আমি ঈশান
ছাতিমতলা প্রাইমারি স্কুলের জুনিয়র টিচার ।
বাবা-মার একমাত্র সন্তান ।
বাবার বড় ইচ্ছা ছিল ---
তার ছেলে মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে ---
সুযোগও পেয়েছিলাম ,
হায়ারসেকেন্ডারি পরীক্ষায়
আহামরি রেজাল্ট না করলেও
জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল নিয়েই
ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছিলাম ।
আমার বাবা একজন গেজেটেড অফিসার
চাকরীজীবনের প্রায় শেষ দিক
কলেজে আমার তখন থার্ড ইয়ার চলছে
পড়াশুনার ভীষণ চাপ
বাড়ির সাথে যোগাযোগ করারও সময় নেই
তখন মোবাইল ছিল না
একদিন এমার্জন্সি কল এল কলেজ হোষ্টেলে
অসময়ে --- হৃৎপিন্ড উঠল লাফিয়ে ---
শিরায় তো একই রক্ত ---- তাই
খবর ছড়ায় রক্তে ---
রূদ্ধশ্বাস নেমে আসি ---
---- হ্যালো ----
---- বাবা , তুই বাড়ি আয়
মায়ের আহত গলা কাঁপিয়ে দেয়
---- কেন মা -----
---- তোর বাবা আর নেই ---
মুহূর্তে দুলে ওঠে আমার পৃথিবী
আকাশ ভেঙে কোথায় বাজ পড়ে কড়্ কড়্ কড়্
শান্ত নীরিহ সদাহাস্যমুখ আমার বাবার মৃত্যু
সহজ পথে আসেনি ---
ভালোমানুষ বাবার কোমল হৃদয়ে
পেয়েছিলাম নখের আঁচড় ,
কতগুলি নরপিশাচের উন্মত্ত লালসা
ক্রমে কলঙ্কিত করছিল
শরতের আকাশের মতো বাবার মনটাকে
কখনো কখনো জলে ভার হত সে আকাশ
কিন্তু বৃষ্টি ঝরতো না
অমারবিকতার সাথে যুঝতে যুঝতে
ব্লকেজ বাড়তে থাকে হৃৎপিন্ডের
তারপর সেই দিন ---
মিথ্যার হাতে সত্যের ঘটে চরম লাঞ্ছনা
অপমানে অপমানে ক্ষয়িষ্ণু মূল্যবোধ
মুখ থুবরে পরে মাটিতে
চারপাশে নরপিশাচের নগ্ন উল্লাস
আমার অসহায় বাবা আর কথা বলেনি
কি দোষ ছিল আমার বাবার বলতে পারেন
সমাজের নগ্নরূপটা চিনতে পেরেছিল, তাই---
ছিঁড়ে ফেলতে চেয়েছিল মিথ্যার ফানুস
চিহ্নিত করতে চেয়েছিল নরখাদকদের
ব্যাগভর্তি টাকার মূল্যকে মূল্যহীন করে
ছুঁড়ে ফেলতে চেয়েছিল সমাজের কতগুলি --
ভন্ড কালো হাত ,
তাই , আমার সহজ সরল বোকা বাবার
কালো বিষাক্ত এই পৃথিবিতে
বেঁচে থাকার ছারপত্রটুকু কেড়ে নেওয়া হল,
ভেঙে দেওয়া হল এক সত্যের মেরুদন্ড।
রাতে এখনো আমি স্বপ্নে দেখি
আমার সদাহাস্যমুখ বাবার-
বলেন -খোকা-
সমাজে মানুষের বড় অভাব
মুখোশ পরে ঘুরে বেড়ায়
আসলে একদল পিশাচ
তারা ক্ষুধার্ত শিশুর মুখ থেকে
দুধ কেড়ে খূতে পারে ,
শকুনের মতো দৃষ্টি নিয়ে ঘোরে সমাজের আনাচে কানাচে
এরা মানুষের মূল্য বোঝে টাকার অঙ্কে
তুই ভিড়িস না যেন এদের সাথে
ওরা ভয়ানক ,
পারলে মানুষ কর ---
কচি কচি বুকে ভরে দে সততার বাতাস ,
বিশুদ্ধতার আলো খেলুক চোখে ,
মানুষের মূল্য বুঝুক মানবিকতায় ,
মুছে ফেলুক কালো পৃথিবীর ছায়া ---
তাই --- আমি আজ ছাতিমতলা প্রাইমারি স্কুলের
জুনিয়র টিচার
বিটেক , ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিটা
আমার আর পাওয়া হল না ।
No comments:
Post a Comment