্ডারি পরীক্ষায়
আহামরি রেজাল্ট না করলেও
জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল নিয়েই
ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছিলাম ।

আমার বাবা একজন গেজেটেড অফিসার
চাকরীজীবনের প্রায় শেষ দিক

কলেজে আমার তখন থার্ড ইয়ার চলছে
পড়াশুনার ভীষণ চাপ
বাড়ির সাথে যোগাযোগ করারও সময় নেই
তখন মোবাইল ছিল না 
একদিন এমার্জন্সি কল এল কলেজ হোষ্টেলে
অসময়ে --- হৃৎপিন্ড উঠল লাফিয়ে ---
শিরায় তো একই রক্ত ---- তাই
খবর ছড়ায় রক্তে ---
রূদ্ধশ্বাস নেমে আসি ---

---- হ্যালো ----
---- বাবা , তুই বাড়ি আয়
মায়ের আহত গলা কাঁপিয়ে দেয়
---- কেন মা -----
---- তোর বাবা আর নেই ---
মুহূর্তে দুলে ওঠে আমার পৃথিবী
আকাশ ভেঙে কোথায় বাজ পড়ে কড়্ কড়্ কড়্

শান্ত নীরিহ সদাহাস্যমুখ আমার বাবার মৃত্যু
সহজ পথে আসেনি ---
ভালোমানুষ বাবার কোমল হৃদয়ে
পেয়েছিলাম নখের আঁচড় ,
কতগুলি নরপিশাচের উন্মত্ত লালসা
ক্রমে কলঙ্কিত করছিল 
শরতের আকাশের মতো বাবার মনটাকে
কখনো কখনো জলে ভার হত সে আকাশ
কিন্তু বৃষ্টি ঝরতো না 
অমারবিকতার সাথে যুঝতে যুঝতে
ব্লকেজ বাড়তে থাকে হৃৎপিন্ডের

তারপর সেই দিন ---
মিথ্যার হাতে সত্যের ঘটে চরম লাঞ্ছনা
অপমানে অপমানে ক্ষয়িষ্ণু মূল্যবোধ
মুখ থুবরে পরে মাটিতে
চারপাশে নরপিশাচের নগ্ন উল্লাস

আমার অসহায় বাবা আর কথা বলেনি

কি দোষ ছিল আমার বাবার বলতে পারেন
সমাজের নগ্নরূপটা চিনতে পেরেছিল, তাই---
ছিঁড়ে ফেলতে চেয়েছিল মিথ্যার ফানুস
চিহ্নিত করতে চেয়েছিল নরখাদকদের
ব্যাগভর্তি টাকার মূল্যকে মূল্যহীন করে
ছুঁড়ে ফেলতে চেয়েছিল সমাজের কতগুলি --
ভন্ড কালো হাত ,
তাই , আমার সহজ সরল বোকা বাবার
কালো বিষাক্ত এই পৃথিবিতে
বেঁচে থাকার ছারপত্রটুকু কেড়ে নেওয়া হল,
ভেঙে দেওয়া হল এক সত্যের মেরুদন্ড।

রাতে এখনো আমি স্বপ্নে দেখি
আমার সদাহাস্যমুখ বাবার-
বলেন -খোকা-
সমাজে মানুষের বড় অভাব
মুখোশ পরে ঘুরে বেড়ায় 
আসলে একদল পিশাচ
তারা ক্ষুধার্ত শিশুর মুখ থেকে
দুধ কেড়ে খূতে পারে ,
শকুনের মতো দৃষ্টি নিয়ে ঘোরে সমাজের আনাচে কানাচে
এরা মানুষের মূল্য বোঝে টাকার অঙ্কে
তুই ভিড়িস না যেন এদের সাথে
ওরা ভয়ানক ,

পারলে মানুষ কর ---
কচি কচি বুকে ভরে দে সততার বাতাস ,
বিশুদ্ধতার আলো খেলুক চোখে ,
মানুষের মূল্য বুঝুক মানবিকতায় ,
মুছে ফেলুক কালো পৃথিবীর ছায়া ---

তাই --- আমি আজ ছাতিমতলা প্রাইমারি স্কুলের
জুনিয়র টিচার
বিটেক , ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিটা
আমার আর পাওয়া হল না ।
 

Monday, November 2, 2020

মেঘের পাড়ে

মেঘের পাড়ে


আয় কাছে আয় দেখবি যদি --
নীল আকাশ আর ইচ্ছে নদী
একসাথে আজ মিশে ---
কোন পথে যে চলবে ধেয়ে
সাদা মেঘের পানসি বেয়ে,
পায় না কোনো দিশে ।

চারিদিকে অপরূপ সাজ ,
হারানো সেই মনটাকে আজ
চল না এবার খুঁজি ---
আকাশ পাড়ে নদীর ধারে ,
খুঁজে ফিরি বারে বারে
কত গলি - ঘুঁজি ।

আকাশ পথে চলি উড়ে ,
বাঁধি আমার ছোট্ট কুঁড়ে
মাতি আপন খেলায় ---
লুকোচুরির সঙ্গী যে হই ,
দলছুটদেরও সঙ্গেতে রই
রঙীন মেঘের ভেলায় ।

দিন শেষে যেই সন্ধ্যা নামে ,
আকাশজুড়ে বিরাট খামে
হাজার তারার আলো ,
দুঃখটাকে আড়াল করে ,
রাতের রঙীন তারা ধরে
মুছব সকল কালো ।

Thursday, October 8, 2020

স্বপ্নসুখের বাসা

স্বপ্নসুখের বাসা

ভালোবাসার চিরাগখানি
নিজো হাতে জ্বেলে ,
নতুনভাবে নতুনসাজে
যেদিন নিয়ে এলে ---

লক্ষ্য আশা ভালোবাসার
স্বপ্নসুখের ঘরে ,
ঝলমলিয়ে উঠল হাসি
আনন্দ না ধরে ।

জীবনপথে চলতে গিয়ে
কত কান্না হাসি
হার মেনেছে , জয় হয়েছে
স্বপ্ন রাশি রাশি ।

যতই আসুক বাধার পাহাড়
ভয় জানি নেই কোনো
সারাজীবন থাকব পাশে
পণ করেছি , শোনো ।

বুকের মাঝে আগলে রেখো
ভরসা রেখো প্রাণে ,
বাকী জীবন কাটবে সুখে
ভরবে গানে গানে ।

Thursday, September 24, 2020

বাজবে তোমার আলোর বেনু


বাজবে তোমার আলোর বেনু


শ্রাবণের সিঁদকাঠি নিয়ে গেছে ভাদ্রের আকাশ
চলে গোপনে অভিসার
এক আকাশ ভাদ্র সাথে ভিজব বলে নামি
হাতছানি শরতের আলোর
আলোর ফুলকি ছোটে কোনায় কোনায়
কাশেরা মেলেছে ডানা উদ্ধত কিশোর
পদ্মের মধু জমে নিষ্কলুশ বিলে
চকোর-চকোরী-মন হাওয়াতে লুটায়
অবাক চেয়ে থাকি ক্রোসান্ডার গুচ্ছে
চোখের মলিনতা চকিতে পালায়

তবু তো আশঙ্কা করে বেড়াল-মন
গুঁটিশুটি ঘরের কোনে অতিমারির কোপ
আশঙ্কায় মলিন নয় শারদীয়ার চাঁদ
আসবে , আসবে শুভক্ষণ ------

আলোর বেনু আবার পরিপূর্ণ হব ।

Tuesday, September 22, 2020

এক পৃথিবী আলো

এক পৃথিবী আলো


তুই যে আমার আঁধার রাতের 
আকাশ তারায় ভরা ,
বুকের মাঝে উতল হাওয়া
স্নেহমাখা ধরা ।

তোর ঐ স্নিগ্ধ মুখের 'পরে
শরৎশশীর ছায়া ,
কোন যাদুতে আলো ছড়ায়
কি তার মোহ মায়া ।

সোনারোদের সোহাগঝরা
তুই আদরের ধন ,
তোরই জন্য আছে আমার 
সারাটি জীবন ।

ছোট্ট ছোট্ট চোখে যে তোর
এক পৃথিবী আশা ,
তোরই জন্য ছন্দ আমার
আমার প্রাণের ভাষা ।

তুই যে আমার নয়নভোলা
এক পৃথিবী আলো ,
তোকে ছাড়া বিশ্ব ভুবন
অমাবস্যার কালো ।

Thursday, September 17, 2020

রসিক দাদু

রসিক দাদু


দাদু আমার রসিক বড়ো
আস্ত রসের হাঁড়ি ,
এই বয়সে কোঁচা মেরে
গেল শ্বশুর বাড়ি ।

শালী বলে খোঁজ নাও না যে ,
তোমার সাথে আড়ি ---
দিদি এলো তাই বুঝি বা
এলে শ্বশুর বাড়ি ?

মিটিমিটি হাসে দাদু
শালীর পাশে বসে ,
গাল গড়িয়ে ভেজে জামা
মিষ্টি পানের রসে ।

দুদিন হলো দিদি তোমার
দিয়েছে গা ঢাকা ,
তাকে ছাড়া জীবন আমার 
এক্কেবারে ফাঁকা ।

দাদুর কথা শুনে দিদা
মিটিমিটি হাসে ,
সবাই তাকে বসিয়ে দেয়
রসিক দাদুর পাশে ।

Saturday, September 12, 2020

মৃত্যু

মৃত্যু

Death Wallpapers - Top Free Death Backgrounds - WallpaperAccess

মৃত্যু আমার অতন্দ্র প্রহরী
শিয়রে রয়েছে জেগে
দিনমান , যত , কাটে তার সাথে
কত রাগে - অনুরাগে ।
কভু আঁখি ছল , ব্যথিত সজল
অশ্রু ম্রিয়মান
কখনো তীব্র তীক্ষ্ণ দৃপ্ত
উদ্ধত বলীয়ান ।

মৃত্যু আমার প্রেমিক পুরুষ
সোহাগে মাতায় মন
মৃত্যু আমার কত আদরের
স্নেহের পরম ধন 
আমি মৃত্যুকে দেখেছি কত
চিরন্তনের মাঝে
মৃত্যু এসেছে বারে বারে দ্বারে
নিত্য নতুন সাজে ।

তবুও মৃত্যু অসীম অনন্তে
রয়েছে লুকিয়ে আজো
দিন হলো শেষ , রাত্রি অশেষ
শেষ হয়নি যে কাজও ।


Saturday, September 5, 2020

বারমাস্যা

বারমাস্যা








পুড়ছে দেখো 
পথের ধুলো
পুড়ছে কত খড়কুটো
তার সঙ্গে মন যে পোড়ে
সুতোয় বাঁধা তারদুটো
একটা তারে সুর ওঠে কি
অন্য তারটাও জুড়তে হয়
চন্দ্র সূর্য দুয়ের খেলায়
জগৎ সদা আলোকময় ।
যদিও আসে অমাবস্যা
ক্ষণিক অভিমানের পালা
পূর্ণিমা চাঁদ হাসে যখন 
জুড়ায় না কি সকল জ্বালা ?
যদিও চাঁদে কলঙ্ক আছে
সূর্যের তেজে বিশ্ব জ্বলে
তার মায়াতেই ভুবন হাসে
বিশ্ব ভরে ফুলে ও ফলে ।
যতই জ্বলুক , যতই পুরুক
যতই ঘনাক অমাবস্যা
এসব নিয়েই পূর্ণ হবে
জীবনের এই বারমাস্যা ।


Tuesday, September 1, 2020

আমি হবো রাজার রাজা

আমি হবো রাজার রাজা




মেঘের পানসি বেয়ে একদিন
মেঘের বাড়ি যাব
মেঘের
 মাঝে লুকিয়ে থাকা 
মেঘপরিদের পাবো ।
পানসিখানি বেঁধে রেখে
নামব মেঘের ঘাটে
মেঘপরিদের সাথে সাথে
ছুটব মেঘের মাঠে
ছুটব ওদের ডানায় ডানায় ,
সোনার ঘুড়ি চড়ে
পেরিয়ে যাবো সাত সমুদ্র
ছু-মন্তর করে ।
পরির যাদুকাঠি আমায় 
ভুলিয়ে দেবে সব 
ভুলবো যত হট্টমেলা ,
ভুলবো কলরব
ভুলবো আমি শাসন-ত্রাসন
ভুলব অনাহার
ভুলব যত নোংরামি আর
ভুলব অবিচার ।
ভাবব না আর অনাহারী
পথশিশুদের দুঃখ
কান্নাভেজা ক্ষুধার্তদের
শুষ্ক পাংশু মুখও ।
তখন আমি রাজার রাজা
যাদুময় হাত
এক যাদুতেই সবাই পাবে
থালা ভর্তি ভাত ।
যে মেয়েটা হারিয়ে গেছে
জংলা বনের ধারে
মায়ের বুকে , বাবার প্রাণে
খুশি কি আর ঝরে ?
বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো
প্রাণকাড়াদের সাজা
দেবই  দেব , তিন সত্য ---
নইলে কিসের রাজা?

Thursday, August 27, 2020

ক্ষমা করো

ক্ষমা করো



পথচলতি মানুষের ঢল থেকে
নিজেকে সামলে নিয়ে
গোপনে বাড়ি ফিরি , সন্তর্পনে
এই বুঝি ভেঙে চুরমার করে দেয় ----
সযত্নে রক্ষিত , পিতৃদত্ত মাথাটা

সামনে বিরাট লড়াই ,
কাঁদানে গ্যাস আর নির্দয় লাঠি
হামলে পড়ে সজীব প্রাণের উপর
মুহূর্তেই অপরিচিত আমার চেনা বন্ধুজন

আমি যে পিতা এক
বাড়িতে বেঘোরে জ্বরে শিশুসন্তান আর ভয়ার্ত প্রেয়সী
তাই , পারিনি বন্ধু তোমাদের হাত শক্ত করে ধরতে
পারিনি তোমাদের মত লাঠির আঘাত সইতে
জানি , তোমাদেরও বৃদ্ধ মায়ের সকরুণ মুখ
প্রিয়ার দুশ্চিন্তা আর শিশুসন্তানের বাহুডোর
সযত্নে রক্ষিত পাশে

সামনে দাঁড়ায় এসে মস্ত ভবিষ্যৎ
পথ নেই , তাই ---
অনশন , আবেদন - নিবেদন , লাঠির আঘাত

আমি যে ভীতু , স্বার্থপর এক পিতা
ক্ষমা করো আমায় , ক্ষমা করো ,
পারলে ক্ষমা করে দিও ।

Wednesday, July 22, 2020

ফিরে চাও

ফিরে চাও
Ranga Mati Pather Dhare @Indranil sen - YouTube
কুয়াশাভরা দু'চোখ আমার ।

স্মৃতিপথে আন্দোলিত পৃথিবীর ধূ্লারাশি
তোমার পথের ধারে পড়ে আছে অবহেলায়
জানি তার প্রয়োজন নিঃশেষিত আজ ,
অথচ বলেছিলে , যখন সেগুনের ছায়ায়
বসে দুজনে , ছেঁড়া ছেঁড়া সোনাঝুড়ি বট
দূরে কোন গ্রামখানি হাতছানি দেয়


সেই মরুবালি বুঝি চোখের তারায়
করেছে অসীম ক্ষত , মরুপথে সাগর হারায়


আজো তবু বৃষ্টি ঝরে আমার অঙ্গনে
মরুত্তাপ শুষে নেবার আপ্রাণ চেষ্টা
প্রলয়ের মরুঝড় তোমার আকাশে
আবার ' সুজলাং সুফলাং ' হবে তো দেশটা ?

Tuesday, July 14, 2020

প্রত্যুত্তর

প্রত্যুত্তর

55+ Forest Fire Wallpapers on WallpaperPlay

হঠাৎ করে বুকের পাথরে আগুন জ্বলে ওঠে
দাবানল যাকে বলে --- বনের গাছপালার
ডালে ডালে মাতামাতি লাগে , আগুনের
লকলকে শিখা দগদগে ঘা করে করে
পোড়াতে পোড়াতে অগ্রসর হয় , অপেক্ষা করে
নিশ্চিহ্ন অবসানের ।
                          
                          তোমার উর্বর জমিতে এবার
কতটা ফসল ফলিয়েছ বলনি তো । আশা করি
লাভের অঙ্কটা অন্যবারের চেয়ে বেশিই হবে , 
বিগত বছরের ছাইচাপা আগুন আমাকে পোড়ালেও
তুমি নির্মল , একেবারে অগ্নিবিমুখ ।

Tuesday, June 23, 2020

বেসাতি


বেসাতি

চারিদিকে রঙের বেসাতি

এক আজলা নীল তুলে নিই আকাশ থেকে
পরবো কাজল ,
খুঁটে তুলি একটু লাল কৃষ্ণচূড়া থেকে
রাঙাবো ঠোঁট ,
অলক্তরাগে বাজবে নূপুর পায়ে
মৃদুমন্দ হাওয়ার স্পর্শে চিকনকালো মৌটুসীর মতো
কিংবা দোয়েলের শিষে উঠবে সুর প্রভাতের
কচি ঘাসের সবুজে ছাপাবো শাড়ি
দেবো কলকের হলুদ
রঙ্গনের রঙ্গ লাগবে চোখে
শরীরজুড়ে উঠবে জুঁইয়ের সুবাস
তুমি পরিয়ে দিয়ো প্রেমের কুমকুম , রাঙা সূর্য
আর ওপারে আকাশজুড়ে উঠবে ঢেউ ছলাৎছল

ভাসবো , ডুববো , করবো অবগাহন তোমার বুকে
কখনো বা প্রজাপতি  হবো
শরীরজুড়ে রঙের আলাপন
সারাজীবনের মরুতৃষ্ণা আমার
‌শুষে নেবো আকন্ঠভরে , পাবো অমৃতের স্বাদ

আবার হারাবো আমি বেসাতিনগরে.....
 

Friday, May 1, 2020

বন্ধ চিঠি

 বন্ধ চিঠি


মেঘলা শুধু আকাশ নাকি মনের কোনেও মেঘ নামে
অনেক কথাই থাকে জমা মনের কোনে বন্ধ খামে
পোষ্ট হয়না কোনোদিনই মেঘ শুধু জমতে থাকে
আকাশজুড়ে রঙের খেলায় বোঝেনা সে খুঁজবে কাকে
রাতের পড়ে রাত কেটে যায় চোখের জলে বালিশ ভেজে
বিরাট বড় মঞ্চটাতে অভিনয় কত নায়ক সেজে

ঝড় ওঠে যেই ধুলো ওড়ে পাতাও ওড়ে খুলে মুঠি
সেই বাড়িটা খুঁজে পায়না হেলায় ফেরে বন্ধ চিঠি

চিঠি বাঁধি সাদা পায়রার নরম নরম পায়ের খুটে
আদর করে সোহাগ দিয়ে দানা জোটাই শক্ত ঠোঁটে
হতভাগার আকাশ তবু ঘরের কোনে শিলিং ফ্যানে
কত কথাই বকমবকম জানিয়ে দিল আপন মনে
আমি আবার হন্যে হয়ে ডাকপিয়নের আশায় ফিরি
বুঝিনি সেও ফিরে গেছে সঙ্গে নিয়ে ডাকের ঝুড়ি
আকাশে আবার রঙ জমেছে মেঘের দেখা কেউ পায়না
কিন্তু আমার বন্ধ চিঠি , বন্ধ থাকে কেউ ছোয়না ...

Wednesday, April 22, 2020

মহামারী

মহামারী

আমার জন্য কী রেখেছিস ?

শুধুই চোখের জল 
দুই চোখ উপছে পড়া
শুধুই নোনা জল
বুকের মধ্যে এক সমুদ্র
গর্জে ওঠে যেই
পাহাড়প্রমাণ ঢেউগুলো তার
হারিয়ে ফেলে খেই
দু'চোখজুড়ে শ্রাবণ ঘনায়
বুকে মেঘের ডাক
প্রাণখানি তার দুমড়ে ওঠে
মৃত্যুর হাঁকপাঁক ।

আমার জন্য কী এনেছিস ?

বরফশীতল রাত
ঘরছাড়া কত অনাত্মীয়ের
বাড়িয়ে দেওয়া হাত
হাত ধুয়েছি , হাত ধোয়ালাম
হাত ধোয়াবো কত
বিশ্বজুড়ে রব উঠেছে
হাত উঠেছে শত
সে হাত এখন গ্লাভসে মোড়া
অচেনা জীবানুর ভয়
মাস্কে ঢেকেছে নাকমুখ , তবু
এখনো হিংসা হয়
এখনো ক্রদ্ধ প্রতিশোধের
আগুন জ্বলে ঘরে
কে যে তোকে এনেছিল
আর কে যে কেঁদে মরে

আমার জন্য কী রাখবে !

উদোম খোলা মাঠ
পা ডোবানো জল টলটল
আ-বাধা নদীর ঘাট
তুমি যখন জন্মেছিলে
আকাশ ছিল কালো
এতদিনের সচেতনতায়
আবার আকাশ আলো
আকাশজুড়ে ঝিকিরমিকির
তারাচাঁদের হাসি
নাম-না-জানা পাখির কুজন
বলছে , ' ভালোবাসি '
আরেকটু শুধু , আরেকটুকাল
ধৈর্য্য ধরে থাকো
কঠিন সময় পার হবো ঠিক
এ বিশ্বাস রাখো
প্রকৃতি হাসবে উদার হাসি
আশির্বাদের ঢেউ
ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে
কাঁদবে না আরর কেউ ।

Saturday, March 7, 2020

বল না , মনে পড়ে ?

বল না , মনে পড়ে ?





তোকে তেমন করে বাঁধতে পারিনি হয়ত
তাই পুরনো জামাকাপড়ের মত 
ছেড়ে গেলি সহজেই
তোর দৌরাত্মগুলো তো 
মেনে নিয়েছিলাম প্রাণভরে
হিংসুটীদের চোখেও
নেমেছিল ফাগুন
খাঁখাঁ মাঠে একপশলা বৃষ্টি

সেই যেদিন একহাটু জলে দাঁড়িয়ে
হাত বাড়িয়েছিলি আমার দিকে
আমি ভয়ে না বলতেই
তাকিয়েছিলি গভীর আর্তিতে
পারিনি , বিশ্বাস কর 
ছুটে গিয়েছিলাম তোর বুকে
অথচ , জলে আমার কত না ভয়

তারপর সেদিন
ট্রেন আসছে দেখেও
বললি , দেখবি একছুটে 
কেমন পার হবো লাইন 
ধরে রাখা হাতটা ছাড়িয়ে নিয়ে 
ছুটে গেলি , মুহূর্তে চোখের সামনে 
দুলে উঠল পৃথিবী
ফিরে এলি হাসতে হাসতে
আমার বিস্মিত চোখের সামনে
ভয়ে কেঁদে ফেলেছিলাম সেদিন
দুহাতে মুখটা তুলে
শুষে  নিলি চোখের জল পরম আশ্লেষে

তারপর আরো কত ---- আরো কত যে এমন
মনে পড়ে ?

আজ তোর নতুন জীবন
গোছানো ফ্ল্যাটে সুন্দরী বৌ
সেদিন অনিমেষের সাথে দেখা হয়েছিল জানিস
বলল তোর সুখী সংসারের কথা
মরিশাসে তোদের হানিমুন
তোর হাসিখুশি মুখটা
ভেসে উঠল চোখে
কষ্ট হয়নি একটুও , বিশ্বাস কর
শুধু জানতে ইচ্ছে হচ্ছিল ---
এখনো কি তেমনই দামাল হয়ে আছিস?
যখন যা ইচ্ছে করে করিস তাই ?
সামলাতে পারে তোর সুন্দরী বৌ ঠিকঠাক ?
এখনো কি তোর শার্টের বোতামে
ডিওডোরান্টের গন্ধ খোঁজে তোর বৌ ?
বুকের মধ্যে তেমনি করে 
আছড়ে পড়ে এক সমুদ্র ?
এখনো কি মন খারাপ হয় তোর ?
তখন কি চুপ করে বসে থাকিস ধ্যানমগ্ন ঋষি ?
আর তখন কে ভাঙায় তোর ধ্যান ?

এসব প্রশ্নের উত্তর কোনোদিন
পাবো না , জানি ,
তাই লিখে দিলাম খোলা চিঠি
তোর দ্বিতীয় মনটাকে 
যতই বাঁধিস রঙীন ফ্রেমে
ছেঁড়াখোড়া পাতাগুলো কি
একটুও উড়ে যায় না হঠাৎ ঝড়ে ?

বল না ! !