Wednesday, January 20, 2021

সময়

সময়



সময় যদি ফিরে যেত
বারো বছর আগে ----
অনেক নোনাজলের হিসেব যেত মুছে ,
অনেক লেখনী হারাতো ঘুমহীন রাত ,
নিঃসারে মাথা রেখে ডাইনিংয়ে
বো-বো করে ঘুড়তে থাকা ফ্যানটাও
স্বস্তি পেত ।
কলম ছবি আঁকতো ফুল - নদী - পাখির ,
সময়ের দীর্ঘশ্বাস সুখশ্বাস হয়ে 
ছড়াতো অক্সিজেন ।
আর সোডার বোতলের মত
জীবন উথলে উঠতো আনন্দে .....

সময় যদি ফিরে যেত
কুড়ি বছর আগে ----
প্রাণোচ্ছ্বল জীবন তবে ঝড়না হতো ,
চারপাশে থাকত বাহারী ফুলের সমারোহ ,
উচ্ছ্বাসে গেয়ে উঠত পাখি ,
পাহারের মাথায় দেখা যেত সোনার মুকুট .....

সময়টা এগিয়ে এল বারো বছর পর ---
শ্যাওলায় নোংরা দূষিত জীবন ,
বিন্দু বিন্দু জমে বিষের বাষ্প ,
ঠোঁটের নীচের তিলটা থাকে অপেক্ষায়
শেষরাতে ভালোবাসার আকাঙ্ক্ষায় ,
বোধে আসে না আর শিউলির সুবাস ,
নিকোটিনের গন্ধে ভরে অবুঝ হৃদয়
সচল মস্তিষ্ক বেছে নেয় আত্মহনন ।

No comments: