বারমাস্যা
পুড়ছে কত খড়কুটো
তার সঙ্গে মন যে পোড়ে
সুতোয় বাঁধা তারদুটো
একটা তারে সুর ওঠে কি
অন্য তারটাও জুড়তে হয়
চন্দ্র সূর্য দুয়ের খেলায়
জগৎ সদা আলোকময় ।
যদিও আসে অমাবস্যা
ক্ষণিক অভিমানের পালা
পূর্ণিমা চাঁদ হাসে যখন
জুড়ায় না কি সকল জ্বালা ?
যদিও চাঁদে কলঙ্ক আছে
সূর্যের তেজে বিশ্ব জ্বলে
তার মায়াতেই ভুবন হাসে
বিশ্ব ভরে ফুলে ও ফলে ।
যতই জ্বলুক , যতই পুরুক
যতই ঘনাক অমাবস্যা
এসব নিয়েই পূর্ণ হবে
জীবনের এই বারমাস্যা ।
No comments:
Post a Comment