Thursday, September 24, 2020

বাজবে তোমার আলোর বেনু


বাজবে তোমার আলোর বেনু


শ্রাবণের সিঁদকাঠি নিয়ে গেছে ভাদ্রের আকাশ
চলে গোপনে অভিসার
এক আকাশ ভাদ্র সাথে ভিজব বলে নামি
হাতছানি শরতের আলোর
আলোর ফুলকি ছোটে কোনায় কোনায়
কাশেরা মেলেছে ডানা উদ্ধত কিশোর
পদ্মের মধু জমে নিষ্কলুশ বিলে
চকোর-চকোরী-মন হাওয়াতে লুটায়
অবাক চেয়ে থাকি ক্রোসান্ডার গুচ্ছে
চোখের মলিনতা চকিতে পালায়

তবু তো আশঙ্কা করে বেড়াল-মন
গুঁটিশুটি ঘরের কোনে অতিমারির কোপ
আশঙ্কায় মলিন নয় শারদীয়ার চাঁদ
আসবে , আসবে শুভক্ষণ ------

আলোর বেনু আবার পরিপূর্ণ হব ।

No comments: