এক পৃথিবী আলো
তুই যে আমার আঁধার রাতের
আকাশ তারায় ভরা ,
বুকের মাঝে উতল হাওয়া
স্নেহমাখা ধরা ।
তোর ঐ স্নিগ্ধ মুখের 'পরে
শরৎশশীর ছায়া ,
কোন যাদুতে আলো ছড়ায়
কি তার মোহ মায়া ।
সোনারোদের সোহাগঝরা
তুই আদরের ধন ,
তোরই জন্য আছে আমার
সারাটি জীবন ।
ছোট্ট ছোট্ট চোখে যে তোর
এক পৃথিবী আশা ,
তোরই জন্য ছন্দ আমার
আমার প্রাণের ভাষা ।
তুই যে আমার নয়নভোলা
এক পৃথিবী আলো ,
তোকে ছাড়া বিশ্ব ভুবন
অমাবস্যার কালো ।
No comments:
Post a Comment