Thursday, September 17, 2020

রসিক দাদু

রসিক দাদু


দাদু আমার রসিক বড়ো
আস্ত রসের হাঁড়ি ,
এই বয়সে কোঁচা মেরে
গেল শ্বশুর বাড়ি ।

শালী বলে খোঁজ নাও না যে ,
তোমার সাথে আড়ি ---
দিদি এলো তাই বুঝি বা
এলে শ্বশুর বাড়ি ?

মিটিমিটি হাসে দাদু
শালীর পাশে বসে ,
গাল গড়িয়ে ভেজে জামা
মিষ্টি পানের রসে ।

দুদিন হলো দিদি তোমার
দিয়েছে গা ঢাকা ,
তাকে ছাড়া জীবন আমার 
এক্কেবারে ফাঁকা ।

দাদুর কথা শুনে দিদা
মিটিমিটি হাসে ,
সবাই তাকে বসিয়ে দেয়
রসিক দাদুর পাশে ।

No comments: