Thursday, November 26, 2020

শঙ্খ মামার বেড়াল

শঙ্খ মামার বেড়াল



শঙ্খমামার আদুরে বেড়াল ,
নামখানি তার ভজন ,
গোঁফজোড়া তার ইয়া বড়ো ,
সাত কিলো তার ওজন ।

রোজ সকালে মামার সাথে
ঘুম থেকে তার ওঠা ,
ব্রেকফার্ষ্টে খাবে দুধে
পাউরুটি এক গোটা ।

দুপুরবেলা ভাতের সাথে
কাটা পোনা চাই ,
শরীরটা তো রাখতে হবে
খেতেই হবে ভাই ।

সন্ধ্যেবেলায় একবাটি দুধ
সঙ্গে চারটে মেরি ,
মামা বলেন , ইহজগতে
ভজনই তার বেড়ি ।

ভজনই তার বন্ধু বান্ধব ,
ভাই বোনও ভজন ,
ভজনই তার দেবতাস্বরূপ
ভজন আত্মার স্বজন ।

ভজন যদি বাইরে বেড়োয় 
আঁধার দেখে মামা ,
ঠোঁট ফুলিয়ে হাত পা ছুঁড়ে
কেঁদে ওঠেন - রামা -- ।

রামাচাকর পড়ি-মড়ি
উর্দ্ধশ্বাসে ছোটে ,
ভজনকে না পেলে ফিরে
ভাগ্যে কি যে জোটে ।

এদিক- ওদিক ঘুড়ে ফিরে
হণ্যে যখন রামা ,
ঘরে তখন গভীর ঘুমে
ভজন এবং মামা ।

No comments: