আমার আকাশ
দু'চোখে দুরন্ত রোদ্দুর,
আরো দূরে চলে যাই --- নীল থেকে নীলে
মহাশূন্যের একেবারে বিন্দু সীমানায়
যে পথে অপার প্রেম , পলাশের লালিমা ,
যে পথ দীর্ঘ ছায়াঘেরা , বনফুলের হাসিময় ,
সে পথে আকাশ আমার নতজানু হয় ,
অঝোরে প্রেম ঝরে কৃষ্ণচূড়ায় ।
আমার আকাশ জুড়ে শিমুল ফোটে ,
তারার মালায় বধুঁবরণ হয়,
সাক্ষী থাকে ধ্রুবতারা , অরুন্ধতী , অঙ্গীরা
হাজার তারার মালায় সোনালী শপথ ।
আমার উদাসী মন আকাশকে ভালোবাসে
আরো গভীরে --- নীলে ডুবে যায় ,
কখনো স্বপ্ন খোঁজে বিন্দুকনায় ,
তৃষ্ণার্ত ঠোঁটদুটি দিশেহারা হয় ।
আধো ঘুমে পাই কত গভীর আশ্লেষ ,
দীর্ঘচুম্বন শেষে তৃপ্ত ওষ্ঠদ্বয় ,
বিনিসুতোয় গাঁথা পরে দুটি হৃদয়
আকাশ ভালোবেসে শুধুই আমার হয় ।
No comments:
Post a Comment