Tuesday, November 17, 2020

দিনের শেষে

দিনের শেষে


দিনের শেষে সন্ধ্যা নামে
ঘরে ফেরার টান ,
অন্ধ বাউলের একতারাতে
দিন শেষেরই গান ।

সকাল হলে যে ছেলেটার
পেটে ক্ষুধার ধার ,
সন্ধ্যা হলে গুটিশুঁটি
ক্লান্ত শরীর তার ।

ফুটপাতের ঐ জায়গাটুকু
মৃত্যুঘুঘুর ফাঁদ ।
দিনের শেষে সেইখানেতেই
হাসে সোনার চাঁদ ।

চাঁদ যেন তার খেলার সাথি
অনেক কালের সই ,
জনমকালের পরমাত্মীয়
তবু , সঙ্গে থাকে কই ।

যে মেয়েটা দিনের আলোয়
সাত চড়েতেও চুপ ,
দিনের শেষে আঁধার রাতে
তারই অন্য রূপ ।

ঘরে যে তার অভাব শত
ছোট্ট ভাই আর বোন ,
দিনের শেষে খুঁজে ফেরে
অন্ধগলির কোন ।

No comments: