আমার ফাগুন
আমার অলস সময় বয়ে চলে
তোমার কথা ভেবে ,
অচিনপুরের যাত্রী তুমি ,
আমায় কি আর নেবে?
ভিন দেশেতে যাত্রা তোমার
ভিন্ন বন্ধু মহল,
আমার দেশে ফাগুন এলেও
চৈতী হাওয়ার টহল।
তোমার দেশে অশোক পলাশ
আমার ফাগুন আগ ,
তোমার আকাশ আবীরসম
আমার রক্তের রাগ।
আমার কোকিল দুঃখে কাঁদে
সাথিহারা হয়ে ,
তুমি শুনছ সুমিষ্ট গান
সুরের ঝরনা বয়ে।
তবুও মনের মাধুরী নিয়ে
পথ চেয়ে থাকি,
বন্ধু তুমি ,সুজন তুমি ,
আমার দৃষ্টিহারা আঁখি।
No comments:
Post a Comment