Wednesday, December 16, 2020

ভালোবাসার চাদর


ভালোবাসার চাদর

ভালোবাসায় মোড়া চাদর পেয়েছি এক
আরোহণ করেছি তাতে --
নীল আকাশে সাদা মেঘের মত
চাদর চলেছে আমাকে ভাসিয়ে নিয়ে ---
কত মাঠ-ঘাট , নদী-সাগর , পাহাড়-পর্বত ডিঙিয়ে
চাদর পৌছেছে এক মায়াবি জগতে
স্বর্ণালী আভায় পূর্ণ সে জগৎ ।

বর্তমানের কোলাহল-ক্রন্দন-বঞ্চনা-জিঘাংসা
স্তিমিত হচ্ছে ক্রমে ---
না-পাওয়ারা পূর্ণ হচ্ছে সব পেয়েছির দেশে ,
নিরাশার অন্ধকার ডুবে যাচ্ছে আশার আলোকে ,
মাঠ উপছে পড়ছে গর্ভবতী সোনালী ধানে ,
দু'হাতে গ্রহণ করছি অমৃত-প্রদায়ী কল্লোলিনীর অঞ্জলি ,
পাখির কুজনে কলরিত আত্মার সুজন ,
নিষ্পাপ ফুলের হাসিতে ঝরছে শিশুর সারল্য ,

ভাষাহীন ভাসমান ভেলা ভাসিয়ে চলেছে দূরে ---
অন্তহীন আশার খেয়াল-খুশির খুনশুঁটি গায়ে মেখে

সে যে আশার জগৎ , ভালোবাসার জগৎ
সীমাহীন ভালো লাগা হৃদয় জুড়ে ।


No comments: