ক্ষমা করো
নিজেকে সামলে নিয়ে
গোপনে বাড়ি ফিরি , সন্তর্পনে
এই বুঝি ভেঙে চুরমার করে দেয় ----
সযত্নে রক্ষিত , পিতৃদত্ত মাথাটা
সামনে বিরাট লড়াই ,
কাঁদানে গ্যাস আর নির্দয় লাঠি
হামলে পড়ে সজীব প্রাণের উপর
মুহূর্তেই অপরিচিত আমার চেনা বন্ধুজন
আমি যে পিতা এক
বাড়িতে বেঘোরে জ্বরে শিশুসন্তান আর ভয়ার্ত প্রেয়সী
তাই , পারিনি বন্ধু তোমাদের হাত শক্ত করে ধরতে
পারিনি তোমাদের মত লাঠির আঘাত সইতে
জানি , তোমাদেরও বৃদ্ধ মায়ের সকরুণ মুখ
প্রিয়ার দুশ্চিন্তা আর শিশুসন্তানের বাহুডোর
সযত্নে রক্ষিত পাশে
সামনে দাঁড়ায় এসে মস্ত ভবিষ্যৎ
পথ নেই , তাই ---
অনশন , আবেদন - নিবেদন , লাঠির আঘাত
আমি যে ভীতু , স্বার্থপর এক পিতা
ক্ষমা করো আমায় , ক্ষমা করো ,
পারলে ক্ষমা করে দিও ।
No comments:
Post a Comment