Saturday, March 27, 2021

সে কি কেবলই যাতনাময়

সে কি কেবলই যাতনাময় 





















মনের মধ্যে তখন আমার পড়ন্ত বিকেল
পোড় খাওয়া দিনগুলির তামাটে রঙ 
গায়ে মেখে
আমি ঘরপোড়া মানুষ এক 


অনেকেই ভালোবেসেছিল 
কাউকে তো ভালোবেসেও ছিলাম
তাদের ভালো- লাগা ভালো-বাসা সফল-ব্যর্থতার 
টুকরো টুকরো কাহিনী আজ 
কোলাজে বন্দী  হয়ে আছে 

কত ফাল্গুন গেছে সঙ্গে নিয়ে রঙের ডালি 
আষাঢ় শ্রাবণ ধারায় ভিজেছে চোখের কোন 
আমার অমানিশা দীর্ঘস্থায়ী হয়েছে
হারিয়ে গেছে পূর্ণিমার  আকাশ
রোদভেজা পাখির ডানায় শুধুই দীর্ঘশ্বাস 

জলভরা কালো মেঘ ভার বয় শুধু 
বর্ষে না প্রাণ খুলে আর, 
মাঝে মাঝে গুমরে ওঠা আষাঢ় -সময়
করুণ মেঘমল্লার গায় 
আমার শ্রান্তমন বিশ্রাম খুঁজে ফেরে 
মনের ক্লান্তি কুয়াশা হয়ে ঝরে
আজন্ম আসঙ্গলিপ্সা ডুকরে ডুকরে কাঁদে 
এক আকাশ কান্না নিয়ে দাঁড়িয়ে থাকে 
বন্ধুর আশায়। 



No comments: