Sunday, September 17, 2023

মেঘ বালিকা -- নাসিরা বেগম

মেঘ বালিকা
নাসিরা বেগম
১০-০৯-২৩
আকাশ জুড়ে কালো মেয়ে মেঘ বালিকা সেজেছে সঙ,
মেঘলা-চোখো অচিন মেয়ে বৃষ্টিলেখার দারুন ঢঙ্।
নীল নিলীমা তুই কি মোদের দূর আকাশের নীলপরি,
পেঁজা তুলোর মাঝখানেতে পরে থাকিস্ নীলাম্বরী। 
তুইই  কি সেই রুখুশুখু যক্ষপ্রিয়া হালফ্যাসানি
একটা নয়ন অগ্নিবলয় অন্য চোখে বেত্রবতী,
মেঘপিয়নের কাঁধে ঝোলা মায়াহলুদ পত্রখানি
বাতায়নে অপেক্ষা চোখ মেয়ের বুকে তৃষ্ণারতি। 
ঈশানি মেঘ ভাসিয়ে দিলো বিরহপোড়া ওই দুপুর,
মহাকালের ঘন্টা দোলায় ত্রিকালজ্ঞ খেয়ামাঝি
ভিজবে মেয়ে আগুনরূপা ছিঁড়ে যাবে শিঞ্জিনূপুর।
রংধনুতে গা এলিয়ে ছাই রঙা ওই মেঘ বাবাজি 
শরত সাদা মেঘের গাঁজায় দিন ঘুমটা বেজায় রাজি। 
পত্র পাঠে বুকে শিহর ঝিমিয়ে থাকা উর্জা মেয়ে
ভুর্জপত্রে দু-একখানা বিষম-খাওয়া বৃষ্টিফোঁটা,
দলাপাকানো লজ্জাবস্ত্র ছুঁড়ল মেঘে ঘেমেনেয়ে
তারাখসা গন্ধ রাতে অভিসারিকার পথে কাঁটা। 
ভাসলো মেয়ের হলুদ খামের গোপন চিঠি নক্ষত্রজলে,
প্রেমধোঁয়াশা আপত্তিকাল হা-ক্লান্ত জিরিয়ে নেওয়া ছায়াসজল হিজলতলে।

Thursday, September 14, 2023

প্রেম -- কাকলী


প্রেম
কাকলী
১৪/০৯/২৩
একটুকরো প্রেমকে খোঁজা, আর মেঘলা আকাশে রোদ্দুর খোঁজা,
হয়তো আছে, হয়তো নেই, অনুভবে শুধুই,
প্রেম মানে কি শুধু চোখের দেখায়, হাতের ছোঁয়ায়,
নাকি শারীরিক অবয়ব ছাড়িয়ে শুধু অন্তরে অনুভব,
প্রেম মানে কি শুধুই পাওয়া, নিজের জোরে চাপিয়ে দেওয়া অধিকারে,
নাকি অলীক কল্পনায় না পাওয়াতেও প্রাপ্তি,
সারাজীবন ধরে পাশাপাশি থেকে যাওয়া দুটি মন,
সত্যিই নিজেদের চেনে কতক্ষন, নাকি সবটাই অভ্যেস,
ভালো থাকায় চেষ্টা, নিজেদের অনুভূতি গুলো অগ্রাহ্য করে,
প্রেম মানে তাহলে ভালো থাকায় ছলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার খেলা,
নাকি এক অপার্থিব সুখের মধ্যে ডুবে গিয়ে অস্তিত্বের অন্বেষণ করা,
গভীর ভাবে ভালোবাসার মানে কি শুধু শরীর ছুঁয়ে থাকা,
নাকি বহুদূরে থেকেও অন্তরে তার উপস্থিতি অনুভব করা,
সবকিছুই ভীষন আপেক্ষিক, কি ভাবে ভাববে, কি ভাবে দেখবে,
সেই মতো ছবি আঁকা হবে,
আকাশে গোধূলি আলোর বুকে নাম লেখা হবে,
ভীষন আবেগ জড়ানো কিছু মুহূর্ত থেকে যাবে জীবনের সঞ্চয়,
অথবা কোথাও কিছুই নেই, তবু মনে করতে তো বাঁধা নেই,
অনেক স্বপ্ন আঁকা রঙিন দিন, সময়ের সাথে তারাও বার্ধক্যে পৌঁছায়,
কিন্তু সেই অনুভূতি গুলো চিরদিন চিররঙিন,
পূর্ণিমার চাঁদ যেমন প্রতি পূর্ণিমাতেই একরকম,
তবুও রকমফের হয় তার ভিন্ন চোখে ভিন্ন রকম,
প্রেমেরও তেমনি হাজার রূপ, হাজার অনুভূতি,
কেউ পেয়েও বুঝতে পারে না, কেউ না পেয়েও স্বপ্ন বুনে যায়,
প্রেম বুঝি অধরাই হয়, নাগালের বাইরে, স্বপ্নের ভিতরে,
এই মনে হয় পেয়েছি, এই মনে হয় হারিয়ে ফেলেছি,
সমস্ত উষ্ণতা মেখে শুধু অন্তরে অনুভব তাকে, এ এক প্রাপ্তির সাধনা।

Wednesday, September 13, 2023

ভুল সংকেত -- সেলিম আলতাফ

  ভুল সংকেত 
 সেলিম আলতাফ 
 ১৩-০৯-২০২৩
সেদিন হঠাৎ চমকে উঠি ভীষণ! 
জোড়াগেটের মোড়ে চলন্ত রিকশায়
মেয়েটি - ঠিক তোমার মতই।

মুহূর্তে কেঁপে ওঠে শরীর - 
সাথে ঝাকুনিতে মোটরবাইক থামে।

একরাশ অবাক বিস্ময় এসে হাজির-
মন আর চোখের বিস্ফোরিত বিচ্ছুরণ।

দুটো প্রশ্ন ঘোরপাক খায় লাটিম ঘোরায়- 
কবে এলে তুমি আমার শহরে? 
তুমি এলে আর আমি একটুও জানলাম না? 

কেটে যায় কিছু উষ্ণ সময় বোঝার নিমিত্তে-
তারপর--
পর্দা সরে ধীরে ধীরে দৃষ্টি মঞ্চের অবমুক্ততায়,
বিভাবরী আলোয় ধরা পড়ে ভুল সংকেত বিন্দু। 

আরে এ তো তুমি নও! 
সে অনেকটা তোমার মত!

হাঁফ ছেড়ে বাঁচি আমি রক্তচাপ নামতে থাকায় 
হেসে উঠি মন সরোবরে অনাবিল আনন্দ স্নানে,
সে তুমি নও- এটা ভেবেই আমার এত তৃপ্তিময়তা।

আবার তারপর--
একটা নিদারুণ কষ্ট আবেগ এসে জায়গা করে,
দীর্ঘশ্বাসে ভীড় জমায় হতাশা অনুভব সমাবেশ।

ফের প্রশ্ন উঁকি দেয় খোলা জানালার কার্ণিশে-
আচ্ছা সত্যি সত্যিই এখন রিকশায় তুমি হতে?
কি করতাম আমি তখন ভাবনার কাটাকুটিতে?
কি করে সামলাতাম নিজের অস্থির তোলপাড়?  

আরও কত কিছু ভাবি আমি-
কারুকাজ রেখাপথে সুঁই সুতোর বুনন চলে,
স্বপ্ন ডানায় ঝাপটাতে থাকে হাপিত্যেশ ছবি। 

ততক্ষণে মেয়েটিকে নিয়ে রিকশা এগোয়-
চলে যায় অজান্তে অনেকটা দূরত্ব বাড়িয়ে, 
ঝাপসা দৃষ্টি সীমানার চৌকাঠ পিছনে ফেলে।

Sunday, September 10, 2023

বুনে গেল আগামীর স্বপ্নীল বীজ -- বিক্রমজিৎ মান্না


বুনে গেলো আগামীর স্বপ্নীল বীজ 
বিক্রমজিৎ মান্না 
৬/৯/২৩
হোস্টেলের ঘরে ছেলেটা পড়ছিল চেয়ারে বসে
তখন গভীর রাত ।
দরজায় টোকার শব্দে খিল খুলেই স্তম্ভিত ।
মদের ঘ্রানেতে ভরা  , রক্ত জবার চোখ
টলমল পায়ে ,জড়ানো কন্ঠ স্বরে 
সম্মুখে দাঁড়িয়ে সিনিয়ার দাদা । 

সপাটে থাপ্পড় , 
এত রাতে আলো জ্বলছে কেন ?
ছেলেটা হতচকিয়ে যায় অসঙ্গত প্রশ্ণে ,
আর কষানো থাপ্পড়ে ।

কলার ধরে টানতে টানতে নিয়ে চলে 
সিগারেট ধোঁয়া ভরা মাদক কক্ষে ।
প্রশ্ণোত্তর পর্বে ফেলড হলে
চড়,ঘুষি,লাথি,সিগারেট ছ্যাঁকা 
কিছুই থাকেনা বাকি।

কে বা বাঁচাবে তারে এ নরক থেকে !
যন্ত্রণায়  ভেষে ওঠে মার মুখ খানা 
যে মা তাঁর মুছায়েছে হাজারো কান্না।

উন্মত্ত শ্বাপদের নির্মম বাহু
ছাদ হতে ছুঁড়ে দেয় তাঁরে 
কঠিন প্রস্তরে নির্বিকারে
খল - খল হাস্যের লহরীতে ভরে ।

কাকভোরে পুলিশ আসে ।
দখিনা হাওয়ায় খোলা বইয়ের পাতা গুলো
তখনও যে  পত- পত উড়ে‌ই চলে ।
টেবিলের প্লেটের জলে 
ভাষা যত বেলি আর গোলাপের পাপড়ি সুবাস 
ঘরে ঢালে আমোদিত প্রাণ ।

বইয়ের পাশেই রয়ে যত্নে সাজানো
কোন ছেলেবেলায় তোলা
মায়ের হাতটি ধরে  ছবিটার ল্যামিনেট কপি ।
এবং ---
বিবেকানন্দ - নিবেদিতার হিমালয় পথে
সে চিরায়ত স্মিত হাস্যের 
বাঁধানো ছোট্ট ফ্রেম দেখে 
পুলিশ ইন্সপেক্টরও ক্ষনিক থমকে দাঁড়ায় ।

ক্ষণিক থমকে দাঁড়ায় আসমুদ্র হিমাচল বিষ্ময় ভরে 
চকিতে সংবাদ শিরোনাম শুনি ।

রাজনীতি বাদশারা লুফে নেয় নতুন ইস্যু ।
যদিওবা রানী আর সুশীল সমাজ 
বেদনার সুরে ভাষি যায়না ছুটি 
স্বপ্নদিপের মার বেদনার প্রলেপ হয়ে
ওদের গাঁয়ের পর ।

যে মায়ের চিরদিন অশ্রু ঝরাবে
হয়তোবা 
স্কুল টুর্নাম্যান্টে
ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি খানা ;
যা সোকেশে এখনো জ্বলজ্বল  ।

হয়তো সিঁড়ির তলে আজও আছে পড়ে
ছেলেটার ফুটবল, ক্রিকেট ব্যাট, লাটাই
আর মাছ ধরার বড়শিটাও ।
যেখানে ছড়ানো তাঁর নির্মল,উচ্ছ্বল হাঁসি ।

যে টিফিন বক্সটা নিয়ে 
বোনের সাথে নিত্য কলহ
তাও বোনের বুকে বেঁধা হুল হবে ।

আর , বাবার যে হাত ঘড়িটা
ছেলেবেলায় মেঝেতে ফেলে ভেঙেছিল 
সে স্মৃতিও হয়তোবা
জ্বলিবে পিতার বুকে
রাবনের চিতা হয়ে এ জীবনভোর ।

তবুও যে আপনার জীবন দানে
প্রগতির পৃথিবীর চোক্ষু খুলি
হয়তোবা মুছে গেলো আগামীর শত মার
বুক চাপা জমাট পাষাণ ;
শিক্ষার মন্দিরে  নগ্ন পশুত্বের তান্ডবে স্তব্ধ করি ।

বুনে গেল আগামীর স্বপ্নীল বীজ
শাণিত চেতনার শিক্ষাঙ্গনে
আসমুদ্র হিমাচল মনে
করুন নয়নে ।

Friday, September 8, 2023

অভিমানী সময় -- চন্দনা কুন্ডু

অভিমানী সময়
চন্দনা কুন্ডু
8.9.23
মুঠো খুলে পড়ে যায় সময়, অভিমানে টুপ করে 
এই আছো তুমি, এই নেই মন ভুলানো ইশারায় ।
আমি কোথাও প্রবল, কোথাও শীর্ণ নদীর মতো
আবার কখন শূন্যতায় রিক্ত আবেগ ভরা মনে তোমাকে খুঁজি ।

দরিয়ার মতো বয়ে চলছি ওই সময়ের ইশারায়,
এই আছি আমি বর্তমানে, এই অতীতে ঘুরে মরি ।
শুধুমাত্র ভবিষ্যতের দিকে অন্ধ দৃষ্টিতে
তাকিয়ে থাকে আমার মন।

কবে, কখন, কোন সময় এইসব প্রশ্ন !
আমার চার পাশে আমাকে ঘিরে থাকে ।
ঈশ্বর সত্যি বোবা, স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখে, 
উওর দেয় না কখনও  ।

চোখের জল যায় শুকিয়ে, মন বলে, জীবনে কি তার দাম !
তাই  মনের ভিতরে আমি ডুব দিয়ে,  ভালবাসার মুহূর্তগুলি মুঠো ভর্তি করে , ক্ষনিকের সুখগুলোর সাথে তুলে আনি ।

এই খেলায় কিছুক্ষণ ভুলে থাকি, আবার
ওই সময়, আবার আমার হাত থেকে পালিয়ে যায় ।
আমার মুঠোর ফাঁক দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ে,শূন্য করে তোলে 
তাইতো এত অভিমানী সময় যায় চলে,
মহাকালের কোলে ।

Wednesday, September 6, 2023

মহান শিক্ষক -- শুভঙ্কর ত্রিপাঠি

 মহান শিক্ষক
 শুভঙ্কর ত্রিপাঠী
 ০৬ _ ০৯_২০২৩
তুমি জ্ঞানী;
অনন্ত অপার রহস্যের  --
সত্য সন্ধানী  ।
জ্ঞানের অমৃত সুধা 
যুগে যুগে কর সঞ্চয় , 
সেই সুধা দান করে
তুমি মহা দানী
কালোত্তীর্ণ অমর অক্ষয়।

তুমিই  দধীচি ;
হও জ্ঞান তপস্যায়।
তোমার প্রদত্ত অস্থি ;
অসুর নিধনে , দেবরাজ বাসবের
কঠোর বজ্র গড়ে,
দেবতার অস্তিত্ব রক্ষায় ।
সৃষ্টির সংকটে আনে স্বস্তি।

তুমি স্বাভিমানী 
চানক্য ,দরিদ্র জ্ঞান যোগী।
তোমার  শিখার অপমানে 
অহংকারী ধননন্দ হয় ভুক্তভোগী।
নতুন যুগের
পুরোহিত তুমি,
কুটিল কৌটিল্য  হও যুগ প্রয়োজনে।

তুমিই ঈশ্বর
বিদ্যার সাগর তুমি, সাগর দয়ার
মাতৃ জাতি ,শিক্ষা পায় , খুলে যায় দ্বার
মধ্যযুগ পিছে পড়ে থাকে
নতুন যুগেতে পথ চলা,
তোমারি শিক্ষার আলোকে। 

তুমিই বিবেকানন্দ
তুমিই বিবেক , ভারত আত্মার।
মহান কর্মযোগ , বেদান্ত দর্শনে
মুখরিত বিশ্ববাসী, তোমার বন্দনে
শিকাগোর ধর্মসভা , জয় জয়কার।
সকলে গর্বিত মুগ্ধ
ছাত্র যত প্রকৃত শিক্ষার।

গুরু রবি, কবি শ্রেষ্ঠ
শিক্ষা গুরু তুমিই মহান।
বাঙালির সত্তা তুমি, বাংলার মান ।
শিক্ষা আনন্দময় প্রকৃতির মাঝে
মুক্ত  চিন্তা , উচ্চ শির সকাল কি সাঁঝে
তোমার শিক্ষার আলো শান্তিনিকেতনে
তোমার শিক্ষার আলো, আমাদের প্রাণে।

শিক্ষকতা পেশা নয়, 
আলোক দিশারী জয়গান।
কঠিন মহান ব্রত,
পবিত্র মঙ্গল যত,
মানবতা, মনুষ্যত্ব-
আপনি আচরি ধর্ম অপরে শিখান।
মহান শিক্ষক শুধু তাঁরা ,
যাঁরা নিজগুণে ভাস্কর সমান।

Tuesday, September 5, 2023

বর্ণপরিচয় -- বিজয়া মিশ্র

 বর্ণপরিচয়
 বিজয়া মিশ্র
 ০৫.০৯.২০২৩
একটু একটু করে যেন আলো ফুটছে
আঁধারের গহ্বর থেকে
যেখানে প্রথম শোনা পাখিদের মতো কলরব
যেখানে অবুঝ চোখের ভাষা অবাক বিস্ময়ে ইতস্ততঃ
যেখানে অসংখ্য অচেনা শব্দের গিঁট খোলার প্রস্তুতি ...।
যাঁর হাতের স্পর্শে অজানা অচেনা ভয় ভাঙার গান
স্লেট খড়ির বুকে প্রথম আঁকিবুঁকি
হয়ে উঠলো প্রাণের কথা আঁকবার মুক্তক্ষেত্র।
তিনি বড় চেনা অথচ তখন তিনি একেবারে নতুন অন্য এক অভিভাবক।
তিনি গল্প শোনানোর ছলে বলেছিলেন 
আমার ভেতর আরো এক একটা সূর্য উঠবে একদিন
সবুজ আলো ঝলমলে একটা অন্য জগতে যেখানে
বাগানে ওড়া প্রজাপতিদের মতো 
একটা সুন্দর ডানাওয়ালা মন মুমোচ্ছে অকাতরে।
নিঝুম আঁধার গুহায় আলোর কিরণ ফুটে উঠবে
যেন সে এক অন্য দেশ
সেখান পৌঁছোতে শিখতে হবে বর্ণের আঁকিবুঁকি
গড়তে হবে শব্দের সাজসজ্জায় তৈরি কথামালা।
প্রথম সেই স্পর্শ যেন জিয়নকাঠি
রাস্তায় হাঁক দিয়ে যাওয়া ফেরিওয়ালার ঝুড়িতে
উঁকি দেওয়া মুগ্ধ চোখদুটো তখন খুঁজতে লাগলো 
একপয়সায় কেনা ছোট্ট বর্ণপরিচয়ের পাতা জুড়ে
সজ্জিত "জল পড়ে পাতা নড়ে..."
শব্দগুলো সেই জাদুকর মিলিয়ে দিতেন পূর্বাপর সত্যি সত্যি জল পড়ে দরজার বাইরে মাঠের পাশে
দাঁড়িয়ে থাকা অসংখ্য গাছে নড়তে থাকা পাতার শিহরণে
আজও তিনি জাদুকর
মন্ত্রবলে দাঁড়ান এসে হাতে একখানা বেত নিয়ে
শুনতে থাকেন সঠিক উচ্চারণ সঙ্গে মানেটা ও...।
মনের চৌকাঠ পেরিয়ে নিত্য আসা যাওয়া 
সেই মানুষটি আমার মা।

Monday, September 4, 2023

মাতা পিতাসম গুরুশিরোমণি তুমি -- সুজন দাস

 মাতাপিতাসম গুরুশিরোমনি তুমি 
 সুজন দাস 
 ০৪/০৯/২০২৩
প্রিয় শিক্ষক তুমি মাতাপিতাসম গুরুশিরোমনি চিরশ্রদ্ধেয়বাঙ্ময়,
সরস্বতীর বরপুত্র তুমি দেশ বা জাতির গঠনে,পরিবর্তনে চিরঅন্বয়  |

অশিক্ষার আকাশে ছড়াও জ্ঞানের আলো তুমি আলোকবর্তীকাময়,
প্রতিভা বিকাশে জ্বালাও মনের প্রদীপ তুমি দৃপ্তময় |

তুমি মোদের প্রাণের গুরু আদর্শের প্রতীক সদা প্রেরণাময়,
তোমার প্রদর্শিত পথেই আগুয়ান মোরা ছাত্রদল চিরঅকুতোভয় |

হাতেখড়িতে তুমিই মহাগুরু শৈশবে শিক্ষার সূচনা চিরস্মরণীয়ময়,
অআকখ,ABCD,সহজ পাঠ-এর শৈশবীশিক্ষার সৃজনীপ্রসারণে তুমি চিরঅব্যয় |

'অগ্নিবীণা'র স্বপ্নদিশারী স্বপ্নের রামধনুবিচ্ছুরণে তুমি চিরপ্রত্যয়,
"দুর্গম গিরি, কান্তার-মরু"অতিক্রমের সুশিক্ষাদানে তুমি সদাজাগ্রতময় |

শিক্ষক দিবসে প্রণমি তোমায় প্রিয় শিক্ষক হে গুরু তুমি চিরঅক্ষয়,
দ্রোণাচার্য তুমি,রাধাকৃষ্ণণ তুমি ছাত্রদলের সুচরিত্রগঠনে মহাপ্রলয়..|


Saturday, September 2, 2023

সেই শব্দ লাগে -- শ্যামল কুমার মিশ্র

 সেই শব্দ লাগি
 শ্যামল কুমার মিশ্র 
  ২৭-০৮-২০২৩
রোজ রাতে আমি শব্দ খুঁজে মরি 
ভালোলাগা ভালোবাসার শব্দ 
উৎকর্ণ থাকি---ঐ শব্দ হলো! 
মৃদু বাতাসে মর্মর পাতার শব্দ 
কিংবা মার্জার চলেছে নরম পা ফেলে
শুকনো পাতায় জেগে উঠছে শব্দ 
'আমি কান পেতে রই'...

শেষ ট্রেনটা হুইসেল দিয়ে চলে যায়
রাতের নিশীথে চাঁদ ডুবে যাওয়ার আগে 
ও এসেছিল ধীরে একান্ত সন্তর্পণে
কী গভীর নম্রতা সে পদবিক্ষেপে 
'আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া'... 
'আমি শুধু কান পেতে রই'...

নাম না জানা পাখিটা শিস্ দিয়ে 
হারিয়ে যায় ছাতিমের আড়ালে 
রেখে যায় ডানা ঝাপটানোর শব্দ 
আমি শুনতে পাই বইয়ের পাতার খসখস শব্দ 
ওখানে কি জেগে থাকে কোন শব্দশ্রমিক?
শব্দ তরে প্রেম জাগে নিশীথে, নীরবে... 

আমার দু'চোখে ঘুম নেমে আসে 
শব্দগুলো গানের মালা হয়ে 
আমার চারদিকে ছড়িয়ে পড়ে 
আমি শুনতে থাকি 'ঘুমপাড়ানি' গান 
গান যে শব্দের সুরেলা প্রকাশ 
ওই সুর আমায় নিয়ে যায় অনেক দূরে 
আমি হারিয়ে যেতে থাকি
চেতন অবচেতনের সন্ধিক্ষণে 
আমি কান পেতে শুনতে থাকি লাবডুব 

আমার চেতনার গভীরে 
এক গভীর শব্দস্রোত খেলা করে 
আমি খুঁজে ফিরি সেই শব্দ 
গভীর শব্দস্রোত মাঝে...

Friday, September 1, 2023

আজো আমি তোমার অপেক্ষায় -- গৌতম তরফদার

 আজও আমি তোমার অপেক্ষায় 
 গৌতম তরফদার
 ০১.০৯.২০২৩
মনে পড়ে কুসুমকলি! 
বিকেলের ঝিমো রোদ্দুরে গলাগলি, 
ফুরফুরে বাতাসে দু'জনে গা-ঘেঁষাঘেষি করে
আবেগের নরম পাহাড়ে তরতরিয়ে উঠে
প্রতিশ্রুতির প্রতিধ্বনি শুনিয়েছিলাম,

" ভালোবাসার বাঁধন খুলব না, 
 তোমায় কোনোদিন ভুলব না।
 সম্পর্ক হোক জীবনের চেয়ে দামি, 
 তোমায় আজীবন আগলে রাখব আমি। "

ভালোবাসার পরশ মনে মাখিনি, কথা রাখিনি
মুখ লুকিয়েছি আমি সময়ের আড়ালে।
দু'চোখে তোমার অসহায়ত্বের জলছবি, 
প্রতিশ্রুতি ভাঙার অপরাধী আমি।

সেদিনও বলেছিলে তুমি....
" কথা দিও না, রাখতে পারবে না,
  অনুতাপ তখন পিছু ছাড়বে না।"

তোমার হাত ছেড়েছি, বিদায়ের হাত নেড়েছি
আপন সম্পর্কের সৌভাগ্য নিজেই কেড়েছি।
তোমার নীরবতাই আমার কাছে অভিশাপ,
নিয়তি কেড়ে নিয়েছে আমার তাপ-উত্তাপ। 

মনে পড়ে কুসুমকলি! 
তুমিই বলেছিলে একদিন....
" অনুশোচনার আগুনে পুড়বে যেদিন,
  পুনর্মিলনের পটভূমি রচিবে সেদিন। "

আজও আমি তোমার অপেক্ষায়।