আজি বসন্তে
বসন্ত আসন্ন
লক্ষ্মী কান্ত দাস
-------------------------
মুকুলে আকুল আগত বসন্ত
শিশির স্নানের শেষে ,
পলাশের চোখে চোখ রেখে বলে
ফাগুন গেছে এসে ।
মাতাল সমীর ব্যাকুল কবির
দোলা দিয়ে যায় মনে ,
রঙের বাগানে ফুলের আগুন
ডাক দিয়ে যায় প্রাণে ।
আহা মরি মরি আকুলি বিকুলি
চকোর চকোরী করে গলাগলি
আবির গুলালে মাতোয়ারা প্রাণ
পুলকিত মদন বানে ।
সখী যতসব করে কলরব
সখারে দিতেছে ডাক
মলয় সমীরে গা শিরশিরে
প্রেমেরই চক্রবাক ।
কুহু কুজনে আজ কৃষ্ণচূড়া মাতে
চকোর চকোরী মাতে জ্যোৎস্নাতে
সময় যে মাতে নিজেকে হারাতে
আম্রমুকুল সুগন্ধ মাখা রাতে ।
-----------------------
সবুজ শোভা
অশোক কুমার পাইক
--------------------------------
ফাগুন বনেতে সবুজ শোভায়
যায় যে সদাই হেসে,
আকাশে বাতাসে বহিছে মাতন
রূপেরই ভালোবেসে l
হৃদয় দুলিয়া উঠিছে বধূ'রে
সবুজ পরশে প্রাণে,
ফুলেল হাসিতে দুলিছে সদাই
সুমধুর যত গানে l
গাছের শাখায় পাখিরা গাহিছে
নাচিছে সুরের তালে,
ফুলের কাননে সুবাস ছুটিছে
অলিদের মধু গালে l
সবুজ শোভায় পরাণ জুড়িয়া
যায় গো সবার মনে,
নতুন পাতায় সবুজে মাতিয়া
ভরায় আঁখিতে ক্ষণে l
রঙিন রঙের ফাগুন বনেতে
বধূর স্বপন জাগে,
মনের খুশিতে হৃদয়ে ভরায়
প্রেমের স্মৃতি টা আগে l
---------------
বসন্ত
সৌমিত্র আচার্য
--------------------------
বসন্ত
ছুটি ছুটি আকাশে
কালো মেঘ খেলা করে,
বসন্ত ভেসে গেছে পাখিদের ডানাতে,
তোর কথা ভাবলেই সন্ধ্যা কি সকালে
মাঝরাতে হেসে যায় দূরের ওই তারা গুলো,
মেখে নিয়ে রোদ্দুর নীল নদী বয়ে যায়
তোর সুর বুকে বাজে নদীর ওই মোহনায়।
ভালোবেসে মধু খায় মৌমাছি গোলাপে,
ছোট শিশু পুকরে ঢেউ তোলে দুপুরে,
কানামাছি খেলা চলে বাবুদের বাগানে।
খিলখিল হাসি দেখে পুঁটি আর কাতলায়,
রামদেব বসে বসে আরোগ্য বাতলায়।
তুই ময় পৃথিবীর একটাই ভ্যাকসিন,
মোবাইলে রিং বাজে তোর নাম হলো সিন।
হাসিমুখে ব্যথা গুলো যন্ত্রণা নিরাময়,
এইটুকু হৃদয়টা কেদারায় শুতে চায় ।
দুই চোখে স্বপ্ন হাজারটা ছবি আসে
তোর চোখ তোর হাসি স্বপ্নকে নেয় পাশে,
মন তাই অজান্তে চিৎকারে বলে যায়,
এ ছেলেটা সব ভুলে তোকে শুধু ভালোবাসে....
কানে কানে বলে যায় হৃদয়ের টুকরো,
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে...
------------------------
ফাগুন এসেছে
শংকরী সাহা
----------------------------
চারিদিকে আজ ফাগুনের সাজ
রাঙা রাঙা ফুল ডালে,
বাগানের ফুলে প্রজাপতি দোলে
অলিরা নাচছে তালে।
ফাগুন এসেছে আগুন লেগেছে
শিমুল পলাশ বনে,
আবির ঢেলেছে ভোরের আকাশে
বিধাতা আপন মনে।
বনবীথি সাজে নব পল্লবে
ভ্রমর করছে খেলা,
প্রেমের রঙেতে রাঙিয়েছে মন
এসেছে ফাগুন বেলা।
বসন্ত কালে কোকিলের গানে
মনেতে যে রঙ লাগে,
মৌমাছিরা গুঞ্জরিয়া যায়
ওই কুসুমের বাগে।
রঙের খেলায় মাতবে সবাই
সকল বিভেদ ভুলে,
আবির রঙের রঙিন দোলায়
দোলবে মানব কুলে।
কেন অমিত হলে?
----------------------------
বীরেন আচার্য্য
---------------------
আমার সেই প্রথম বসন্ত
খুঁজেছিল কি কৃষ্ণচূড়া ?
তবে লালমাটির সোহাগ ছুঁয়ে বেজেছিল
নুপুরের রুনু ঝুনু স্বপ্নডাঙার বাসস্টপে ;
লাজুক হাসির অন্তরালে ছিল অনেক না বলা কথা -
খোঁপার সেই রক্তকরবী দুলিয়ে কয়েকটা শব্দ-
কাল ঠিক এই সময় এই স্বপ্নডাঙার বাসস্টপে ।
যৌবন হতে বসন্ত হারায় ;
হতাশায় নুব্জ যৌবনে পলাশ ধরায় না নেশা ;
জীবনের প্রথম বসন্তের রক্তিম ভাবনা
জীবনযুদ্ধে ক্লান্ত সৈনিকের কাছে
অতীতের কোন এক দুঃস্বপ্ন ।
কালের নিয়মে পলাশ ফোটে ,
কৃষ্ণচূড়ায় সব প্রেম যেন আকাশ রাঙায় -
শুধু স্বপ্নডাঙার বাসস্টপে ফেলে আসা বসন্তটা
স্মৃতিটাকে তোলপাড় করে বলে -
"শেষের কবিতা " হাতে কেন ' অমিত ' হ'লে?
-----------------×--------------
No comments:
Post a Comment