Monday, November 2, 2020

মেঘের পাড়ে

মেঘের পাড়ে


আয় কাছে আয় দেখবি যদি --
নীল আকাশ আর ইচ্ছে নদী
একসাথে আজ মিশে ---
কোন পথে যে চলবে ধেয়ে
সাদা মেঘের পানসি বেয়ে,
পায় না কোনো দিশে ।

চারিদিকে অপরূপ সাজ ,
হারানো সেই মনটাকে আজ
চল না এবার খুঁজি ---
আকাশ পাড়ে নদীর ধারে ,
খুঁজে ফিরি বারে বারে
কত গলি - ঘুঁজি ।

আকাশ পথে চলি উড়ে ,
বাঁধি আমার ছোট্ট কুঁড়ে
মাতি আপন খেলায় ---
লুকোচুরির সঙ্গী যে হই ,
দলছুটদেরও সঙ্গেতে রই
রঙীন মেঘের ভেলায় ।

দিন শেষে যেই সন্ধ্যা নামে ,
আকাশজুড়ে বিরাট খামে
হাজার তারার আলো ,
দুঃখটাকে আড়াল করে ,
রাতের রঙীন তারা ধরে
মুছব সকল কালো ।

No comments: