Friday, January 8, 2021

কথারা

কথারা



কথারাও পথ হারায় ---

যে কথা একদিন
কলকল্লোলে ফল্গুধারায় বইত ,
আজ তা নিষ্প্রাণ পাথর ।
ফুলে ফুলে দুলে দুলে বেড়ানো কথাদের
ছন্দ গিয়েছে হারিয়ে ।
রামধনু রঙের পাখনা মেলে যে কথারা
বিচ্ছুরিত হত আকাশে
আজ তারা শুধুই ধূসর
পাখিদের মত ডানা মেলে উড়ে বেড়ানো কথাদের
ডানা গিয়েছে কাটা ......

কথারাও বিপথগামী হয় -----

আকস্মিক বেপথু জীবনে
অকস্মাৎ খেই হারায়
লাটাইয়ের সুতো ছিঁড়ে উড়ে যাওয়া ঘুড়ির মত
আর ফেরেনা নিজস্ব ঠিকানায়

কথাদেরও অভিমান হয় ------

একরাশ যন্ত্রণা বুকে কথারাও
ফুঁফিয়ে কাঁদে , বালিশ ভেজায়
স্নানঘরে কান্নাভেজা কথারাও
উষ্ণতা চায় একবুক মরুতৃষ্ণা নিয়ে

কথারাও ভালোবাসে -----

স্নিগ্ধতায় ভরিয়ে দেয় হৃদয় ,
হৃদয়ের শুষ্ক গহ্বরে তোলে জলতরঙ্গের অনুরণন
প্রাণে আনে অক্সিজেনের জোয়ার
কোষে কোষে ভালোবাসার উন্মাদনা
কথার পুষ্পবৃষ্টিতেই উর্বর হয় সৃষ্টি
ফুল হাসে শুভেচ্ছায় ।

No comments: