আমি হবো রাজার রাজা
মেঘের বাড়ি যাব
মেঘের
মাঝে লুকিয়ে থাকা
মেঘপরিদের পাবো ।
পানসিখানি বেঁধে রেখে
নামব মেঘের ঘাটে
মেঘপরিদের সাথে সাথে
ছুটব মেঘের মাঠে
ছুটব ওদের ডানায় ডানায় ,
সোনার ঘুড়ি চড়ে
পেরিয়ে যাবো সাত সমুদ্র
ছু-মন্তর করে ।
পরির যাদুকাঠি আমায়
ভুলিয়ে দেবে সব
ভুলবো যত হট্টমেলা ,
ভুলবো কলরব
ভুলবো আমি শাসন-ত্রাসন
ভুলব অনাহার
ভুলব যত নোংরামি আর
ভুলব অবিচার ।
ভাবব না আর অনাহারী
পথশিশুদের দুঃখ
কান্নাভেজা ক্ষুধার্তদের
শুষ্ক পাংশু মুখও ।
তখন আমি রাজার রাজা
যাদুময় হাত
এক যাদুতেই সবাই পাবে
থালা ভর্তি ভাত ।
যে মেয়েটা হারিয়ে গেছে
জংলা বনের ধারে
মায়ের বুকে , বাবার প্রাণে
খুশি কি আর ঝরে ?
বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো
প্রাণকাড়াদের সাজা
দেবই দেব , তিন সত্য ---
নইলে কিসের রাজা?
1 comment:
খুব সুন্দর।
Post a Comment