ফিরে চাও
কুয়াশাভরা দু'চোখ আমার ।
স্মৃতিপথে আন্দোলিত পৃথিবীর ধূ্লারাশি
তোমার পথের ধারে পড়ে আছে অবহেলায়
জানি তার প্রয়োজন নিঃশেষিত আজ ,
অথচ বলেছিলে , যখন সেগুনের ছায়ায়
বসে দুজনে , ছেঁড়া ছেঁড়া সোনাঝুড়ি বট
দূরে কোন গ্রামখানি হাতছানি দেয়
সেই মরুবালি বুঝি চোখের তারায়
করেছে অসীম ক্ষত , মরুপথে সাগর হারায়
আজো তবু বৃষ্টি ঝরে আমার অঙ্গনে
মরুত্তাপ শুষে নেবার আপ্রাণ চেষ্টা
প্রলয়ের মরুঝড় তোমার আকাশে
আবার ' সুজলাং সুফলাং ' হবে তো দেশটা ?
No comments:
Post a Comment