Friday, November 20, 2020

ছুঁয়ে যায় প্রাণ

ছুঁয়ে যায় প্রাণ



নীল আকাশে ঠোঁট ডোবালাম আজ ,
হিমেল হাওয়া শরীর ছুঁয়ে যায় ,
এমন করে ভালোবাসার বাতাস
বলছে ডেকে আয়রে কাছে আয় ।

এতদিনের খরায় ফাটা জমি
হঠাৎ করে পেল নতুন প্রাণ ,
আকাশ-জমিন মিলিয়ে দিল আজ
জনমকালের সজীবতার গান ।

এবার বোধহয় নতুন সৃষ্টি হবে
দশদিকেতে তারই আভাস পাই ,
গাল ফুলানো নতুন কুঁড়িগুলির
মনের মাঝে খুশির সীমা নাই ।

শিউলি-বোঁটার গন্ধ ছুঁয়ে গেছে
বৃন্তে এখন নতুন প্রাণের ছায়া ,
কচি কচি সবুজ পাতার ফাঁকে
জড়িয়ে আছে অলৌকিক মায়া ।

পাতার মাঝে চোখ মেলেছে কারা ?
ভেঙেছে বোধহয় পদ্মকলির ঘুম ,
স্নেহের পরশ বুলিয়ে দিয়ে যায়
নবীন সূর্যের আলতো হাসির চুম ।

প্রভাত মেঘে সোনার আলো হাসে
সেজেছে কেমন পানায় ভরা পুকুর ,
শারদ-মেঘে জলছবির মতন
শিশির ঝরে পড়ছে টাপুর টুপুর ।

এমন করে সারা শরীর জুড়ে
ছড়িয়ে পড়ে অতল প্রেমের আবেশ ,
সৃষ্টিসুখে আবেগঘন মন
রাখবে বুকে ভালোবাসার রেশ ।

No comments: