Saturday, September 12, 2020

মৃত্যু

মৃত্যু

Death Wallpapers - Top Free Death Backgrounds - WallpaperAccess

মৃত্যু আমার অতন্দ্র প্রহরী
শিয়রে রয়েছে জেগে
দিনমান , যত , কাটে তার সাথে
কত রাগে - অনুরাগে ।
কভু আঁখি ছল , ব্যথিত সজল
অশ্রু ম্রিয়মান
কখনো তীব্র তীক্ষ্ণ দৃপ্ত
উদ্ধত বলীয়ান ।

মৃত্যু আমার প্রেমিক পুরুষ
সোহাগে মাতায় মন
মৃত্যু আমার কত আদরের
স্নেহের পরম ধন 
আমি মৃত্যুকে দেখেছি কত
চিরন্তনের মাঝে
মৃত্যু এসেছে বারে বারে দ্বারে
নিত্য নতুন সাজে ।

তবুও মৃত্যু অসীম অনন্তে
রয়েছে লুকিয়ে আজো
দিন হলো শেষ , রাত্রি অশেষ
শেষ হয়নি যে কাজও ।


No comments: